ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিগত সরকারের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্বেতপত্র তৈরির তৎপরতা শুরু করেছেন সংশ্লিষ্ট কমিটির প্রধান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য নির্বাচন ও কাজের রূপরেখা নিয়ে আলোচনার জন্য আজ রোববার অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এবং পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
পরে দেবপ্রিয় সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা যে কমিটি গঠন করেছেন, সে বিষয়ে আলাপ করতে এসেছিলাম। এখন কমিটির বাকি সদস্যের নাম প্রধান উপদেষ্টাকে দেব। তিনি অনুমোদন দিলেই শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাজকর্ম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।’
এক প্রশ্নের জবাবে দেবপ্রিয় বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য হতে পারে সর্বোচ্চ ১০ জন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিটির কাজের পরিধি হবে নির্দেশনামূলক, বাধ্যতামূলক নয়। সময়ে সময়ে পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী আলাপ-আলোচনার ভিত্তিতে তথ্যের সঠিকতা যাচাই-বাছাইয়ের মাধ্যমে এবং সবার মতামত ও পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিয়ে গঠিত কমিটি কাজ করবে।
এর আগে গত বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শ্বেতপত্র প্রকাশে কমিটি গঠনের কথা জানানো হয়।
ওই সময় বলা হয়, দেশের বিদ্যমান অর্থনীতির সামগ্রিক চিত্র রাখার পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে সরকারের কৌশলগত পদক্ষেপ, জাতিসংঘের টেকসই অভীষ্ট লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে করণীয় বিষয়ের প্রতিফলন তুলে ধরা হবে এই শ্বেতপত্রে।
এ লক্ষ্যে গঠিত কমিটি আগাম ৯০ দিনের মধ্যে সুপারিশসহ প্রণয়নকৃত শ্বেতপত্র অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ বিগত সরকারের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের শ্বেতপত্র তৈরির তৎপরতা শুরু করেছেন সংশ্লিষ্ট কমিটির প্রধান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য নির্বাচন ও কাজের রূপরেখা নিয়ে আলোচনার জন্য আজ রোববার অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ এবং পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
পরে দেবপ্রিয় সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা যে কমিটি গঠন করেছেন, সে বিষয়ে আলাপ করতে এসেছিলাম। এখন কমিটির বাকি সদস্যের নাম প্রধান উপদেষ্টাকে দেব। তিনি অনুমোদন দিলেই শ্বেতপত্র প্রণয়ন কমিটির কাজকর্ম আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে।’
এক প্রশ্নের জবাবে দেবপ্রিয় বলেন, শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য হতে পারে সর্বোচ্চ ১০ জন।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিটির কাজের পরিধি হবে নির্দেশনামূলক, বাধ্যতামূলক নয়। সময়ে সময়ে পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী আলাপ-আলোচনার ভিত্তিতে তথ্যের সঠিকতা যাচাই-বাছাইয়ের মাধ্যমে এবং সবার মতামত ও পছন্দ-অপছন্দকে গুরুত্ব দিয়ে গঠিত কমিটি কাজ করবে।
এর আগে গত বুধবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শ্বেতপত্র প্রকাশে কমিটি গঠনের কথা জানানো হয়।
ওই সময় বলা হয়, দেশের বিদ্যমান অর্থনীতির সামগ্রিক চিত্র রাখার পাশাপাশি অর্থনৈতিক বিষয়ে সরকারের কৌশলগত পদক্ষেপ, জাতিসংঘের টেকসই অভীষ্ট লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়ন এবং স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে করণীয় বিষয়ের প্রতিফলন তুলে ধরা হবে এই শ্বেতপত্রে।
এ লক্ষ্যে গঠিত কমিটি আগাম ৯০ দিনের মধ্যে সুপারিশসহ প্রণয়নকৃত শ্বেতপত্র অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করবে।
দেশের শিল্পকারখানায় চরম গ্যাস-সংকট দেখা দিয়েছে। গ্যাস না থাকায় অনেক স্থানে উৎপাদন বন্ধ রয়েছে। আবার কোথাও কোথাও উৎপাদন নেমে এসেছে তিন ভাগের এক ভাগে। শুধু শিল্প নয়, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনেও চলছে গ্যাসের জন্য হাহাকার। গ্রীষ্মে লোডশেডিং কমাতে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়ানোয় এই সংকট তৈরি হয়েছে বলে
৬ ঘণ্টা আগেহংকংয়ের একটি বিউটি সেলুনের মালিক ক্রিস্টাল এনজি এইচএসবিসি ও ডাহ সিং ব্যাংকে অ্যাকাউন্ট খোলার আবেদন করলে তা প্রত্যাখ্যাত হয়। তিনি জানান, ২০২৩ সালের শেষদিকে যখন তিনি নতুন অফিসে স্থানান্তর করেন, তখন ব্যাংকগুলোর একটির মাধ্যমে জানতে পারেন, তার নতুন ঠিকানাটি যুক্তরাষ্ট্রের এনটিটি তালিকাভুক্ত। ওই ঠিকানার..
১৫ ঘণ্টা আগেআদানি গ্রুপ আগে বলেছিল, প্রকল্পটি মূল্যায়ন করা হচ্ছে, কিন্তু এখন ভারতীয় এই সংস্থার অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে, এই ব্যবসা থেকে কতটা চাহিদা তৈরি হবে, বিশেষ করে ভারতের বাজারে, সে সম্পর্কে এখনো অনিশ্চয়তা রয়েছে। এরপরই টাওয়ারের সঙ্গে আলোচনা স্থগিত করা হয়েছে বলে একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে।
১৬ ঘণ্টা আগেতিন বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হওয়ার খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ধস নেমেছে। সৌদি আরবের সরবরাহ বৃদ্ধির ইঙ্গিতও এই দরপতনে প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকদের ধারণা।
২ দিন আগে