নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি আগস্ট মাসের প্রথম দিকে রেমিট্যান্স আসার গতি থমকে গিয়েছিল। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পরই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মাত্রা বেড়েছে। বিগত ২৪ দিনে দেশে বৈধপথে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ২০ হাজার ৬০০ কোটি টাকার বেশি। হিসাব করে দেখা গেছে, প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ১৬ লাখ ডলার। যদি একই হারে রেমিট্যান্স আসে, তবে কমপক্ষে ২২ কোটি ডলার আসবে। গত জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি ডলার। দৈনিক হার ছিল ৬ কোটি ১২ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে জানা গেছে, আগস্ট মাসের প্রথম ২৪ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার। এ সময়ে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৬৯ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৮ কোটি ডলার। তবে এ সময় ৯ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।
বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে প্রবাসীদের একটি বড় অংশ শেখ হাসিনা সরকারকে সাহায্য না করার লক্ষ্যে বৈধভাবে ডলার পাঠানো থেকে বিরত থাকে। এতে গত মাসের শেষদিকে রেমিট্যান্সে ভাটা পড়ে।
এমনকি চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে মাত্র ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার ডলার। দৈনিক হিসাবে তা ৪ কোটি ৮২ লাখ ডলার। কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই রেমিট্যান্স সংগ্রহে গতি ফিরে আসে। এতে দৈনিক রেমিট্যান্স সংগ্রহের হার দাঁড়িয়েছে ৭ কোটি ১৬ লাখ ডলার।
চলতি আগস্ট মাসের প্রথম দিকে রেমিট্যান্স আসার গতি থমকে গিয়েছিল। কিন্তু শেখ হাসিনা সরকারের পতনের পরই প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মাত্রা বেড়েছে। বিগত ২৪ দিনে দেশে বৈধপথে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ২০ হাজার ৬০০ কোটি টাকার বেশি। হিসাব করে দেখা গেছে, প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ৭ কোটি ১৬ লাখ ডলার। যদি একই হারে রেমিট্যান্স আসে, তবে কমপক্ষে ২২ কোটি ডলার আসবে। গত জুলাই মাসে রেমিট্যান্স এসেছিল ১৯০ কোটি ডলার। দৈনিক হার ছিল ৬ কোটি ১২ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য থেকে জানা গেছে, আগস্ট মাসের প্রথম ২৪ দিনে বৈধপথে রেমিট্যান্স এসেছে ১৭১ কোটি ৮৩ লাখ ৩০ হাজার ডলার। এ সময়ে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২৭ কোটি ৬৯ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৩৮ কোটি ডলার। তবে এ সময় ৯ ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি।
বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে প্রবাসীদের একটি বড় অংশ শেখ হাসিনা সরকারকে সাহায্য না করার লক্ষ্যে বৈধভাবে ডলার পাঠানো থেকে বিরত থাকে। এতে গত মাসের শেষদিকে রেমিট্যান্সে ভাটা পড়ে।
এমনকি চলতি আগস্ট মাসের প্রথম ১০ দিনে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে মাত্র ৪৮ কোটি ২৭ লাখ ৭০ হাজার ডলার। দৈনিক হিসাবে তা ৪ কোটি ৮২ লাখ ডলার। কিন্তু গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই রেমিট্যান্স সংগ্রহে গতি ফিরে আসে। এতে দৈনিক রেমিট্যান্স সংগ্রহের হার দাঁড়িয়েছে ৭ কোটি ১৬ লাখ ডলার।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি গ্রহণের জন্য অপেক্ষা না করে নিজেদের মতো বাজেট তৈরি করার প্রস্তুতি নিচ্ছে সরকার। এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক...
৫ ঘণ্টা আগেদেশের ভোজ্যতেলের বাজারে এখনো মানের ঘাটতি রয়েছে। ভিটামিন ‘এ’ ও ‘ডি’ সমৃদ্ধ তেল সরবরাহ বাধ্যতামূলক হলেও বাস্তবে তা অনেকটা উপেক্ষিত। সরকারি আইন অনুযায়ী তেলে ভিটামিন এ মেশানো আবশ্যক হলেও বাজারের বিশাল একটি অংশে তা অনুপস্থিত কিংবা থাকলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
৫ ঘণ্টা আগেঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত অংশীদার চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদলের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশন সভাকক্ষে এই বৈঠক...
৫ ঘণ্টা আগেজনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
১৩ ঘণ্টা আগে