Ajker Patrika

কৃষি-বনজ-মৎস্য খাতে সাড়ে ৫ হাজার কোটি ডলার রপ্তানি আয়ের পথে ভিয়েতনাম

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৬: ০৬
কৃষি-বনজ-মৎস্য খাতে সাড়ে ৫ হাজার কোটি ডলার রপ্তানি আয়ের পথে ভিয়েতনাম

কৃষি-বনজ-মৎস্য খাত থেকে এ বছর ৫৪-৫৫ বিলিয়ন (৫ হাজার ৪০০–৫ হাজার ৫০০ কোটি) মার্কিন ডলার রপ্তানি আয় করবে ভিয়েতনাম। দেশটির কৃষি ও পল্লি উন্নয়ন মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাণিজ্য প্রচার কার্যক্রম বাড়ানোর কারণে এবার এই তিন খাত থেকে রপ্তানি আয়ে এবার রেকর্ড হবে। 

সরকারি পরিসংখ্যানের বরাত দিয়ে ভিয়েতনামের বার্তা সংস্থা ভিয়েতনাম নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে (প্রান্তিক) কৃষি-বনজ-মৎস্য খাত থেকে মোট রপ্তানি টার্নওভার হয়েছে ১৩ দশমিক ৫৩ বিলিয়ন ডলার; যা গত বছরের চেয়ে ২১ দশমিক ৮ শতাংশ বেশি। 

এর মধ্যে চারটি কৃষিপণ্যের প্রতিটির রপ্তানিমূল্য এক বিলিয়ন ডলারের বেশি রেকর্ড করা হয়েছে। সবগুলো পণ্যের উল্লেখযোগ্য রপ্তানি প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। 

এ ছাড়া কাঠ রপ্তানি ২ দশমিক ৩২ বিলিয়ন ডলার, শাকসবজি ও ফল ১ দশমিক ২৩ বিলিয়ন ডলার, চাল ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার এবং কফি থেকে রপ্তানি আয় এসেছে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার। এসব পণ্যে রপ্তানি প্রবৃদ্ধি গত বছরের একই সময়ের তুলনায় যথাক্রমে— ২৬ দশমিক ৮ শতাংশ, ২৫ দশমিক ৮ শতাংশ, ৪০ শতাংশ এবং ৫৪ দশমিক ২ শতাংশ।

চলতি বছর সবজি ও ফল রপ্তানি ২০২৩ সালের রেকর্ড ছাড়িয়ে ৬ দশমিক ৫ থেকে ৭ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে আশা করছে ভিয়েতনাম সরকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত