অনলাইন ডেস্ক
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ৬টি প্রতিষ্ঠানের আয়করমুক্ত সুবিধা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এসব প্রতিষ্ঠান বিভিন্ন মেয়াদে সব ধরনের আয়ের ওপর করমুক্ত সুবিধা পেয়ে আসছিল। এখন থেকে তাদেরকে আয়কর দিতে হবে।
গত ৩ ডিসেম্বর জারি করা (এসআরও-৪০১) প্রজ্ঞাপনে বিভিন্ন সময়ে করমুক্ত সুবিধা পাওয়া ওই ৬টি ফাউন্ডেশনের এ সুবিধা বাতিল করা হয়। ৪ ডিসেম্বর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমানের সই করা প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়।
৬ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সুরের ধারা, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’, আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই), ওয়াদুদ ভূঁইয়া স্কলারশিপ ট্রাস্ট এবং ললিত মোহন-ধনবতী মেমোরিয়াল ফাউন্ডেশন।
তথ্যমতে, ২০১৩ সালের ৩০ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে সুরের ধারা প্রতিষ্ঠানের ‘উন্নয়নের জন্য সংগীত’ শীর্ষক সামাজিক ও সংগীত উন্নয়নমূলক কর্মকাণ্ডের আওতায় সংগীত নাট্যকলা, আবৃত্তি, নৃত্য ও ছড়াগান বিষয়ে প্রশিক্ষণ থেকে টিউশন ফি বাবদ আয়কে আয়কর অব্যাহতি দেওয়া হয়।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনের সব ধরনের আয় ও ব্যাংক আমানতের সুদ থেকে আয়কে দেওয়া ১০ বছরের কর-অব্যাহতি বাতিল করা হয়েছে। ২০১৯ সালের ১৮ ডিসেম্বরের এক প্রজ্ঞাপনে এই অব্যাহিত দেওয়া হয়েছিল। শর্ত ছিল কর-অব্যাহতি পাওয়া আয় জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে। এ ছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
২০১৮ সালের ১৭ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর স্থায়ী বা সঞ্চয়ী আমানতের ওপর অর্জিত সুদ-আয়কে কর-অব্যাহতি দেওয়া হয়।
শর্ত ছিল কর-অব্যাহতিপ্রাপ্ত আয় জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে। এ ছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অনুকূলে পাওয়া দান, অনুদান, ব্যাংক থেকে পাওয়া সুদ এবং কার্যক্রমের মাধ্যমে অন্যান্য উৎসের সব ধরনের আয়ের ওপর কর-অব্যাহিত দেওয়া হয়। ২০১৯ সালের ১৯ মার্চের এক প্রজ্ঞাপনে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে সিআরআইকে এ সুবিধা দেওয়া হয়।
২০১৮ সালের ১২ এপ্রিলের এক প্রজ্ঞাপনে ওয়াদুদ ভূঁইয়া স্কলারশিপ ট্রাস্টের স্থায়ী বা সঞ্চয়ী আমানত থেকে অর্জিত সুদকে আয়কর-অব্যাহতি দেওয়া হয়। শর্ত ছিল নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
২০১৬ সালের ২১ জানুয়ারির এক প্রজ্ঞাপনে ললিত মোহন-ধনবতী মেমোরিয়াল ফাউন্ডেশনকে নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিলের শর্তে আয়কর-অব্যাহতি দেওয়া হয়।
এগুলোর মধ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনের আয় ১০ বছরের জন্য করমুক্ত করা ছিল। অন্যগুলোর ক্ষেত্রে কোনো মেয়াদ উল্লেখ করা ছিল না।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ৬টি প্রতিষ্ঠানের আয়করমুক্ত সুবিধা বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এসব প্রতিষ্ঠান বিভিন্ন মেয়াদে সব ধরনের আয়ের ওপর করমুক্ত সুবিধা পেয়ে আসছিল। এখন থেকে তাদেরকে আয়কর দিতে হবে।
গত ৩ ডিসেম্বর জারি করা (এসআরও-৪০১) প্রজ্ঞাপনে বিভিন্ন সময়ে করমুক্ত সুবিধা পাওয়া ওই ৬টি ফাউন্ডেশনের এ সুবিধা বাতিল করা হয়। ৪ ডিসেম্বর অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমানের সই করা প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয়।
৬ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার সুরের ধারা, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’, আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই), ওয়াদুদ ভূঁইয়া স্কলারশিপ ট্রাস্ট এবং ললিত মোহন-ধনবতী মেমোরিয়াল ফাউন্ডেশন।
তথ্যমতে, ২০১৩ সালের ৩০ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে সুরের ধারা প্রতিষ্ঠানের ‘উন্নয়নের জন্য সংগীত’ শীর্ষক সামাজিক ও সংগীত উন্নয়নমূলক কর্মকাণ্ডের আওতায় সংগীত নাট্যকলা, আবৃত্তি, নৃত্য ও ছড়াগান বিষয়ে প্রশিক্ষণ থেকে টিউশন ফি বাবদ আয়কে আয়কর অব্যাহতি দেওয়া হয়।
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনের সব ধরনের আয় ও ব্যাংক আমানতের সুদ থেকে আয়কে দেওয়া ১০ বছরের কর-অব্যাহতি বাতিল করা হয়েছে। ২০১৯ সালের ১৮ ডিসেম্বরের এক প্রজ্ঞাপনে এই অব্যাহিত দেওয়া হয়েছিল। শর্ত ছিল কর-অব্যাহতি পাওয়া আয় জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে। এ ছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
২০১৮ সালের ১৭ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’-এর স্থায়ী বা সঞ্চয়ী আমানতের ওপর অর্জিত সুদ-আয়কে কর-অব্যাহতি দেওয়া হয়।
শর্ত ছিল কর-অব্যাহতিপ্রাপ্ত আয় জনকল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে। এ ছাড়াও নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) অনুকূলে পাওয়া দান, অনুদান, ব্যাংক থেকে পাওয়া সুদ এবং কার্যক্রমের মাধ্যমে অন্যান্য উৎসের সব ধরনের আয়ের ওপর কর-অব্যাহিত দেওয়া হয়। ২০১৯ সালের ১৯ মার্চের এক প্রজ্ঞাপনে ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে সিআরআইকে এ সুবিধা দেওয়া হয়।
২০১৮ সালের ১২ এপ্রিলের এক প্রজ্ঞাপনে ওয়াদুদ ভূঁইয়া স্কলারশিপ ট্রাস্টের স্থায়ী বা সঞ্চয়ী আমানত থেকে অর্জিত সুদকে আয়কর-অব্যাহতি দেওয়া হয়। শর্ত ছিল নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিল করতে হবে।
২০১৬ সালের ২১ জানুয়ারির এক প্রজ্ঞাপনে ললিত মোহন-ধনবতী মেমোরিয়াল ফাউন্ডেশনকে নির্ধারিত সময়ের মধ্যে নিরীক্ষা বিবরণীসহ আয়কর রিটার্ন দাখিলের শর্তে আয়কর-অব্যাহতি দেওয়া হয়।
এগুলোর মধ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশনের আয় ১০ বছরের জন্য করমুক্ত করা ছিল। অন্যগুলোর ক্ষেত্রে কোনো মেয়াদ উল্লেখ করা ছিল না।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি গ্রহণের জন্য অপেক্ষা না করে নিজেদের মতো বাজেট তৈরি করার প্রস্তুতি নিচ্ছে সরকার। এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক...
৪ ঘণ্টা আগেদেশের ভোজ্যতেলের বাজারে এখনো মানের ঘাটতি রয়েছে। ভিটামিন ‘এ’ ও ‘ডি’ সমৃদ্ধ তেল সরবরাহ বাধ্যতামূলক হলেও বাস্তবে তা অনেকটা উপেক্ষিত। সরকারি আইন অনুযায়ী তেলে ভিটামিন এ মেশানো আবশ্যক হলেও বাজারের বিশাল একটি অংশে তা অনুপস্থিত কিংবা থাকলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
৪ ঘণ্টা আগেঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত অংশীদার চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদলের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশন সভাকক্ষে এই বৈঠক...
৪ ঘণ্টা আগেজনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
১২ ঘণ্টা আগে