Ajker Patrika

কর্মবিরতি চলছে, অচল রাজস্ব কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চার দাবিতে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি চলছে। ছবি: আজকের পত্রিকা
চার দাবিতে এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি চলছে। ছবি: আজকের পত্রিকা

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিলসহ চার দাবিতে দেশজুড়ে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা। আজ রোববার (২৫ মে) সকাল থেকেই ঢাকাস্থ বিভিন্ন অফিসের শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগই আগারগাঁওয়ে রাজস্ব ভবনের নিচে অবস্থান নিয়েছেন।

এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে ১২ মে অধ্যাদেশ জারি করে সরকার। এরপর থেকে এর প্রতিবাদ করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলন এগিয়ে নিতে কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্ল্যাটফর্ম ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ গঠন করা হয়েছে।

এদিন সকাল ৯টার পর থেকেই কর্মকর্তারা প্রধান ফটক ও দোতলার মিলনায়তনে অবস্থান নিতে শুরু করেন। কিছু কর্মকর্তা হাতে প্ল্যাকার্ড নিয়ে প্রধান ফটকে বসে পড়েছেন।

গতকালকের মতো আজও ভবনের ভেতর ও বাইরে অবস্থান নিয়েছেন পুলিশ ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য। রয়েছেন নারী পুলিশেরও বেশ কিছু সদস্য।

আজও ভবনের ভেতর ও বাইরে অবস্থান নিয়েছেন পুলিশ ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য। ছবি: আজকের পত্রিকা
আজও ভবনের ভেতর ও বাইরে অবস্থান নিয়েছেন পুলিশ ও বিজিবির বিপুলসংখ্যক সদস্য। ছবি: আজকের পত্রিকা

সকাল থেকে ভবনের বৈদ্যুতিক সিঁড়িগুলো বন্ধ ছিল। পরে একটি সিঁড়ি খুলে দেওয়া হয়। প্রবেশপথের সব ধরনের বৈদ্যুতিক নিরাপত্তা পয়েন্টের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আনসার সদস্যরা গেটে অবস্থান করছেন।

গতকাল বিকেলে আগামী দুই দিনের কর্মসূচি ঘোষণা করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। ঘোষিত কর্মসূচি হলো—আজ রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কাস্টমস হাউস এবং শুল্কস্টেশন ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। আগামীকাল সোমবার আন্তর্জাতিক যাত্রীসেবা ব্যতীত আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।

চার দাবি নিয়ে আন্দোলন করছেন এনবিআর কর্মকর্তা ও কর্মচারীরা। এগুলো হলো— জারিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা; অবিলম্বে এনবিআর চেয়ারম্যানকে অপসারণ করা; রাজস্ব সংস্কারবিষয়ক পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা এবং এনবিআরে প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে রাজস্বব্যবস্থা সংস্কার নিশ্চিত করা।

এদিকে আজ বিকেল ৪টার দিকে সংবাদ সম্মেলন ডেকেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্বে ১৮৬ দেশের মধ্যে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মাত্র একটি: গবেষণা

একচেটিয়া ভাতা লেনদেনের সুবিধা হারাচ্ছে ‘নগদ’

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করলেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগের নাটক সাজানো হয়: গয়েশ্বর চন্দ্র রায়

আপনার ছেলেমানুষি মানায় না: প্রধান উপদেষ্টার উদ্দেশে দুদু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত