নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছেলের কোরবানির ছাগল কেনা নিয়ে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের পারিবারিক প্রতিষ্ঠান এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যাংক হিসাব জব্দ থাকায় অর্থ সংকটে পড়েছে কোম্পানিটি। কাঁচামাল আমদানি ও উৎপাদন কার্যক্রম চালু রাখতে না পারায় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত শুক্রবার নোটিশ দিয়ে কারখানা বন্ধের বিষয়টি শ্রমিকদের জানিয়ে দেয় এসকে ট্রিমস কর্তৃপক্ষ। আর পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও স্টক এক্সচেঞ্জের মাধ্যমে গত রোববার বিনিয়োগকারীদের কারখানা বন্ধের তথ্য জানানো হয়েছে।
এসকে ট্রিমস কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) এবং মহানগর দায়রা জজ আদালতের নির্দেশে গত ২৫ জুন থেকে কোম্পানির সব ব্যাংক হিসাব বন্ধ রয়েছে। এ কারণে রপ্তানিমুখী কারখানাটি বিদেশ থেকে কোনো কাঁচামাল আমদানি করতে পারছে না। এতে কারখানায় বেশ কিছুদিন ধরে কোনো কাজ নেই। কারখানা সচল রাখার মতো অর্থায়নেরও কোনো ব্যবস্থা নেই। এ অবস্থায় কারখানা বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
গত জুনে ছেলের ছাগলকাণ্ডে দেশজুড়ে আলোচনায় আসেন মতিউর রহমান। এরপর ২৫ জুন বিএফআইইউ তাঁর পরিবারের মালিকানাধীন এসকে ট্রিমসের ব্যাংক হিসাব বন্ধ করে দেয়। রপ্তানির সুবিধার্থে পরে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১১ জুলাই থেকে ফের সব ব্যাংক হিসাব বন্ধের নির্দেশ দেয়। এরপর থেকে অর্থসংকটে পড়ে কোম্পানি। শেষমেশ কাঁচামাল সংকটে কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে স্থায়ী কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে এসকে ট্রিমস। কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, লে–অফের সময় কারখানার যেসব শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার চাকরির মেয়াদ এক বছরের বেশি হয়েছে, তাঁরা শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন।
কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানিটিতে মতিউর, তাঁর স্ত্রী ও সন্তানদের কেউই সরাসরি পরিচালনা পর্ষদে নেই। তবে তাঁদের প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার মাধ্যমে এসকে ট্রিমসের ৩০ শতাংশের বেশি শেয়ার ধারণ করেছেন মতিউর রহমানের পরিবারের সদস্যরা।
পরিবারের মধ্যে সর্বোচ্চ প্রায় ১৫ শতাংশ শেয়ার রয়েছে মতিউর রহমানের ভাই এমএ কাউয়ুম হাওলাদারের হাতে। তিনি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক। আর ১১ শতাংশ শেয়ার রয়েছে মতিউর রহমানের ছেলেমেয়ের মালিকানাধীন কোম্পানি গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের নামে। আর প্রায় ৩ শতাংশ শেয়ার রয়েছে মতিউর রহমানের ছেলেমেয়ে ও স্ত্রীর মালিকানাধীন কোম্পানি গ্লোবাল সুজ–এর নামে। বাকি ৬৯ শতাংশের মতো শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
ছেলের কোরবানির ছাগল কেনা নিয়ে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের পারিবারিক প্রতিষ্ঠান এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্যাংক হিসাব জব্দ থাকায় অর্থ সংকটে পড়েছে কোম্পানিটি। কাঁচামাল আমদানি ও উৎপাদন কার্যক্রম চালু রাখতে না পারায় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গত শুক্রবার নোটিশ দিয়ে কারখানা বন্ধের বিষয়টি শ্রমিকদের জানিয়ে দেয় এসকে ট্রিমস কর্তৃপক্ষ। আর পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ায় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি, দুই স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক ও স্টক এক্সচেঞ্জের মাধ্যমে গত রোববার বিনিয়োগকারীদের কারখানা বন্ধের তথ্য জানানো হয়েছে।
এসকে ট্রিমস কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) এবং মহানগর দায়রা জজ আদালতের নির্দেশে গত ২৫ জুন থেকে কোম্পানির সব ব্যাংক হিসাব বন্ধ রয়েছে। এ কারণে রপ্তানিমুখী কারখানাটি বিদেশ থেকে কোনো কাঁচামাল আমদানি করতে পারছে না। এতে কারখানায় বেশ কিছুদিন ধরে কোনো কাজ নেই। কারখানা সচল রাখার মতো অর্থায়নেরও কোনো ব্যবস্থা নেই। এ অবস্থায় কারখানা বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
গত জুনে ছেলের ছাগলকাণ্ডে দেশজুড়ে আলোচনায় আসেন মতিউর রহমান। এরপর ২৫ জুন বিএফআইইউ তাঁর পরিবারের মালিকানাধীন এসকে ট্রিমসের ব্যাংক হিসাব বন্ধ করে দেয়। রপ্তানির সুবিধার্থে পরে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১১ জুলাই থেকে ফের সব ব্যাংক হিসাব বন্ধের নির্দেশ দেয়। এরপর থেকে অর্থসংকটে পড়ে কোম্পানি। শেষমেশ কাঁচামাল সংকটে কারখানা বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে স্থায়ী কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে এসকে ট্রিমস। কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, লে–অফের সময় কারখানার যেসব শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তার চাকরির মেয়াদ এক বছরের বেশি হয়েছে, তাঁরা শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন।
কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানিটিতে মতিউর, তাঁর স্ত্রী ও সন্তানদের কেউই সরাসরি পরিচালনা পর্ষদে নেই। তবে তাঁদের প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার মাধ্যমে এসকে ট্রিমসের ৩০ শতাংশের বেশি শেয়ার ধারণ করেছেন মতিউর রহমানের পরিবারের সদস্যরা।
পরিবারের মধ্যে সর্বোচ্চ প্রায় ১৫ শতাংশ শেয়ার রয়েছে মতিউর রহমানের ভাই এমএ কাউয়ুম হাওলাদারের হাতে। তিনি কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক। আর ১১ শতাংশ শেয়ার রয়েছে মতিউর রহমানের ছেলেমেয়ের মালিকানাধীন কোম্পানি গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং ইন্ডাস্ট্রিজের নামে। আর প্রায় ৩ শতাংশ শেয়ার রয়েছে মতিউর রহমানের ছেলেমেয়ে ও স্ত্রীর মালিকানাধীন কোম্পানি গ্লোবাল সুজ–এর নামে। বাকি ৬৯ শতাংশের মতো শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণার দেওয়ার পরপরই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম। গত দু’দিনে ভারতের বাজারে চালের দাম প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে ৫ লাখ টন চাল আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে।
৫ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা শেষে গত ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলিশ ধরার মৌসুম, যা চলবে আগস্টের শেষ পর্যন্ত। কিন্তু অবাক করার মতো বিষয় হলো—ভরা মৌসুমেও সাগর-নদী থেকে জেলেরা প্রত্যাশিত ইলিশ পাচ্ছেন না। প্রতিবছর এই সময় দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা রুপালি ইলিশ শিকারে ব্যস্ত সময়...
১৪ ঘণ্টা আগেটেকসই কৃষি উন্নয়নের অংশ হিসেবে রংপুর অঞ্চলে ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪২ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর বিভাগের ৫ জেলার গ্রামীণ দারিদ্র্য কমবে, টেকসই কৃষি...
১৬ ঘণ্টা আগেব্র্যাক ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ সম্প্রতি ১০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। একই সঙ্গে, ২০২৫ সালের জুলাই মাসে এই অ্যাপের মাধ্যমে ২০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে মাসিক অ্যাপ-ভিত্তিক লেনদেনের একটি নতুন রেকর্ড।
১৬ ঘণ্টা আগে