Ajker Patrika

সুদহারের সীমা তুলে নিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা

আপডেট : ১৮ জুন ২০২৩, ২০: ০১
সুদহারের সীমা তুলে নিয়ে নতুন মুদ্রানীতি ঘোষণা

উচ্চ মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার মোকাবিলার প্রধান লক্ষ্য সামনে রেখে সুদহারের সীমা তুলে নিয়ে নতুন অর্থবছরে প্রথম মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ রোববার বেলা ৩টায় ক্রেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মেয়াদের জন্য মুদ্রানীতি ঘোষণা করেন। ঘোষিত মুদ্রানীতি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

নতুন মুদ্রানীতিতে বহুল প্রত্যাশিত দুটি বিষয়েই নজর দিতে খাত-সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় ব্যাংকে বলে আসছিলেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাংকঋণের সুদহারের সীমা তুলে নেওয়া। অর্থাৎ এখন থেকে বাজারের চাহিদামতো ব্যাংকগুলো ঋণ ও আমানতের মধ্যে গ্রহণযোগ্য ব্যবধান রেখে সুদের হার নির্ধারণ করতে পারবে।   

পাশাপাশি রেপো রেট বাড়ানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক যেই সুদহারে ব্যাংকগুলোকে ঋণ দেয়, সেটাকে রেপো রেট বলে। বাংলাদেশ ব্যাংক নগদ ঘাটতির ক্ষেত্রে বাণিজ্যিক ব্যাংকগুলোকে অর্থ ধার দেয়। 

বাংলাদেশ ব্যাংক বলছে, এর মধ্য দিয়ে সমাজে অতিরিক্ত মুদ্রার সরবরাহে রাশ টানা হবে। মূল্যস্ফীতি মোকাবিলায় এই সিদ্ধান্তও কাজে আসবে।

মুদ্রানীতি বিশ্লেষণ করে দেখা যায়, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রেপো হার ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানো হয়েছে। এতে রেপো হার ৬ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৬ দশমিক ৫০ শতাংশে উঠবে। সেই সঙ্গে রিভার্স রেপো হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়ানো হয়েছে ৪ দশমিক ২৫ থেকে বৃদ্ধি পেয়ে তা হবে ৪ দশমিক ৫০ শতাংশ।

উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় গত বছর থেকেই রেপো হার বাড়াতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে তখন থেকেই বাণিজ্যিক ব্যাংকের ঋণের সুদহার সীমা তুলে নেওয়ার আলোচনা হচ্ছে। 

মুদ্রানীতি ঘোষণায় বলা হয়, নীতি সুদহার বৃদ্ধির কারণে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক ও ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদহার সীমাও তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সুদহার সীমার বদলে প্রতিযোগিতামূলক ও বাজারভিত্তিক সুদহার কার্যকর হবে, যদিও তার মার্জিন থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন ফয়সালের ব্যাংক হিসাব জব্দ

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

বকশীগঞ্জের ‘বটগাছ’খ্যাত বিএনপি নেতা আব্দুর রউফ তালুকদারের ইসলামী আন্দোলনে যোগদান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ