Ajker Patrika

জে সি আই ঢাকা ইস্ট এর নতুন কমিটির প্রেসিডেন্ট তাহসীন আজিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জে সি আই ঢাকা ইস্ট এর নতুন কমিটির প্রেসিডেন্ট তাহসীন আজিম

জেসিআই বাংলাদেশের সবচেয়ে পুরোনো চ্যাপটার জেসিআই ঢাকা ইস্ট-এর ২০২২ সালের লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তরুণ উদ্যোক্তা তাহসীন আজিম সেজান। জেসিআই ঢাকা ইস্ট এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার রাজধানীর গুলশান ক্লাবে জেসিআই ঢাকা ইস্ট এর চতুর্থ সাধারণ সদস্য সভা এবং জেনারেল অ্যাসেম্বলি অনুষ্ঠিত হয়। এ ছাড়া লোকাল ভাইস প্রেসিডেন্ট, ডাইরেক্টরস নির্বাচিত করা হয় এবং নতুন কমিটির শপথ পাঠ করানো হয়। 

সংগঠনটির সাধারণ সভায় এজাজ মোহাম্মদ, সদ্য সাবেক লোকাল প্রেসিডেন্ট ও জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর ওয়াসিফ ওয়াহেদ এবং লোকাল সেক্রেটারি জেনারেল সালমা আক্তার উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট।

সাধারণ সদস্য সভা জেসিআই ক্রীড, মিশন ও ভিশন উপস্থাপনের মাধ্যমে শুরু হয়। এ ছাড়া সভায় চ্যাপ্টারের এ পর্যন্ত সম্পন্ন কার্যক্রমের বিবরণ, খরচের হিসাব এবং সংগঠনের পরবর্তী প্রকল্প ও কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত