উচ্চ মূল্যস্ফীতি, ধীর প্রবৃদ্ধি ও উচ্চ সরকারি ঋণের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট শিগগিরই কাটছে না। বিশেষ করে সাধারণ মানুষকে জিনিসপত্রের উচ্চমূল্যের যন্ত্রণা আরও কিছুদিন সহ্য করতে হবে। এমনটাই বলেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
গতকাল সোমবার তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতি স্থায়ী হচ্ছে। ধীরগতির প্রবৃদ্ধি ও উচ্চ ঋণের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটকে আরও বাড়িয়ে তুলছে এই দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি।
এদিন ব্রেটন উডস কনফারেন্সে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন আইএমএফের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘মূল্যবৃদ্ধির কারণে আমরা সবাই যে কষ্ট সহ্য করছি, তা দীর্ঘমেয়াদি হবে। উচ্চ মূল্যস্ফীতির কারণে বিশ্বের বহু মানুষই ক্ষুব্ধ হচ্ছে। আমরা আসলে ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উচ্চ ঋণের এই নির্মম সমন্বয়ের মুখোমুখি হয়েছি।’
উল্লেখ্য, ব্রেটন উডস সম্মেলন, আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের মুদ্রা ও আর্থিক সম্মেলন নামে পরিচিত। প্রথম সম্মেলনে ৪৪টি মিত্র দেশের ৭৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এটি অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে আইএমএফ কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, বৈশ্বিক অর্থনীতি মোটামুটি ভালোভাবে কাজ করছে। তবে উদ্বেগ রয়েই গেছে। বাণিজ্যের প্রবৃদ্ধি বৈশ্বিক প্রবৃদ্ধির তুলনায় সামান্য ধীরগতিতে বাড়ছে।
আইএমএফ আজ মঙ্গলবার তাদের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস হালনাগাদ করবে। যদিও জর্জিয়েভা তাঁর বক্তৃতায় নির্দিষ্টভাবে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি। তবে তিনি বলেছেন, প্রবৃদ্ধি ৩ শতাংশের ওপরে থাকবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।
আইএমএফ ২০২৪ সালের বৈশ্বিক প্রকৃত মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ৩ দশমিক ২ শতাংশ এবং ২০২৫ সালের জন্য ৩ দশমিক ৩ শতাংশ।
ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, জলবায়ু ঝুঁকির কারণে কিছু দেশের অর্থনৈতিক সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আইএমএফ ও বিশ্বব্যাংকের এই বার্ষিক বৈঠক গতকাল সোমবার শুরু হয়েছে। সম্মেলনে ১০ হাজারের বেশি প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। যার মধ্যে থাকবেন—অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে—বৈশ্বিক প্রবৃদ্ধি বাড়ানোর উপায়, ঋণসংকট মোকাবিলা এবং সবুজ জ্বালানি রূপান্তরের জন্য অর্থায়ন।
উচ্চ মূল্যস্ফীতি, ধীর প্রবৃদ্ধি ও উচ্চ সরকারি ঋণের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট শিগগিরই কাটছে না। বিশেষ করে সাধারণ মানুষকে জিনিসপত্রের উচ্চমূল্যের যন্ত্রণা আরও কিছুদিন সহ্য করতে হবে। এমনটাই বলেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
গতকাল সোমবার তিনি বলেন, উচ্চ মূল্যস্ফীতি স্থায়ী হচ্ছে। ধীরগতির প্রবৃদ্ধি ও উচ্চ ঋণের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকটকে আরও বাড়িয়ে তুলছে এই দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতি।
এদিন ব্রেটন উডস কনফারেন্সে দেওয়া বক্তৃতায় এ কথা বলেন আইএমএফের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘মূল্যবৃদ্ধির কারণে আমরা সবাই যে কষ্ট সহ্য করছি, তা দীর্ঘমেয়াদি হবে। উচ্চ মূল্যস্ফীতির কারণে বিশ্বের বহু মানুষই ক্ষুব্ধ হচ্ছে। আমরা আসলে ধীর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উচ্চ ঋণের এই নির্মম সমন্বয়ের মুখোমুখি হয়েছি।’
উল্লেখ্য, ব্রেটন উডস সম্মেলন, আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের মুদ্রা ও আর্থিক সম্মেলন নামে পরিচিত। প্রথম সম্মেলনে ৪৪টি মিত্র দেশের ৭৩০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। এটি অনুষ্ঠিত হয়েছিল যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক মুদ্রা ও আর্থিক ব্যবস্থাকে নিয়ন্ত্রণের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়।
সম্মেলনে আইএমএফ কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, বৈশ্বিক অর্থনীতি মোটামুটি ভালোভাবে কাজ করছে। তবে উদ্বেগ রয়েই গেছে। বাণিজ্যের প্রবৃদ্ধি বৈশ্বিক প্রবৃদ্ধির তুলনায় সামান্য ধীরগতিতে বাড়ছে।
আইএমএফ আজ মঙ্গলবার তাদের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস হালনাগাদ করবে। যদিও জর্জিয়েভা তাঁর বক্তৃতায় নির্দিষ্টভাবে সে ব্যাপারে কিছু উল্লেখ করেননি। তবে তিনি বলেছেন, প্রবৃদ্ধি ৩ শতাংশের ওপরে থাকবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।
আইএমএফ ২০২৪ সালের বৈশ্বিক প্রকৃত মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে ৩ দশমিক ২ শতাংশ এবং ২০২৫ সালের জন্য ৩ দশমিক ৩ শতাংশ।
ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, জলবায়ু ঝুঁকির কারণে কিছু দেশের অর্থনৈতিক সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
আইএমএফ ও বিশ্বব্যাংকের এই বার্ষিক বৈঠক গতকাল সোমবার শুরু হয়েছে। সম্মেলনে ১০ হাজারের বেশি প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। যার মধ্যে থাকবেন—অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। আলোচনার বিষয়গুলোর মধ্যে রয়েছে—বৈশ্বিক প্রবৃদ্ধি বাড়ানোর উপায়, ঋণসংকট মোকাবিলা এবং সবুজ জ্বালানি রূপান্তরের জন্য অর্থায়ন।
ডিজিটাল ব্যাংকিংয়ের সম্ভাবনা বিশাল, কিন্তু দেশ এখনো তা কাজে লাগাতে পারছে না। বর্তমানে আর্থিক খাতের মোট লেনদেনের ২৭-২৮ শতাংশ হচ্ছে ডিজিটাল মাধ্যমে, বাকিটা প্রথাগত ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল। এর পেছনে রয়েছে সহায়ক নীতিমালার ঘাটতি, গ্রাহকের আস্থার সংকট, দুর্বল অবকাঠামো, সমন্বয়ের অভাব আর সাইবার...
১ ঘণ্টা আগেবন্ড সুবিধার অপব্যবহারের ঘটনায় চট্টগ্রাম কাস্টম হাউসের আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ, তাঁরা কনটেইনারপ্রতি ঘুষ নিয়ে প্রাপ্যতার বাইরে বিপুল কাপড় খালাস দিয়েছেন, যার ফলে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে।
১ ঘণ্টা আগেবাসমতী ছাড়া অন্যান্য চাল রপ্তানিতে এবার নতুন শর্ত জুড়ে দিয়েছে ভারত। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের দপ্তর (ডিজিএফটি) গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে নন-বাসমতী চালের রপ্তানি নীতিতে এ পরিবর্তন আনে। এর ফলে এখন থেকে নন-বাসমতী চাল রপ্তানির প্রতিটি চুক্তি..
৩ ঘণ্টা আগেসর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিজস্ব ব্র্যান্ডের মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালীক্যাশ’ আনুষ্ঠানিকভাবে চালু করেছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার দিলকুশাস্থ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেবাটির উদ্বোধন করেন ব্যাংকের
৫ ঘণ্টা আগে