নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাছ, মাংস ও ডিমের পর এখন সবজিও নিম্নবিত্ত ও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। বেশির ভাগ সবজিই এখন এক শ টাকার ওপরে। এমন পরিস্থিতিতে বাজারে আসা ক্রেতারা পড়েছেন বিপাকে। জিনিসপত্রের আকাশছোঁয়া দামে দিশেহারা তাঁরা। আজ শুক্রবার রাজধানীর কাঁচাবাজারগুলোতে ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
মোহাম্মদপুর বাজারে সবজি কিনতে আসা স্কুলশিক্ষক হাফিজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এক শর নিচে সবজি পেতে রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে। যেটাই ধরি, সেই সবজির দামই ১০০ থেকে ১২০।’ তিনি বলেন, ‘সকালে রুটির সঙ্গে পাঁচমিশালি সবজি ভাজি দিয়ে নাশতা করতাম। কয়েক সপ্তাহ ধরে পাঁচমিশালি সবজি বাদ দিয়ে শুধু পেঁপে ভাজি খেতে হচ্ছে।’
সবজির দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা তিন সপ্তাহ আগের টানা বৃষ্টিকে দুষছেন। আগামী এক-দেড় মাসের মধ্যে দাম কমবে বলেও তাঁরা মনে করেন না।
খিলগাঁও সিপাহিবাগ বাজারের সবজি বিক্রেতা ফরিদ হোসেন বলেন, ‘বৃষ্টির কারণে সবজি খেত নষ্ট হইছে। গাছ মইরা গেছে। সবজির আমদানি কম। পাইকারিতেই সব সবজির দাম ১০-১২ টাকা বাড়ছে ৷ তাই খুচরাতেও দাম বেশি।’
সবজির দাম বাড়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষেরা। রামপুরা এলাকায় রিকশা চালান মোহাম্মদ ফিরোজ। তিনি জানান, সর্বশেষ ডিম খেয়েছেন দুই মাস আগে। ভাতের সঙ্গে এখন কেবল পেঁপে সেদ্ধই জুটছে তাঁদের। পানসে স্বাদের পেঁপে ভর্তায় স্বাদ বাড়াতে বেশি করে পেঁয়াজ মরিচ দেওয়ারও উপায় নেই। কারণ পেঁয়াজের কেজি এক শ ছুঁয়েছে, কাঁচামরিচ দুই শ। সবকিছুই খেতে হচ্ছে মেপে মেপে।
ফিরোজ বলেন, ‘বাজারে এত দাম জীবনে দেখি নাই। কয়দিন পর পেঁপেডাও খাইতে পারমু কিনা ভাবতিছি।’
রাজধানীর রামপুরা, মোহাম্মদপুর, কচুক্ষেত ও খিলগাঁও সিপাহিবাগ বাজার ঘুরে দেখা যায়, বগুড়ার আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭০-৭৫ টাকা আর দেশি আলু ৫০-৫৫ টাকা। আলুর দাম কেজিতে আরও সাত-আট টাকা বাড়তে পারে বলে জানান বিক্রেতারা। কারণ অন্যান্য সবজির দাম বেশি থাকায় আলুর চাহিদা বর্তমানে বেশি। আর চাহিদা বেশি থাকায় দামও বাড়তে পারে।
বাজারভেদে বেগুন ১০০-১৪০ টাকা, করলা-কচুমুখী-বরবটি ১০০-১২০ টাকা, পটল ১০০ টাকা, চিচিঙ্গা ৮০-৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ফুলকপি আকারভেদে প্রতি পিস বিক্রি হয়েছে ৭০-৯০ টাকায়। এ ছাড়া মুলা ৬০-৮০ টাকা আর পেঁপে ৪০-৫০ টাকায় বিক্রি হয়েছে। কাঁচামরিচ ২০০-২২০ টাকা, দেশি পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হয়েছে।
বরাবরের মতোই মাছ-মাংসের বাজারে কোনো সুখবর নেই। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকায় এবং সোনালিকা মুরগির কেজি ৩২০-৩৪০ টাকা। পাঙাশ, তেলাপিয়া কেজি প্রতি ২৪০-২৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। রুই, কাতল মাছ আকারভেদে ৪০০-৪৫০ টাকা, চিংড়ি জাতভেদে ৮০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছ, মাংস ও ডিমের পর এখন সবজিও নিম্নবিত্ত ও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে। বেশির ভাগ সবজিই এখন এক শ টাকার ওপরে। এমন পরিস্থিতিতে বাজারে আসা ক্রেতারা পড়েছেন বিপাকে। জিনিসপত্রের আকাশছোঁয়া দামে দিশেহারা তাঁরা। আজ শুক্রবার রাজধানীর কাঁচাবাজারগুলোতে ঘুরে এমন চিত্রই দেখা গেছে।
মোহাম্মদপুর বাজারে সবজি কিনতে আসা স্কুলশিক্ষক হাফিজ উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এক শর নিচে সবজি পেতে রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে। যেটাই ধরি, সেই সবজির দামই ১০০ থেকে ১২০।’ তিনি বলেন, ‘সকালে রুটির সঙ্গে পাঁচমিশালি সবজি ভাজি দিয়ে নাশতা করতাম। কয়েক সপ্তাহ ধরে পাঁচমিশালি সবজি বাদ দিয়ে শুধু পেঁপে ভাজি খেতে হচ্ছে।’
সবজির দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা তিন সপ্তাহ আগের টানা বৃষ্টিকে দুষছেন। আগামী এক-দেড় মাসের মধ্যে দাম কমবে বলেও তাঁরা মনে করেন না।
খিলগাঁও সিপাহিবাগ বাজারের সবজি বিক্রেতা ফরিদ হোসেন বলেন, ‘বৃষ্টির কারণে সবজি খেত নষ্ট হইছে। গাছ মইরা গেছে। সবজির আমদানি কম। পাইকারিতেই সব সবজির দাম ১০-১২ টাকা বাড়ছে ৷ তাই খুচরাতেও দাম বেশি।’
সবজির দাম বাড়ায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষেরা। রামপুরা এলাকায় রিকশা চালান মোহাম্মদ ফিরোজ। তিনি জানান, সর্বশেষ ডিম খেয়েছেন দুই মাস আগে। ভাতের সঙ্গে এখন কেবল পেঁপে সেদ্ধই জুটছে তাঁদের। পানসে স্বাদের পেঁপে ভর্তায় স্বাদ বাড়াতে বেশি করে পেঁয়াজ মরিচ দেওয়ারও উপায় নেই। কারণ পেঁয়াজের কেজি এক শ ছুঁয়েছে, কাঁচামরিচ দুই শ। সবকিছুই খেতে হচ্ছে মেপে মেপে।
ফিরোজ বলেন, ‘বাজারে এত দাম জীবনে দেখি নাই। কয়দিন পর পেঁপেডাও খাইতে পারমু কিনা ভাবতিছি।’
রাজধানীর রামপুরা, মোহাম্মদপুর, কচুক্ষেত ও খিলগাঁও সিপাহিবাগ বাজার ঘুরে দেখা যায়, বগুড়ার আলু বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭০-৭৫ টাকা আর দেশি আলু ৫০-৫৫ টাকা। আলুর দাম কেজিতে আরও সাত-আট টাকা বাড়তে পারে বলে জানান বিক্রেতারা। কারণ অন্যান্য সবজির দাম বেশি থাকায় আলুর চাহিদা বর্তমানে বেশি। আর চাহিদা বেশি থাকায় দামও বাড়তে পারে।
বাজারভেদে বেগুন ১০০-১৪০ টাকা, করলা-কচুমুখী-বরবটি ১০০-১২০ টাকা, পটল ১০০ টাকা, চিচিঙ্গা ৮০-৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ফুলকপি আকারভেদে প্রতি পিস বিক্রি হয়েছে ৭০-৯০ টাকায়। এ ছাড়া মুলা ৬০-৮০ টাকা আর পেঁপে ৪০-৫০ টাকায় বিক্রি হয়েছে। কাঁচামরিচ ২০০-২২০ টাকা, দেশি পেঁয়াজ ১০০ টাকায় বিক্রি হয়েছে।
বরাবরের মতোই মাছ-মাংসের বাজারে কোনো সুখবর নেই। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকায় এবং সোনালিকা মুরগির কেজি ৩২০-৩৪০ টাকা। পাঙাশ, তেলাপিয়া কেজি প্রতি ২৪০-২৮০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। রুই, কাতল মাছ আকারভেদে ৪০০-৪৫০ টাকা, চিংড়ি জাতভেদে ৮০০-১২০০ টাকায় বিক্রি হচ্ছে।
কর দিতে গিয়েও দিতে হয় ঘুষ—শিল্পমালিকদের এই বিস্ফোরক ক্ষোভ এখন আর কানে কানে বলা গুঞ্জন নয়, বরং অর্থনীতির কেন্দ্রবিন্দুতে প্রকাশ্য প্রতিবাদ। নিয়মিত করদাতারা পাচ্ছেন না ন্যায্য সম্মান, বরং তাঁদের ঘাড়ে চাপছে অতিরিক্ত বোঝা। উৎপাদনে ব্যবহৃত গ্যাস-বিদ্যুৎ নেই, অথচ কর চাই নিরবচ্ছিন্নভাবে। বিনিয়োগ থমকে...
৮ ঘণ্টা আগেআগামী এক বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিজেড) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এই পদক্ষেপের মাধ্যমে দেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু হচ্ছে।
৮ ঘণ্টা আগেরাজধানীর অলিগলিতে প্রতিদিনের চেনা দৃশ্য—রোদে ঝলসে গেলেও থামে না শ্রমিকের কাজ। কেউ ড্রেন খুঁড়ছেন, কেউ টানছেন ইট-বালু। কোটি কোটি টাকার ঠিকাদারি প্রকল্পে সড়ক আর ভবন গড়ে উঠলেও সেই সব নির্মাণের ভিত গাঁথা শ্রমিকদের মজুরি থাকে বড্ড কম। কাজের ভার আর দক্ষতার ভিত্তিতে নয়—তাঁদের ঘামের দাম ঠিক হয় মালিকের...
৮ ঘণ্টা আগেদেশে রপ্তানি ও প্রবাসী আয় বাড়লেও বিদেশি উন্নয়ন সহযোগীদের প্রকল্প ঋণের প্রতিশ্রুতি আশঙ্কাজনক হারে কমেছে। বিপরীতে পুরোনো ঋণ পরিশোধের চাপ বেড়েছে।
৮ ঘণ্টা আগে