Ajker Patrika

মহার্ঘ ভাতা চালুর বিষয়টি সক্রিয় বিবেচনায়: অর্থ উপদেষ্টা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২০ মে ২০২৫, ১৭: ৪৬
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিষয়টি ‘সক্রিয় বিবেচনায়’ আছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছর সেপ্টেম্বর-অক্টোবরেও মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তবে সরকারের আর্থিক টানাপোড়েনের কারণে তা বেশি দূর আগায়নি।

মহার্ঘ ভাতা চালুর বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে আজ উপদেষ্টা বলেন, ‘অ্যাকটিভলি কনসিডার করছি। একটা কমিটিকে দায়িত্ব দিয়েছি। তারা এটা নিয়ে কাজ করছে। মহার্ঘ ভাতা হওয়ার চান্স মোটামুটি, হয়তো একটু সময় লাগবে।’

পাঁচ বছর পরপর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো করার নিয়ম আছে। সবশেষ বেতন কাঠামো পরিবর্তন হয় ২০১৫ সালে। এরপর আর কোনো বেতন কাঠামো হয়নি। এ কারণে মহার্ঘ ভাতার বিষয়টি নিয়ে আলোচনা বেশি।

সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এলএনজি, সার, গমসহ আরও কিছু কেনাকাটা অনুমোদন হয়েছে বলে অর্থ উপদেষ্টা জানান।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত