Ajker Patrika

মূল্যস্ফীতি বাড়লেও মানুষ কি না খেয়ে আছে, প্রশ্ন অর্থমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ২১: ১৫
মূল্যস্ফীতি বাড়লেও মানুষ কি না খেয়ে আছে, প্রশ্ন অর্থমন্ত্রীর

দেশে মূল্যস্ফীতি খুব একটা বাড়েনি। যতটুকু বেড়েছে, তাতে জনগণের কেউ না খেয়ে নেই বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার সচিবালয়ে জাপান সহযোগিতা সংস্থা- জাইকার এক্সিকিউটিভ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়ামাদা জুনিচির সঙ্গে বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, বর্তমানে সারা বিশ্ব মূল্যস্ফীতিতে ভুগছে। বাংলাদেশেও তা এখনো ১২ শতাংশের বেশি হয়নি। মূল্যস্ফীতি বাড়লেও মানুষ কি না খেয়ে আছে? সামাজিক নিরাপত্তা কর্মসূচি খাতে বরাদ্দ বাড়িয়ে ১ লাখ ২৬ হাজার কোটি টাকা করা হয়েছে। ১ লাখ পরিবারকে কম মূল্যে নিত্যপণ্য দেওয়া হচ্ছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাবে দেশে গত অর্থবছরের শেষ মাস জুনে মূল্যস্ফীতির হার বেড়ে ৯ দশমিক ৭৪ শতাংশে দাঁড়িয়েছে। আর বছরের গড় মূল্যস্ফীতি ১২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে ৯ দশমিক ২ শতাংশে ঠেকেছে। 

মুস্তফা কামাল বলেন, অনেকেই দাম বৃদ্ধির ভয়ে বেশি করে কাঁচা মরিচ কিনে রাখছেন। ফলে নিত্যপণ্যটির দর বেড়ে গেছে।

অর্থমন্ত্রী আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনীতিতে যে ভয় দেখা দিয়েছিল, তা আর নেই। অর্থনৈতিক বিভিন্ন সূচকে সমস্যা দেখা দেওয়ায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নিকট থেকে ঋণ নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে সে পরিস্থিতি নেই। আইএমএফ যে ঋণ দিয়েছে তা দুই মাসের রেমিট্যান্সের সমান। তাই এটা শোধ করা কোনো ব্যাপার না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত