Ajker Patrika

নির্বিঘ্নে কর দিতে চান ব্যবসায়ীরা

  • তথ্যপ্রযুক্তি খাতে ২০৩১ সাল পর্যন্ত কর অব্যাহতির দাবি
  • ১৫ শতাংশ হারে আয়কর দেওয়ার দাবি বিটিএমএর
  • উৎসে কর অর্ধেক করার দাবি বিজিএপিএমইএর
  • ট্যাক্স হলিডে চায় এলপিজি অটোগ্যাস খাত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ মার্চ ২০২৫, ১২: ২৮
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় কার্যালয় রাজস্ব ভবন। ছবি: আজকে পত্রিকা
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় কার্যালয় রাজস্ব ভবন। ছবি: আজকে পত্রিকা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে তথ্যপ্রযুক্তি খাতের জন্য ২০৩১ সাল পর্যন্ত কর অব্যাহতি চেয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। এ ছাড়া বিভিন্ন ব্যবসায়িক সংগঠন করহার কমানোসহ নীতিসহায়তা চেয়ে দাবি জানিয়েছে। ব্যবসায়ীদের বক্তব্য, সরকারি কর্মকর্তাদের দুর্নীতি বন্ধ হলে তারা নির্দ্বিধায় কর পরিশোধে প্রস্তুত। গতকাল বৃহস্পতিবার রাজধানীর এনবিআর ভবনে আয়োজিত প্রাক্-বাজেট আলোচনায় এসব দাবি তুলে ধরেন ব্যবসায়ী নেতারা। আলোচনায় সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

বেসিসের কো-চেয়ারম্যান মিজানুর রহমান জানান, তথ্যপ্রযুক্তি খাতের কর অব্যাহতি বর্তমানে ২০২৬ সাল পর্যন্ত কার্যকর রয়েছে। তবে আইসিটি বিভাগের দীর্ঘমেয়াদি রোডম্যাপ অনুযায়ী ২০৩১ সাল পর্যন্ত কর অব্যাহতি প্রয়োজন। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সুসংহত না হওয়া পর্যন্ত ক্যাশলেস ট্রানজেকশনের শর্ত শিথিল, দেশীয় সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি খাতে ভ্যাট প্রত্যাহার এবং সফটওয়্যার রপ্তানিতে প্রণোদনা ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব দেন তিনি।

এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ টেরি টাওয়েল অ্যান্ড লিলেন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. শাহদাত হোসেন সোহেল বলেন, ‘ব্যবসায়ীরা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। আপনারা যদি দুর্নীতি বন্ধ করেন, আমরা সব নিয়ম মেনে কর দিতে প্রস্তুত।’

শাহদাত হোসেন জানান, বন্ড সুবিধা না থাকলে রপ্তানির সময় ব্যবসায়ীদের নানা জটিলতার সম্মুখীন হতে হয়। চট্টগ্রাম বন্দরে অহেতুক বিলম্ব ও অতিরিক্ত চার্জের অভিযোগ তুলে তিনি এনবিআর চেয়ারম্যানের হস্তক্ষেপ কামনা করেন। এনবিআর চেয়ারম্যান এ বিষয়ে যথাযথ অভিযোগ জানানোর আহ্বান জানান এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) ২০৩০ সাল পর্যন্ত ১৫ শতাংশ হারে আয়কর নির্ধারণের দাবি জানিয়েছে। সংগঠনের পরিচালক মোশাররফ হোসেন বলেন, ‘ভারতীয় সুতার দাম কম থাকায় দেশীয় সুতা বিক্রি কমে যাচ্ছে। এতে আমরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছি।’

এনবিআরের চেয়ারম্যান বলেন, ‘আপনারা যদি মুনাফা না করেন, তাহলে কর দেওয়ার প্রশ্নই আসে না। করপোরেট কর ইতিমধ্যে ২৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এতে কোনো সমস্যা থাকার কথা নয়।’

বাংলাদেশ গার্মেন্ট অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) রপ্তানির বিপরীতে উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে ০.৫০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে। সংগঠনের সভাপতি মো. শাহরিয়ার ব্যক্তিপর্যায়ে করমুক্ত আয়ের সীমা সাড়ে ৩ লাখ থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা এবং স্থায়ী আমানতের সুদের ওপর উৎসে কর ২০ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার প্রস্তাবও উপস্থাপন করেন।

বাংলাদেশ এলপিজি অটোগ্যাস স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন এলপিজি অটোগ্যাস সেক্টরের জন্য ট্যাক্স হলিডে সুবিধা এবং অটোগ্যাসের ওপর মূসক প্রত্যাহারের দাবি জানিয়েছে।

বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন প্লাস্টিকের খেলনার ২৪ ধরনের কাঁচামালে শুল্কছাড় চেয়েছে। পাশাপাশি বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি ১৪টি কাঁচামালে শুল্কছাড় এবং রপ্তানির উদ্দেশ্যে উৎপাদিত পণ্যের জন্য শতভাগ ব্যাংক গ্যারান্টির মাধ্যমে বন্ড সুবিধার দাবি জানিয়েছে। বাংলাদেশ বিস্কুট, ব্রেড ও কনফেকশনারি প্রস্তুতকারক সমিতি কেক, বিস্কুট ও কনফেকশনারি পণ্যের ওপর শুল্ক অব্যাহতি চেয়েছে।

বাংলাদেশ জুয়েলারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন হীরা আমদানির রপ্তানিতে মূসকের ওপর ২০ শতাংশ ভর্তুকি এবং স্বর্ণের গয়নার ক্ষেত্রে তিন বছরের জন্য মূসকের ওপর ৫০ শতাংশ ভর্তুকি প্রদানের দাবি জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত