ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড
আজকের পত্রিকা ডেস্ক
দেশের কৃষি খাত এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অদক্ষতা ও অনিয়মের প্রভাব গভীর সংকট তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, ‘কৃষি খাতে আমাদের অনেক সাফল্য থাকলেও নানা অনিয়ম ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণে সেই সাফল্য টেকসই হচ্ছে না। যৌক্তিক সংস্কার ছাড়া এ খাতের উন্নয়ন অসম্ভব।’
গতকাল মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
বাণিজ্য উপদেষ্টা বলেন, কৃষি বাংলাদেশের গর্বের জায়গা, কিন্তু বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ধ্বংসযজ্ঞ কৃষি খাতেও অসামঞ্জস্যতা তৈরি করেছে। বীজ, সারসহ কৃষি উৎপাদনের মূল উপকরণগুলো নষ্ট করার জন্য কোনো বিভাগই রেহাই পায়নি। প্রতিটি জায়গায় গুটিকয়েক মানুষের একচ্ছত্র আধিপত্য কৃষি ও সরকারি সংস্থাগুলোর কার্যক্রমকে পঙ্গু করেছে।
বশির উদ্দিন উল্লেখ করেন, সরকারি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মতো প্রতিষ্ঠানও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির শিকার। মাত্র ১৪২ জন কর্মকর্তা-কর্মচারীর এই প্রতিষ্ঠানের বার্ষিক বাজেট সাড়ে ১১ হাজার কোটি টাকা। এটি হাস্যকর! ফ্যামিলি কার্ড বিতরণ এবং ডিলার নির্ধারণের মতো কাজেও অনিয়ম দেখা গেছে।
বশির উদ্দিন বলেন, একদিকে সঠিক পরিকল্পনা, নির্ভুল তথ্য এবং দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনার অভাবে উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানের তথ্য প্রায়ই বাস্তবতার সঙ্গে মেলে না, যা সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করছে। এই বাস্তবতায় কৃষি খাত ও প্রতিষ্ঠানগুলোতে যৌক্তিক সংস্কার জরুরি।
উপদেষ্টা বলেন, ‘বাজারে পণ্যের ঘাটতি হলে তা মেটাতে দেশি বা বিদেশি পণ্য সংগ্রহ করে স্থিতিশীল করা আমার কাজ। গতকাল ভোজ্যতেলের দাম ৮ টাকা বাড়ানো হয়েছে, যদি এটি না বাড়ানো হতো, তবে দীর্ঘ মেয়াদে ক্ষতির কারণ হতো।’
বশির উদ্দিন রমজান উপলক্ষে সুখবর দিয়ে বলেন, ‘ইনশা আল্লাহ, আগামী রমজানে প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল বা নিম্নগামী থাকবে।’ তবে আলুর দাম কমাতে ব্যর্থতার কথা স্বীকার করে তিনি বলেন, ‘এ বছর থেকে শিক্ষা নিয়ে আগামী বছর আরও ভালো করব।’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভুল তথ্য শুধু বিদেশ থেকে নয়, দেশের সাংবাদিকেরাও অনেক সময় সঠিক তথ্য তুলে ধরতে ব্যর্থ হচ্ছেন। দেশে দুই ডিজিটের মূল্যস্ফীতি থাকলেও অনেক পণ্যের দাম কমেছে, কিন্তু টক শো বা নিউজে এসব বিষয় দেখানো হচ্ছে না।
আহসান খান চৌধুরী বলেন, ‘নেদারল্যান্ডস ও থাইল্যান্ড প্রক্রিয়াজাত খাদ্যপণ্য থেকে বিশাল আয় করছে, অথচ আমাদের কৃষিপণ্যের মাত্র ১ শতাংশ প্রক্রিয়াজাত হয়। কেন আমরা এই দেশগুলোর তুলনায় পিছিয়ে আছি? এ বিষয়ে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
১০ সাংবাদিক পেলেন কৃষি পুরস্কার
অনুষ্ঠানে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে সেরা প্রতিবেদন তৈরি করার জন্য ১০ সাংবাদিককে তিনটি ক্যাটাগরিতে সম্মাননা জানানো হয়। ইআরএফ এবং প্রাণ গ্রুপ যৌথভাবে তাঁদের পুরস্কৃত করে এবং বাণিজ্য উপদেষ্টা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম হয়েছেন জিয়াদুল ইসলাম (আমাদের সময়) ও আলমগীর হোসেন (সময়ের আলো), দ্বিতীয় হয়েছেন জসিম উদ্দিন হারুন ও এফএইচএম হুমায়ূন কবির (দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস), তৃতীয় হয়েছেন সাহানোয়ার সাইদ শাহীন (কালের কণ্ঠ)। অনলাইনে প্রথম ইব্রাহিম হোসেন অভি (জাগোনিউজ ২৪.কম), দ্বিতীয় মিজানুর রহমান চৌধুরী (যুগান্তর)। টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম তৌহিদ হোসেন পাপন (যমুনা টেলিভিশন), দ্বিতীয় তৌহিদুর রহমান (একুশে টিভি) ও হরিপদ সাহা (ইনডিপেনডেন্ট টিভি)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মিরধা, সাধারণ সম্পাদক আবুল কাশেম ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশের কৃষি খাত এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অদক্ষতা ও অনিয়মের প্রভাব গভীর সংকট তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, ‘কৃষি খাতে আমাদের অনেক সাফল্য থাকলেও নানা অনিয়ম ও ব্যবস্থাপনার দুর্বলতার কারণে সেই সাফল্য টেকসই হচ্ছে না। যৌক্তিক সংস্কার ছাড়া এ খাতের উন্নয়ন অসম্ভব।’
গতকাল মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) কার্যালয়ে আয়োজিত ইআরএফ-প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।
বাণিজ্য উপদেষ্টা বলেন, কৃষি বাংলাদেশের গর্বের জায়গা, কিন্তু বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ধ্বংসযজ্ঞ কৃষি খাতেও অসামঞ্জস্যতা তৈরি করেছে। বীজ, সারসহ কৃষি উৎপাদনের মূল উপকরণগুলো নষ্ট করার জন্য কোনো বিভাগই রেহাই পায়নি। প্রতিটি জায়গায় গুটিকয়েক মানুষের একচ্ছত্র আধিপত্য কৃষি ও সরকারি সংস্থাগুলোর কার্যক্রমকে পঙ্গু করেছে।
বশির উদ্দিন উল্লেখ করেন, সরকারি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মতো প্রতিষ্ঠানও ব্যাপক অনিয়ম ও দুর্নীতির শিকার। মাত্র ১৪২ জন কর্মকর্তা-কর্মচারীর এই প্রতিষ্ঠানের বার্ষিক বাজেট সাড়ে ১১ হাজার কোটি টাকা। এটি হাস্যকর! ফ্যামিলি কার্ড বিতরণ এবং ডিলার নির্ধারণের মতো কাজেও অনিয়ম দেখা গেছে।
বশির উদ্দিন বলেন, একদিকে সঠিক পরিকল্পনা, নির্ভুল তথ্য এবং দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনার অভাবে উৎপাদনশীলতা হ্রাস পাচ্ছে, অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানের তথ্য প্রায়ই বাস্তবতার সঙ্গে মেলে না, যা সিদ্ধান্ত গ্রহণে বাধা সৃষ্টি করছে। এই বাস্তবতায় কৃষি খাত ও প্রতিষ্ঠানগুলোতে যৌক্তিক সংস্কার জরুরি।
উপদেষ্টা বলেন, ‘বাজারে পণ্যের ঘাটতি হলে তা মেটাতে দেশি বা বিদেশি পণ্য সংগ্রহ করে স্থিতিশীল করা আমার কাজ। গতকাল ভোজ্যতেলের দাম ৮ টাকা বাড়ানো হয়েছে, যদি এটি না বাড়ানো হতো, তবে দীর্ঘ মেয়াদে ক্ষতির কারণ হতো।’
বশির উদ্দিন রমজান উপলক্ষে সুখবর দিয়ে বলেন, ‘ইনশা আল্লাহ, আগামী রমজানে প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল বা নিম্নগামী থাকবে।’ তবে আলুর দাম কমাতে ব্যর্থতার কথা স্বীকার করে তিনি বলেন, ‘এ বছর থেকে শিক্ষা নিয়ে আগামী বছর আরও ভালো করব।’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভুল তথ্য শুধু বিদেশ থেকে নয়, দেশের সাংবাদিকেরাও অনেক সময় সঠিক তথ্য তুলে ধরতে ব্যর্থ হচ্ছেন। দেশে দুই ডিজিটের মূল্যস্ফীতি থাকলেও অনেক পণ্যের দাম কমেছে, কিন্তু টক শো বা নিউজে এসব বিষয় দেখানো হচ্ছে না।
আহসান খান চৌধুরী বলেন, ‘নেদারল্যান্ডস ও থাইল্যান্ড প্রক্রিয়াজাত খাদ্যপণ্য থেকে বিশাল আয় করছে, অথচ আমাদের কৃষিপণ্যের মাত্র ১ শতাংশ প্রক্রিয়াজাত হয়। কেন আমরা এই দেশগুলোর তুলনায় পিছিয়ে আছি? এ বিষয়ে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
১০ সাংবাদিক পেলেন কৃষি পুরস্কার
অনুষ্ঠানে কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে সেরা প্রতিবেদন তৈরি করার জন্য ১০ সাংবাদিককে তিনটি ক্যাটাগরিতে সম্মাননা জানানো হয়। ইআরএফ এবং প্রাণ গ্রুপ যৌথভাবে তাঁদের পুরস্কৃত করে এবং বাণিজ্য উপদেষ্টা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রিন্ট ক্যাটাগরিতে প্রথম হয়েছেন জিয়াদুল ইসলাম (আমাদের সময়) ও আলমগীর হোসেন (সময়ের আলো), দ্বিতীয় হয়েছেন জসিম উদ্দিন হারুন ও এফএইচএম হুমায়ূন কবির (দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস), তৃতীয় হয়েছেন সাহানোয়ার সাইদ শাহীন (কালের কণ্ঠ)। অনলাইনে প্রথম ইব্রাহিম হোসেন অভি (জাগোনিউজ ২৪.কম), দ্বিতীয় মিজানুর রহমান চৌধুরী (যুগান্তর)। টেলিভিশন ক্যাটাগরিতে প্রথম তৌহিদ হোসেন পাপন (যমুনা টেলিভিশন), দ্বিতীয় তৌহিদুর রহমান (একুশে টিভি) ও হরিপদ সাহা (ইনডিপেনডেন্ট টিভি)। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইআরএফ সভাপতি রেফায়েত উল্লাহ মিরধা, সাধারণ সম্পাদক আবুল কাশেম ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ডিজিটাল ব্যাংকিংয়ের সম্ভাবনা বিশাল, কিন্তু দেশ এখনো তা কাজে লাগাতে পারছে না। বর্তমানে আর্থিক খাতের মোট লেনদেনের ২৭-২৮ শতাংশ হচ্ছে ডিজিটাল মাধ্যমে, বাকিটা প্রথাগত ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল। এর পেছনে রয়েছে সহায়ক নীতিমালার ঘাটতি, গ্রাহকের আস্থার সংকট, দুর্বল অবকাঠামো, সমন্বয়ের অভাব আর সাইবার...
৪ ঘণ্টা আগেবন্ড সুবিধার অপব্যবহারের ঘটনায় চট্টগ্রাম কাস্টম হাউসের আট কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ, তাঁরা কনটেইনারপ্রতি ঘুষ নিয়ে প্রাপ্যতার বাইরে বিপুল কাপড় খালাস দিয়েছেন, যার ফলে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে।
৪ ঘণ্টা আগেবাসমতী ছাড়া অন্যান্য চাল রপ্তানিতে এবার নতুন শর্ত জুড়ে দিয়েছে ভারত। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীন বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের দপ্তর (ডিজিএফটি) গতকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) এক প্রজ্ঞাপনে নন-বাসমতী চালের রপ্তানি নীতিতে এ পরিবর্তন আনে। এর ফলে এখন থেকে নন-বাসমতী চাল রপ্তানির প্রতিটি চুক্তি..
৫ ঘণ্টা আগেসর্বাধুনিক প্রযুক্তির সমন্বয়ে নিজস্ব ব্র্যান্ডের মোবাইল ব্যাংকিং সেবা ‘রূপালীক্যাশ’ আনুষ্ঠানিকভাবে চালু করেছে রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি। আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ঢাকার দিলকুশাস্থ রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেবাটির উদ্বোধন করেন ব্যাংকের
৭ ঘণ্টা আগে