পূর্ণাঙ্গ স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিস ‘আগামী’র সেবা দেওয়ার জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাক ব্যাংক। গত ৩ আগস্ট (বুধবার) ঢাকার আশুলিয়ায় ইউনিভার্সিটির ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এই চুক্তির ফলে ডিআইইউ শিক্ষার্থীরা ‘আগামী’ পার্সোনাল লোনের মাধ্যমে তাদের শিক্ষার খরচের জোগান, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ডসহ আগামী সেভার অ্যাকাউন্ট খোলা, একটি সুবিধাজনক স্টুডেন্ট ফাইল সার্ভিস এবং স্টাডি অ্যাব্রোড ক্রেডিট কার্ডসহ আগামীর বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদেরও পড়ালেখার খরচ জোগাতে সহায়তা করবে ‘আগামী পার্সোনাল লোন’। এই ‘আগামী পার্সোনাল লোন’ শিক্ষার্থীদের শিক্ষার ব্যয় বহনের জন্য তৈরি করা প্রথম ঋণ সুবিধা। ‘আগামী সেভারস অ্যাকাউন্ট’ একটি চার্জ মুক্ত অ্যাকাউন্ট, যাতে শিক্ষার্থীরা পাবেন তুলনাহীন সুবিধা। এতে আছে মাত্র ২৫০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা, বিনামূল্যে মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড এবং এক টাকা থেকে শুরু করে যেকোনো ব্যালেন্সের ওপর ইন্টারেস্ট পাওয়ার সুবিধা। আরও আছে প্রথম বছরে ‘স্টাডি অ্যাব্রড ক্রেডিট কার্ড’ এর বার্ষিক ফিতে ১০০% মওকুফ সুবিধা।
আরও জানা যায়, ব্র্যাক ব্যাংক দুই সপ্তাহের জন্য ক্যাম্পাসে একটি ‘আগামী’ বুথ স্থাপন করবে। সেখানে শিক্ষার্থীরা আগামী সেভার্স অ্যাকাউন্ট খোলার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের ব্যাংকিং সুবিধা পাবে। শিক্ষার্থীরা ডিজিটাল চ্যানেলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ১০ মিনিটেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। তরুণদের মধ্যে ডিজিটাল ব্যাংকিং ব্যবহার বাড়াতে শিক্ষার্থীদের জন্য ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ থাকছে বিনা মূল্যে।
এ পার্টনারশিপ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের তরুণ বয়স থেকেই আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে জ্ঞান অর্জন এবং ব্যাংকিং শুরু করার সুযোগ পাওয়া উচিত। যা তাদের সামনের জীবনে সাহায্য করবে। আগামী সার্ভিসটি পার্সোনাল লোন, সেভিংস অ্যাকাউন্ট, বিদেশে অধ্যয়নের জন্য ক্রেডিট কার্ড এবং স্টুডেন্ট ফাইল সেবা নিয়ে ছাত্রছাত্রীদের জন্য একটি সম্পূর্ণ সমাধান নিয়ে এসেছে। ‘আগামী’ পার্সোনাল লোন সন্তানের শিক্ষার খরচ বহনে পিতা-মাতাদের সহায়তা করবে।’
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. লুৎফর রহমান বলেন, ‘আমরা মনে করি এই পার্টনারশিপ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ব্যাপকভাবে উপকৃত করবে। স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিসের পার্টনার করার জন্য আমরা ব্র্যাক ব্যাংককে ধন্যবাদ জানাই। আমরা আশা করি, এটি শিক্ষার্থীদের জন্য খুলে দেবে সম্ভাবনার দ্বার। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা সব সময় শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা পালন করে থাকি।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, হেড অব উইমেন ব্যাংকিং অ্যান্ড ‘আগামী’ মেহরুবা রেজা, হেড অব রিটেইল লেন্ডিং মনিরুল ইসলাম রনি, বনানী ব্রাঞ্চ ম্যানেজার বোরহান উদ্দিন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পক্ষ থেকে উপস্থিত ছিলেন—ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার, ট্রেজারার মমিনুল হক মজুমদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ নাদির বিন আলী এবং ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের ডিরেক্টর মো. হামিদুল হক খান।
পূর্ণাঙ্গ স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিস ‘আগামী’র সেবা দেওয়ার জন্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাক ব্যাংক। গত ৩ আগস্ট (বুধবার) ঢাকার আশুলিয়ায় ইউনিভার্সিটির ক্যাম্পাসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
ব্যাংক কর্তৃপক্ষ জানায়, এই চুক্তির ফলে ডিআইইউ শিক্ষার্থীরা ‘আগামী’ পার্সোনাল লোনের মাধ্যমে তাদের শিক্ষার খরচের জোগান, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ডসহ আগামী সেভার অ্যাকাউন্ট খোলা, একটি সুবিধাজনক স্টুডেন্ট ফাইল সার্ভিস এবং স্টাডি অ্যাব্রোড ক্রেডিট কার্ডসহ আগামীর বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন। মেধাবী শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেওয়ার পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদেরও পড়ালেখার খরচ জোগাতে সহায়তা করবে ‘আগামী পার্সোনাল লোন’। এই ‘আগামী পার্সোনাল লোন’ শিক্ষার্থীদের শিক্ষার ব্যয় বহনের জন্য তৈরি করা প্রথম ঋণ সুবিধা। ‘আগামী সেভারস অ্যাকাউন্ট’ একটি চার্জ মুক্ত অ্যাকাউন্ট, যাতে শিক্ষার্থীরা পাবেন তুলনাহীন সুবিধা। এতে আছে মাত্র ২৫০ টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা, বিনামূল্যে মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড এবং এক টাকা থেকে শুরু করে যেকোনো ব্যালেন্সের ওপর ইন্টারেস্ট পাওয়ার সুবিধা। আরও আছে প্রথম বছরে ‘স্টাডি অ্যাব্রড ক্রেডিট কার্ড’ এর বার্ষিক ফিতে ১০০% মওকুফ সুবিধা।
আরও জানা যায়, ব্র্যাক ব্যাংক দুই সপ্তাহের জন্য ক্যাম্পাসে একটি ‘আগামী’ বুথ স্থাপন করবে। সেখানে শিক্ষার্থীরা আগামী সেভার্স অ্যাকাউন্ট খোলার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের ব্যাংকিং সুবিধা পাবে। শিক্ষার্থীরা ডিজিটাল চ্যানেলের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ১০ মিনিটেই অ্যাকাউন্ট খুলতে পারবেন। তরুণদের মধ্যে ডিজিটাল ব্যাংকিং ব্যবহার বাড়াতে শিক্ষার্থীদের জন্য ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ থাকছে বিনা মূল্যে।
এ পার্টনারশিপ সম্পর্কে ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তাদের তরুণ বয়স থেকেই আর্থিক ব্যবস্থাপনার বিষয়ে জ্ঞান অর্জন এবং ব্যাংকিং শুরু করার সুযোগ পাওয়া উচিত। যা তাদের সামনের জীবনে সাহায্য করবে। আগামী সার্ভিসটি পার্সোনাল লোন, সেভিংস অ্যাকাউন্ট, বিদেশে অধ্যয়নের জন্য ক্রেডিট কার্ড এবং স্টুডেন্ট ফাইল সেবা নিয়ে ছাত্রছাত্রীদের জন্য একটি সম্পূর্ণ সমাধান নিয়ে এসেছে। ‘আগামী’ পার্সোনাল লোন সন্তানের শিক্ষার খরচ বহনে পিতা-মাতাদের সহায়তা করবে।’
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. লুৎফর রহমান বলেন, ‘আমরা মনে করি এই পার্টনারশিপ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ব্যাপকভাবে উপকৃত করবে। স্টুডেন্ট ব্যাংকিং সার্ভিসের পার্টনার করার জন্য আমরা ব্র্যাক ব্যাংককে ধন্যবাদ জানাই। আমরা আশা করি, এটি শিক্ষার্থীদের জন্য খুলে দেবে সম্ভাবনার দ্বার। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা সব সময় শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সহায়ক ভূমিকা পালন করে থাকি।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন—হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম, হেড অব উইমেন ব্যাংকিং অ্যান্ড ‘আগামী’ মেহরুবা রেজা, হেড অব রিটেইল লেন্ডিং মনিরুল ইসলাম রনি, বনানী ব্রাঞ্চ ম্যানেজার বোরহান উদ্দিন এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পক্ষ থেকে উপস্থিত ছিলেন—ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. লুৎফর রহমান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. মাহবুব উল হক মজুমদার, ট্রেজারার মমিনুল হক মজুমদার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ নাদির বিন আলী এবং ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টসের ডিরেক্টর মো. হামিদুল হক খান।
বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণার দেওয়ার পরপরই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম। গত দু’দিনে ভারতের বাজারে চালের দাম প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে ৫ লাখ টন চাল আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে।
১৫ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা শেষে গত ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলিশ ধরার মৌসুম, যা চলবে আগস্টের শেষ পর্যন্ত। কিন্তু অবাক করার মতো বিষয় হলো—ভরা মৌসুমেও সাগর-নদী থেকে জেলেরা প্রত্যাশিত ইলিশ পাচ্ছেন না। প্রতিবছর এই সময় দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা রুপালি ইলিশ শিকারে ব্যস্ত সময়...
১ দিন আগেটেকসই কৃষি উন্নয়নের অংশ হিসেবে রংপুর অঞ্চলে ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪২ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর বিভাগের ৫ জেলার গ্রামীণ দারিদ্র্য কমবে, টেকসই কৃষি...
১ দিন আগেব্র্যাক ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ সম্প্রতি ১০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। একই সঙ্গে, ২০২৫ সালের জুলাই মাসে এই অ্যাপের মাধ্যমে ২০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে মাসিক অ্যাপ-ভিত্তিক লেনদেনের একটি নতুন রেকর্ড।
১ দিন আগে