Ajker Patrika

ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ৬ জনের পদোন্নতি

আজকের পত্রিকা ডেস্ক­
ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ৬ জনের পদোন্নতি

সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পদমযাদার ৬ কর্মকর্তাকে উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি দিয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

আজ শনিবার ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন মাহমুদুর রহমান, মো. রফিকুল ইসলাম, মুহাম্মদ সাঈদ উল্লাহ, কেএম মুনিরুল আলম আল-মামুন, ড. এম কামাল উদ্দীন জসীম ও মো. মাকসুদুর রহমান।

এর আগে মাহমুদুর রহমান ঢাকা সেন্ট্রাল জোনের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। ইন্টারন্যাশনাল ট্রেড উইংয়ে প্রধান হিসেবে কর্মরত ছিলেন মো. রফিকুল ইসলাম। এছাড়া ব্যাংকটির স্পেশাল ইনভেস্টমেন্ট উইং-এর প্রধান ছিলেন মুহাম্মাদ সাঈদ উল্লাহ ও ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন কেএম মুনিরুল আলম আল-মামুন। আর ব্যাংকের ক্যামেলকো এবং অপারেশন্স উইংয়ের প্রধান ছিলেন ড. এম কামাল উদ্দীন জসীম এবং ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স উইং র প্রধান হিসেবে কর্মরত ছিলেন মো. মাকসুদুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রতি রাতে সাপ হয়ে দংশন করেন স্ত্রী, প্রশাসনে অভিযোগ স্বামীর

চমকে দিয়ে বিসিবির সহসভাপতি হওয়া কে এই শাখাওয়াত

বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা

লন্ডন বৈঠকে ড. ইউনূসের সঙ্গে কী আলাপ হয়েছে—বিবিসি বাংলাকে যা বললেন তারেক রহমান

স্বৈরাচারকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের মানুষের বিরাগভাজন হলে ‘আমাদের কিছু করার নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত