Ajker Patrika

ভারত থেকে চালবাহী দুটি জাহাজ এল মোংলা বন্দরে

 মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরে গতকাল শনিবার সন্ধ্যায় জাহাজ নোঙ্গর করে। ছবি: সংগৃহীত
মোংলা বন্দরে গতকাল শনিবার সন্ধ্যায় জাহাজ নোঙ্গর করে। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি করা ১৬ হাজার ৪০০ টন চাল নিয়ে গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুটি জাহাজ মোংলা বন্দরে নোঙর করেছে।

জাহাজ দুটির শিপিং এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইনসের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জালাল জানান, শনিবার সন্ধ্যায় ভারতের ধামরা বন্দর থেকে ৭ হাজার ৭০০ টন চাল নিয়ে বন্দরের ৭ নম্বর মুরিং বয়ায় নোঙর করে পানামা পতাকাবাহী ‘বিএমসি আলফা’। একই সঙ্গে ৮ হাজার ৭০০ টন চাল নিয়ে থাইল্যান্ডে পতাকাবাহী ‘এমভি সি ফরেস্ট’ জাহাজটি নোঙর করে ফেয়ারওয়ে বয়ায়। আগামী সোমবার থেকে এই চাল খালাসের কাজ শুরু হবে বলে জানান তিনি।

মোংলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী ভারত থেকে দেশে আসবে মোট ৩ লাখ টন চাল। এর মধ্যে ৪০ শতাংশ চাল খালাস করা হবে মোংলা বন্দরে, বাকি ৬০ শতাংশ খালাস করা হবে চট্টগ্রাম বন্দরে।

মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান বলেন, ‘এটি ভারত থেকে আসা উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে মোংলা বন্দরে আমদানি করা চালের দ্বিতীয় চালান। বন্দরে আসা দুটি বিদেশি জাহাজে মোট ১৬ হাজার ৪০০ টন চাল রয়েছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) আমদানি করা এই চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) খালাস প্রক্রিয়া শুরু হবে।’

খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান আরও বলেন, এর আগে ২০ জানুয়ারি মোংলা বন্দরে প্রথম চালানে আসে ৫ হাজার ৭০০ টন চাল। সে সময় ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজের মাধ্যমে চালগুলো আসে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত