Ajker Patrika

আন্তর্জাতিক পুরস্কার পেল বাংলাদেশ ফাইন্যান্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আন্তর্জাতিক পুরস্কার পেল বাংলাদেশ ফাইন্যান্স

সেরা আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। এ বছর তারা সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনট্যান্টস (সাফা) পুরস্কার পেয়েছে। 

দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব শ্রীলঙ্কা, কলম্বো থেকে ভার্চুয়ালি সাফা বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২০ এর আয়োজন করা হয়। আজ বুধবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সাফার পক্ষ থেকে আইসিএবির সভাপতি মো. শাহাদৎ হোসেন এ পুরস্কার প্রদান করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন সাফার উপদেষ্টা এ কে এম দেলোয়ার হোসাইন, আইসিএবির সাবেক সভাপতি মাহমুদুল হাসান খসরু ও আইসিএবির পরিষদ সদস্য মো. হুমায়ুন কবীর। এবার আর্থিক সেবা খাতে সেরা প্রতিষ্ঠানের পুরস্কার পেয়েছে আইডিএলসি। বাংলাদেশ ফাইন্যান্স হয়েছে ফাস্ট রানার আপ। 

অনুষ্ঠানে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির স্বতন্ত্র পরিচালক ও নিরীক্ষা কমিটির চেয়ারম্যান মো. রোকনুজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কায়সার হামিদ। 

কায়সার হামিদ বলেন, আইসিএবি ও আইসিএসবি অ্যাওয়ার্ডের পর সাফার মতো আন্তর্জাতিক স্বীকৃতি তাদের এগিয়ে যাওয়াকে আরও গতিশীল করবে। এই অর্জনে দেশ সেরা আর্থিক প্রতিষ্ঠান হওয়ার যে লক্ষ্য, তা অর্জনে আরও এক ধাপ এগোনো গেল। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সের গ্রুপ সিএফও মো. সাজ্জাদুর রহমান ভূঁইয়া ও হেড অব ফাইন্যান্স অমিতাভ দেবনাথ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত