নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আবারো বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে বাড়ল ২ হাজার ৩৩৩ টাকা। আগামীকাল শনিবার থেকেই কার্যকর হবে নতুন দাম। আজ শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ জুলেয়ার্স সমিতি (বাজুস)।
নতুন দর অনুসারে ২২ ক্যারেট সোনার ভরি কিনতে লাগবে ৭৪ হাজার ৩০০ টাকা। যা আগে ছিল ৭১ হাজার ৯৬৭ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন যাবৎ করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ব বাজারে স্বর্ণের মূল্যে অস্থিরতা বিরাজ করছিল, এরই মাঝে আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে তেলের দাম বৃদ্ধি পেয়েছে যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। তা ছাড়া চাহিদার বিপরীতে যোগান কম থাকায় বিশ্ববাজার ও দেশীয় বুলিয়ন মার্কেটেও স্বর্ণের দাম অনেকাংশে বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত মোতাবেক স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হলো।
নতুন দাম অনুসারে ২১ ক্যারেট সোনার ভরি হবে ৭১ হাজার ১৫০ টাকা, যা আগে ছিল ৬৮ হাজার ৮১৮ টাকা। ১৮ ক্যাটে সোনার দাম হবে ৬২ হাজার ৪০২ টাকা, যা আগে ছিল ৬০ হাজার ৭০ টাকা। এর আগে গত ১ অক্টোবর ভরিপ্রতি ১ হাজার ৫১৬ টাকা কমিয়েছিল ব্যবসায়ীরা।
আবারো বেড়েছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে বাড়ল ২ হাজার ৩৩৩ টাকা। আগামীকাল শনিবার থেকেই কার্যকর হবে নতুন দাম। আজ শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় বাংলাদেশ জুলেয়ার্স সমিতি (বাজুস)।
নতুন দর অনুসারে ২২ ক্যারেট সোনার ভরি কিনতে লাগবে ৭৪ হাজার ৩০০ টাকা। যা আগে ছিল ৭১ হাজার ৯৬৭ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন যাবৎ করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ব বাজারে স্বর্ণের মূল্যে অস্থিরতা বিরাজ করছিল, এরই মাঝে আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে তেলের দাম বৃদ্ধি পেয়েছে যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। তা ছাড়া চাহিদার বিপরীতে যোগান কম থাকায় বিশ্ববাজার ও দেশীয় বুলিয়ন মার্কেটেও স্বর্ণের দাম অনেকাংশে বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সিদ্ধান্ত মোতাবেক স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হলো।
নতুন দাম অনুসারে ২১ ক্যারেট সোনার ভরি হবে ৭১ হাজার ১৫০ টাকা, যা আগে ছিল ৬৮ হাজার ৮১৮ টাকা। ১৮ ক্যাটে সোনার দাম হবে ৬২ হাজার ৪০২ টাকা, যা আগে ছিল ৬০ হাজার ৭০ টাকা। এর আগে গত ১ অক্টোবর ভরিপ্রতি ১ হাজার ৫১৬ টাকা কমিয়েছিল ব্যবসায়ীরা।
ঋণ পুনঃ তফসিলের জন্য সরকারি ব্যাংকের দেওয়া বিশেষ সুযোগ নিতে ১ হাজার ২৫৩টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৩০০ আবেদন প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এই আবেদনগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে চলতি আগস্ট মাসে ব্যাংকগুলোর কাছে পাঠানো হবে।
১ ঘণ্টা আগেসরকার কাগজে-কলমে পাম তেলের দাম লিটারপ্রতি ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে এই সিদ্ধান্ত। ঘোষণার দিন থেকেই নতুন দাম কার্যকর হওয়ার কথা ছিল।
১ ঘণ্টা আগেদেশের শীর্ষ আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জে কৃষকেরা এবার চরম লোকসানে পড়েছেন। বেশি ফলন ও হিমাগার-সংকটে বিপাকে পড়া এ জেলার কৃষকদের উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না। প্রতি কেজি আলুতে কৃষকের লোকসান গুনতে হচ্ছে ১৪-১৬ টাকা। বর্তমানে পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২ ও খুচরা বাজারে ১৮-২০ টাকায়।
১ ঘণ্টা আগেজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৯ হাজার ৩৬১ কোটি ৯২ লাখ টাকা। এর মধ্যে ৬ হাজার ৬৭৭ কোটি টাকা অর্থায়ন করবে সরকার। বৈদেশিক ঋণের অর্থায়ন হবে ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা
৫ ঘণ্টা আগে