নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইভ্যালি থেকে কর্মী কমানোর কথা স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন পরিচালন ব্যয় কমাতে কিছু কর্মীকে অন্যত্র চাকরি খোঁজার পরামর্শ দেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে এ বিবৃতি দেন তিনি।
মোহাম্মদ রাসেল বলেন, ‘আমরা গ্রাহক সাপ্লায়ারসহ সবার কাছে সময় চেয়েছি যেন বিনিয়োগ সংগ্রহ করে ইভ্যালির পূর্ণ শক্তি ফেরত আনতে পারি। এই সময় বেতন পেতে বিলম্ব হতে পারে সেই শুরুতেই কর্মীদের বলা ছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সকল প্রতিকূলতা কাটিয়ে উঠতে।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইভ্যালির একাধিক কর্মী জানিয়েছেন জুলাই থেকেই তারা বেতন পাচ্ছেন না। এ জন্য অনেকেই চাকরি ছেড়ে দিয়েছেন। বকেয়া বেতন পাওয়ার আশায় অনেকে এখনো অফিস করছেন। তবে তাদের জানিয়ে দেওয়া হয়েছে আগস্ট সেপ্টেম্বরেও বেতন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারা যেন অন্যত্র চাকরি খুঁজে নেয়।
ইভ্যালির গ্রাহকসেবা কেন্দ্রের দুজন কর্মী জানান, জুলাই থেকে হোম অফিস শুরু হওয়ার পর তারা আর বেতন পাননি। হোম অফিসের জন্য ল্যাপটপ দেওয়া হয়েছিল। গত ২২ আগস্ট অফিসে ডেকে তাদের কাছ থেকে সেসব রেখে দেওয়া হয়।
এসব অভিযোগের সত্যতা জানতে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি। খুদে বার্তারও জবাব দেননি তিনি। এ বিষয়ে ইভ্যালির দায়িত্বশীল কোনো কর্মকর্তাও কথা বলতে চাননি।
করোনায় সরকারি বিধি-নিষেধের কারণে প্রায় দেড় মাস হোম অফিসে থাকার পর গত ২২ আগস্ট ইভ্যালির অফিস খুলে দেওয়া হয়। তবে সরাসরি কাস্টমার সার্ভিস এক সপ্তাহ ধরেই বন্ধ ছিল। কাস্টমারদের অনলাইন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে অফিসে আসতে বলা হয়েছিল। তবে রোববার (২৯ আগস্ট) থেকে স্বাভাবিক নিয়মে সরাসরি গ্রাহক সেবা দেওয়া শুরু হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ইভ্যালি থেকে কর্মী কমানোর কথা স্বীকার করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি জানিয়েছেন পরিচালন ব্যয় কমাতে কিছু কর্মীকে অন্যত্র চাকরি খোঁজার পরামর্শ দেওয়া হয়েছে। আজ শনিবার বিকেলে এ বিবৃতি দেন তিনি।
মোহাম্মদ রাসেল বলেন, ‘আমরা গ্রাহক সাপ্লায়ারসহ সবার কাছে সময় চেয়েছি যেন বিনিয়োগ সংগ্রহ করে ইভ্যালির পূর্ণ শক্তি ফেরত আনতে পারি। এই সময় বেতন পেতে বিলম্ব হতে পারে সেই শুরুতেই কর্মীদের বলা ছিল। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সকল প্রতিকূলতা কাটিয়ে উঠতে।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক ইভ্যালির একাধিক কর্মী জানিয়েছেন জুলাই থেকেই তারা বেতন পাচ্ছেন না। এ জন্য অনেকেই চাকরি ছেড়ে দিয়েছেন। বকেয়া বেতন পাওয়ার আশায় অনেকে এখনো অফিস করছেন। তবে তাদের জানিয়ে দেওয়া হয়েছে আগস্ট সেপ্টেম্বরেও বেতন হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারা যেন অন্যত্র চাকরি খুঁজে নেয়।
ইভ্যালির গ্রাহকসেবা কেন্দ্রের দুজন কর্মী জানান, জুলাই থেকে হোম অফিস শুরু হওয়ার পর তারা আর বেতন পাননি। হোম অফিসের জন্য ল্যাপটপ দেওয়া হয়েছিল। গত ২২ আগস্ট অফিসে ডেকে তাদের কাছ থেকে সেসব রেখে দেওয়া হয়।
এসব অভিযোগের সত্যতা জানতে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলকে একাধিকবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি। খুদে বার্তারও জবাব দেননি তিনি। এ বিষয়ে ইভ্যালির দায়িত্বশীল কোনো কর্মকর্তাও কথা বলতে চাননি।
করোনায় সরকারি বিধি-নিষেধের কারণে প্রায় দেড় মাস হোম অফিসে থাকার পর গত ২২ আগস্ট ইভ্যালির অফিস খুলে দেওয়া হয়। তবে সরাসরি কাস্টমার সার্ভিস এক সপ্তাহ ধরেই বন্ধ ছিল। কাস্টমারদের অনলাইন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে অফিসে আসতে বলা হয়েছিল। তবে রোববার (২৯ আগস্ট) থেকে স্বাভাবিক নিয়মে সরাসরি গ্রাহক সেবা দেওয়া শুরু হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।
বন্দরনগরী চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জ্বালানি তেল সরবরাহ শুরু হলো আজ। ২০টি নদীর তলদেশ দিয়ে প্রায় ২৫০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে ঢাকায় আসবে তেল। আগে প্রচুর সময় ও পরিবহন ব্যয়ের বিনিময়ে ওয়েল কোস্টার বা ট্যাংকারের করে নদীপথে নারায়ণগঞ্জের ডিপোতে তেল পরিবহন করা হতো।
৪ ঘণ্টা আগেরাশিয়া থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতকে শুল্ক আরোপ ‘শাস্তি’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি দাবি করলেন, এই শাস্তির পর ভারতকে তেলের গ্রাহক হিসেবে আর পাবে না রাশিয়া। গতকাল শুক্রবার ট্রাম্প এ মন্তব্য করেছেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে।
১১ ঘণ্টা আগেবাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণার দেওয়ার পরপরই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম। গত দু’দিনে ভারতের বাজারে চালের দাম প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে ৫ লাখ টন চাল আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে।
২ দিন আগেনিষেধাজ্ঞা শেষে গত ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলিশ ধরার মৌসুম, যা চলবে আগস্টের শেষ পর্যন্ত। কিন্তু অবাক করার মতো বিষয় হলো—ভরা মৌসুমেও সাগর-নদী থেকে জেলেরা প্রত্যাশিত ইলিশ পাচ্ছেন না। প্রতিবছর এই সময় দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা রুপালি ইলিশ শিকারে ব্যস্ত সময়...
২ দিন আগে