Ajker Patrika

আর্থিক প্রতিষ্ঠানে একই কোম্পানির দুই প্রতিনিধি নয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আর্থিক প্রতিষ্ঠানে একই কোম্পানির দুই প্রতিনিধি নয়

ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) পরিচালনা পর্ষদে একটি কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে একজনের বেশি প্রতিনিধি পরিচালক হিসেবে থাকতে পারবেন না। আজ বুধবার বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশনা দিয়েছে। 

এমনকি কোনো ব্যক্তি কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক থাকা অবস্থায় তাঁর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ থেকে মনোনীত অন্য কোনো ব্যক্তিও ওই আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে প্রতিনিধি পরিচালক হিসেবে নিযুক্ত করতে নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। 

অর্থাৎ নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানির পক্ষে একের অধিক ব্যক্তি প্রতিনিধি পরিচালক হতে পারবেন না। 

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়, কোনো আর্থিক প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে কোনো ব্যক্তি শেয়ারধারকের পক্ষে অপর কোনো ব্যক্তি প্রতিনিধি পরিচালক হিসেবেও নিযুক্ত হওয়ার অযোগ্য হিসাবে বিবেচিত হবেন। 

দেশে কার্যরত সকল আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের এ নিয়ম মেনে চলতে নির্দেশ প্রদান করেছে বাংলাদেশ ব্যাংক। কেউ এ নিয়ম অমান্য করলে তার বিরুদ্ধে আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ এর ১৮ (ছ) ধারা প্রদত্ত ক্ষমতাবলে ব্যবস্থা নেওয়া হবে।

এক্সার্প্ট: ব্যাংক-বহির্ভূত তথা নন–ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের (এনবিএফআই) পরিচালনা পর্ষদে একটি কোম্পানি বা প্রতিষ্ঠান থেকে একজনের বেশি প্রতিনিধি পরিচালক হিসেবে থাকতে পারবেন না। আজ বুধবার বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করে এ নির্দেশনা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত