দেশের বিজ্ঞাপনশিল্পের সবচেয়ে বড় সম্মাননা ও স্বীকৃতির আসর ‘কমওয়ার্ড’। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে গত ১৩ আগস্ট রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয় ‘কমওয়ার্ডের’ ১১তম আয়োজন। আসরে দেশের সেরা কমিউনিকেশন ক্যাম্পেইনগুলোকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়। সংশ্লিষ্ট বিজ্ঞাপনী সংস্থাগুলোর হাতে সম্মাননা পদক তুলে দেন দেশের নেতৃস্থানীয় কমিউনিকেশন ও মার্কেটিং বিশেষজ্ঞরা।
বিজ্ঞাপনী সংস্থা ক্যারটকম লিমিটেড এবারের আসরে বিভিন্ন উল্লেখযোগ্য ক্যাটাগরিতে জিতে নিয়েছে মোট ১২টি অ্যাওয়ার্ড। এর মধ্যে গোল্ড, সিলভার, ব্রোঞ্জসহ সর্বোচ্চ সম্মাননা গ্র্যান্ড প্রিক্সও রয়েছে।
আকিজ সিরামিকস লিমিটেডের একটি ক্যাম্পেইন ‘দেয়াল ও মেঝে হোক ভাষা বান্ধব’ এর জন্য ক্যারটকম সর্বোচ্চ স্বীকৃতি ‘গ্র্যান্ড প্রিক্স’ সম্মাননায় ভূষিত হয়। দেয়াল ও মেঝে দৃষ্টিপ্রতিবন্ধীদের কাছে ভাষা বান্ধব করে তোলার জন্য ‘আকিজ সিরামিকস’ তৈরি করে কাস্টম মেইড ব্রেইল টাইলস। এ ধরনের টাইলস তৈরির আইডিয়া এবং এর কমিউনিকেশনের জন্য ক্যারটকম সোশ্যাল ক্যাম্পেইন ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড পেয়েছে।
‘আকিজ সিরামিকস’ ছাড়াও ‘কেও ফাইট স্টুডিওর’ ক্যাম্পেইন ‘প্রতিঘাতে ভাঙো জড়তা’, ‘সার্কুলার’-এর ‘অ্যাক্ট টু অ্যাভয়েড’ এবং ‘পাঠাও’-এর ‘স্টপ খ্যাপ, রান পাঠাও অ্যাপ’-এর জন্য ক্যারটকম বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ১২টি অ্যাওয়ার্ড অর্জন করে। আড়ম্বরপূর্ণ এই আয়োজনে পুরস্কার হস্তান্তর পর্বের আনুষ্ঠানিকতা শেষে ক্যারটকম লিমিটেড পেয়েছে বিজ্ঞাপন বোদ্ধাদের প্রশংসা ও সাধুবাদ। উল্লেখ্য, ক্যারটকম ‘মার্কেট অ্যাকসেস প্রোভাইডার লিমিটেড’-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান।
মার্কেট অ্যাকসেস গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক শরীফ এম. হাসান এবং ক্যারটকমের চিফ অপারেটিং অফিসার রাকিবুল হাসান জোহেব ক্যারকটকম সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। ক্যারাটকম বলেছে, ‘মাত্র দুই বছর আগে, সম্পূর্ণ নতুন টিম নিয়ে ক্যারটকম নতুনভাবে কাজ শুরু করে। টিম মেম্বারদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই অ্যাওয়ার্ডগুলো। এই সম্মাননা আমাদের আরও ভালো কাজ করার এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।’
দেশের বিজ্ঞাপনশিল্পের সবচেয়ে বড় সম্মাননা ও স্বীকৃতির আসর ‘কমওয়ার্ড’। বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের উদ্যোগে গত ১৩ আগস্ট রাজধানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয় ‘কমওয়ার্ডের’ ১১তম আয়োজন। আসরে দেশের সেরা কমিউনিকেশন ক্যাম্পেইনগুলোকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়। সংশ্লিষ্ট বিজ্ঞাপনী সংস্থাগুলোর হাতে সম্মাননা পদক তুলে দেন দেশের নেতৃস্থানীয় কমিউনিকেশন ও মার্কেটিং বিশেষজ্ঞরা।
বিজ্ঞাপনী সংস্থা ক্যারটকম লিমিটেড এবারের আসরে বিভিন্ন উল্লেখযোগ্য ক্যাটাগরিতে জিতে নিয়েছে মোট ১২টি অ্যাওয়ার্ড। এর মধ্যে গোল্ড, সিলভার, ব্রোঞ্জসহ সর্বোচ্চ সম্মাননা গ্র্যান্ড প্রিক্সও রয়েছে।
আকিজ সিরামিকস লিমিটেডের একটি ক্যাম্পেইন ‘দেয়াল ও মেঝে হোক ভাষা বান্ধব’ এর জন্য ক্যারটকম সর্বোচ্চ স্বীকৃতি ‘গ্র্যান্ড প্রিক্স’ সম্মাননায় ভূষিত হয়। দেয়াল ও মেঝে দৃষ্টিপ্রতিবন্ধীদের কাছে ভাষা বান্ধব করে তোলার জন্য ‘আকিজ সিরামিকস’ তৈরি করে কাস্টম মেইড ব্রেইল টাইলস। এ ধরনের টাইলস তৈরির আইডিয়া এবং এর কমিউনিকেশনের জন্য ক্যারটকম সোশ্যাল ক্যাম্পেইন ক্যাটাগরিতে গ্র্যান্ড প্রিক্স অ্যাওয়ার্ড পেয়েছে।
‘আকিজ সিরামিকস’ ছাড়াও ‘কেও ফাইট স্টুডিওর’ ক্যাম্পেইন ‘প্রতিঘাতে ভাঙো জড়তা’, ‘সার্কুলার’-এর ‘অ্যাক্ট টু অ্যাভয়েড’ এবং ‘পাঠাও’-এর ‘স্টপ খ্যাপ, রান পাঠাও অ্যাপ’-এর জন্য ক্যারটকম বিভিন্ন ক্যাটাগরিতে সর্বমোট ১২টি অ্যাওয়ার্ড অর্জন করে। আড়ম্বরপূর্ণ এই আয়োজনে পুরস্কার হস্তান্তর পর্বের আনুষ্ঠানিকতা শেষে ক্যারটকম লিমিটেড পেয়েছে বিজ্ঞাপন বোদ্ধাদের প্রশংসা ও সাধুবাদ। উল্লেখ্য, ক্যারটকম ‘মার্কেট অ্যাকসেস প্রোভাইডার লিমিটেড’-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান।
মার্কেট অ্যাকসেস গ্রুপ-এর ব্যবস্থাপনা পরিচালক শরীফ এম. হাসান এবং ক্যারটকমের চিফ অপারেটিং অফিসার রাকিবুল হাসান জোহেব ক্যারকটকম সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন। ক্যারাটকম বলেছে, ‘মাত্র দুই বছর আগে, সম্পূর্ণ নতুন টিম নিয়ে ক্যারটকম নতুনভাবে কাজ শুরু করে। টিম মেম্বারদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই অ্যাওয়ার্ডগুলো। এই সম্মাননা আমাদের আরও ভালো কাজ করার এবং সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেবে।’
কর দিতে গিয়েও দিতে হয় ঘুষ—শিল্পমালিকদের এই বিস্ফোরক ক্ষোভ এখন আর কানে কানে বলা গুঞ্জন নয়, বরং অর্থনীতির কেন্দ্রবিন্দুতে প্রকাশ্য প্রতিবাদ। নিয়মিত করদাতারা পাচ্ছেন না ন্যায্য সম্মান, বরং তাঁদের ঘাড়ে চাপছে অতিরিক্ত বোঝা। উৎপাদনে ব্যবহৃত গ্যাস-বিদ্যুৎ নেই, অথচ কর চাই নিরবচ্ছিন্নভাবে। বিনিয়োগ থমকে...
৪২ মিনিট আগেআগামী এক বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিজেড) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এই পদক্ষেপের মাধ্যমে দেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু হচ্ছে।
১ ঘণ্টা আগেরাজধানীর অলিগলিতে প্রতিদিনের চেনা দৃশ্য—রোদে ঝলসে গেলেও থামে না শ্রমিকের কাজ। কেউ ড্রেন খুঁড়ছেন, কেউ টানছেন ইট-বালু। কোটি কোটি টাকার ঠিকাদারি প্রকল্পে সড়ক আর ভবন গড়ে উঠলেও সেই সব নির্মাণের ভিত গাঁথা শ্রমিকদের মজুরি থাকে বড্ড কম। কাজের ভার আর দক্ষতার ভিত্তিতে নয়—তাঁদের ঘামের দাম ঠিক হয় মালিকের...
১ ঘণ্টা আগেদেশে রপ্তানি ও প্রবাসী আয় বাড়লেও বিদেশি উন্নয়ন সহযোগীদের প্রকল্প ঋণের প্রতিশ্রুতি আশঙ্কাজনক হারে কমেছে। বিপরীতে পুরোনো ঋণ পরিশোধের চাপ বেড়েছে।
১ ঘণ্টা আগে