গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে সোনার চাহিদা ব্যাপক বেড়েছে। টানা তৃতীয় সপ্তাহের মতো দাম ঊর্ধ্বমুখী আছে। এর মধ্যে দেশেও সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরিতে দাম সর্বোচ্চ ২ হাজার ৩৩৩ টাকা দাম বাড়িয়েছে, যা আজ শুক্রবার কার্যকর হয়েছে।
বাজুস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
দাম বাড়ানোর বিষয়ে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ বলেছেন, স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে দেশে সোনার দাম নির্ধারিত হলেও তাতে বিশ্ববাজারও কিছু ভূমিকা রাখে। বিশ্ববাজারের প্রতি আউন্স সোনার দাম ৫০ ডলারের মতো বেড়েছে।
এখন ২২ ক্যারেট প্রতি গ্রাম সোনা দাম হবে ৮ হাজার ৮২০ টাকা। অর্থাৎ এক ভরি (১ ভরি সমান ১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে ১ লাখ ২ হাজার ৮৭৬ টাকা খরচ করতে হবে। এর আগে সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৫৪৩ টাকা।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। এখন ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫০ টাকা।
সর্বশেষ ১৫ অক্টোবর সোনার দাম বাড়িয়েছিল বাজুস। ওই দাম অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয় ১ লাখ ৫৪৩ টাকা। সে হিসাবে ভরিতে ভালো মানের সোনার দাম বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা।
আর ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৮ হাজার ২১১ টাকা, যা আগে ছিল ৯৫ হাজার ৯৯৫ টাকা। ১৮ ক্যারেটের দাম হয়েছে ৮৪ হাজার ২১৪ টাকা, যা আগে ছিল ৮২ হাজার ২৩১ টাকা।
আর সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ৭০ হাজার ১৫৯ টাকা, যা গতকাল পর্যন্ত ৬৮ হাজার ৫৮৪ টাকায় বিক্রি হয়।
দাম বাড়ার বিষয়ে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ জানান, স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে দেশে সোনার দাম নির্ধারিত হলেও তাতে বিশ্ববাজারও কিছু ভূমিকা রাখে। বিশ্ববাজারের প্রতি আউন্স সোনার দাম ৫০ ডলারের মতো বেড়েছে।
গাজায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার উদ্বেগের মধ্যে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে বিশ্ববাজারে সোনার চাহিদা ব্যাপক বেড়েছে। এর ফলে দাম বেড়েছে। টানা তৃতীয় সপ্তাহের মতো দাম ঊর্ধ্বমুখী আছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল পৌনে ১০টা নাগাদ স্পট মার্কেটে এক আউন্স সোনার দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৯৮৬ ডলারে ৭৬ সেন্টে দাঁড়িয়েছে।
আর যুক্তরাষ্ট্রের আগাম বাজার অর্থাৎ কমেক্সে ভবিষ্যতে বিক্রিযোগ্য সোনার দাম ১ হাজার ৯৯৬ ডলার ৮০ সেন্টে স্থির আছে। অর্থাৎ দাম বাড়েনি।
এর আগে গত সপ্তাহে সোনার দাম আউন্সপ্রতি দুই হাজার ডলার ছাড়িয়ে যায়। জুলাইয়ের শেষ সপ্তাহের পর যা সর্বোচ্চ বৃদ্ধি।
ক্যাপিটালের অর্থবাজার বিশ্লেষক কাইল রোড্ডা বলেন, ‘সোনার দামে ইসরায়েল-হামাস যুদ্ধের প্রভাব ততক্ষণ পর্যন্ত পড়তেই থাকবে, যতক্ষণ ঝুঁকি বাড়তেই থাকবে।’
গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে সোনার চাহিদা ব্যাপক বেড়েছে। টানা তৃতীয় সপ্তাহের মতো দাম ঊর্ধ্বমুখী আছে। এর মধ্যে দেশেও সোনার দাম নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভরিতে দাম সর্বোচ্চ ২ হাজার ৩৩৩ টাকা দাম বাড়িয়েছে, যা আজ শুক্রবার কার্যকর হয়েছে।
বাজুস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
দাম বাড়ানোর বিষয়ে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ বলেছেন, স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে দেশে সোনার দাম নির্ধারিত হলেও তাতে বিশ্ববাজারও কিছু ভূমিকা রাখে। বিশ্ববাজারের প্রতি আউন্স সোনার দাম ৫০ ডলারের মতো বেড়েছে।
এখন ২২ ক্যারেট প্রতি গ্রাম সোনা দাম হবে ৮ হাজার ৮২০ টাকা। অর্থাৎ এক ভরি (১ ভরি সমান ১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে ১ লাখ ২ হাজার ৮৭৬ টাকা খরচ করতে হবে। এর আগে সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৫৪৩ টাকা।
সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। এখন ২২ ক্যারেটের রুপার দাম (ভরি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫০ টাকা।
সর্বশেষ ১৫ অক্টোবর সোনার দাম বাড়িয়েছিল বাজুস। ওই দাম অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয় ১ লাখ ৫৪৩ টাকা। সে হিসাবে ভরিতে ভালো মানের সোনার দাম বেড়েছে ২ হাজার ৩৩৩ টাকা।
আর ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৮ হাজার ২১১ টাকা, যা আগে ছিল ৯৫ হাজার ৯৯৫ টাকা। ১৮ ক্যারেটের দাম হয়েছে ৮৪ হাজার ২১৪ টাকা, যা আগে ছিল ৮২ হাজার ২৩১ টাকা।
আর সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ৭০ হাজার ১৫৯ টাকা, যা গতকাল পর্যন্ত ৬৮ হাজার ৫৮৪ টাকায় বিক্রি হয়।
দাম বাড়ার বিষয়ে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ জানান, স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে দেশে সোনার দাম নির্ধারিত হলেও তাতে বিশ্ববাজারও কিছু ভূমিকা রাখে। বিশ্ববাজারের প্রতি আউন্স সোনার দাম ৫০ ডলারের মতো বেড়েছে।
গাজায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ার উদ্বেগের মধ্যে নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে বিশ্ববাজারে সোনার চাহিদা ব্যাপক বেড়েছে। এর ফলে দাম বেড়েছে। টানা তৃতীয় সপ্তাহের মতো দাম ঊর্ধ্বমুখী আছে।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল পৌনে ১০টা নাগাদ স্পট মার্কেটে এক আউন্স সোনার দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৯৮৬ ডলারে ৭৬ সেন্টে দাঁড়িয়েছে।
আর যুক্তরাষ্ট্রের আগাম বাজার অর্থাৎ কমেক্সে ভবিষ্যতে বিক্রিযোগ্য সোনার দাম ১ হাজার ৯৯৬ ডলার ৮০ সেন্টে স্থির আছে। অর্থাৎ দাম বাড়েনি।
এর আগে গত সপ্তাহে সোনার দাম আউন্সপ্রতি দুই হাজার ডলার ছাড়িয়ে যায়। জুলাইয়ের শেষ সপ্তাহের পর যা সর্বোচ্চ বৃদ্ধি।
ক্যাপিটালের অর্থবাজার বিশ্লেষক কাইল রোড্ডা বলেন, ‘সোনার দামে ইসরায়েল-হামাস যুদ্ধের প্রভাব ততক্ষণ পর্যন্ত পড়তেই থাকবে, যতক্ষণ ঝুঁকি বাড়তেই থাকবে।’
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি ৩৯টি নির্দেশনামূলক পদক্ষেপ উপস্থাপন করা হয়েছে। গতকাল বুধবার (১৩ আগস্ট) গ্রিন রোডে পানি ভবনে বোর্ডের কার্যালয়ে সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে সংস্থার মহাপরিচালক মো. এনায়েত উল্লাহর এক মতবিনিময় সভায় এসব নির্দেশনা উপস্থাপন কর
২ ঘণ্টা আগেরুচি সস অ্যান্ড কেচাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলেন বাংলাদেশের বিনোদন জগতের জনপ্রিয় তারকা সিয়াম আহমেদ। দেশের অন্যতম প্রধান খাদ্য ও পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সুপরিচিত এই ব্র্যান্ডটির সঙ্গে সম্প্রতি রাজধানীতে প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে আনুষ্ঠানিকভ
২ ঘণ্টা আগেআগামীকাল শুক্রবার বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ বন্ধ করাই এই বৈঠকের মূল বিষয় বলে জানা গেছে। তবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে বলেছেন, যদি কোনো কারণে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনে
৩ ঘণ্টা আগেএ সময় তিনি এলডিসি থেকে উত্তরণের সময় বাড়ানোর জন্য পাঁচটি কারণ বা যুক্তি তুলে ধরেন। সেগুলো হচ্ছে—১. ভালো বাণিজ্য দর-কষাকষির জন্য, ২. তৈরি পোশাকের বাইরে রপ্তানি বৈচিত্র্য আনা, ৩. শিল্প খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, ৪. বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও ৫. প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো এবং জলবায়ু সহনশীলতা টেকসই করা।
৪ ঘণ্টা আগে