নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এমিরেটস এয়ারলাইনস ২০২৪-২৫ অর্থবছরে তার ইতিহাসে সর্বোচ্চ মুনাফার রেকর্ড অর্জন করেছে। একই সঙ্গে বিশ্বের লাভজনক এয়ারলাইনসগুলোর তালিকায় শীর্ষস্থানে চলে এসেছে। এ সময় এয়ারলাইনসের ট্যাক্স পূর্ববর্তী মুনাফার পরিমাণ ৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেশি।
আজ বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইনস, ডানাটা ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত এমিরেটস গ্রুপ ৩১ মার্চ শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। গ্রুপটি এ সময় রেকর্ড মুনাফা অর্জনের সঙ্গে ইবিআইটিডিএ, রাজস্ব আয় ও ক্যাশ ব্যালেন্সেও নতুন রেকর্ড করেছে। গ্রুপটির ট্যাক্স পূর্ববর্তী মুনাফা ৬ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি ১৮ শতাংশ। গ্রুপটির রাজস্ব আয় পূর্ববর্তী বছরের তুলনায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৯ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ক্যাশ অ্যাসেটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ এবং বর্তমানে এর পরিমাণ ১৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। ইবিআইটিডিএ বৃদ্ধি পেয়েছে ৬ শতাংশ এবং এর পরিমাণ দাঁড়িয়েছে ১১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার, যা গ্রুপটির সুদৃঢ় পরিচালন লাভজনকতার পরিচয় বহন করে।
গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান এমিরেটস এয়ারলাইনস রেকর্ড মুনাফা ছাড়াও ৩৪ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড রাজস্ব আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। এয়ারলাইনসটির ক্যাশ অ্যাসেট সর্বোচ্চ অবস্থানে রয়েছে, যার পরিমাণ ১৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার, ৩১ মার্চ ২০২৪ সালে পূর্ববর্তী বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি।
এমিরেটস গ্রুপ তার মালিকানাধীন প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব দুবাইয়ে ১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার লভ্যাংশ প্রদানেরও ঘোষণা দিয়েছে।
এমিরেটস এয়ারলাইনসের মোট যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা গত বছরের তুলনায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময় এয়ারলাইনসটি ৫ দশমিক ৩৭ কোটি যাত্রী পরিবহন করেছে, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। এমিরেটসের পণ্য পরিবহন শাখা এমিরেটস স্কাইকার্গো উক্ত সময় সারা বিশ্বে ২৩ লাখ টন পণ্য পরিবহন করেছে, যা আগের বছরের তুলনায় ৭ শতাংশ বেশি।
বর্তমানে এমিরেটস গ্রুপে তাদের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক ১ লাখ ২১ হাজার ২২৩ জন কর্মরত রয়েছেন, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি। বর্ধিত চাহিদা পূরণ এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে এমিরেটস ও ডানাটা সারা বিশ্বে গত বছর ব্যাপক নিয়োগ কার্যক্রম পরিচালনা করে।
এমিরেটস এয়ারলাইনস ২০২৪-২৫ অর্থবছরে তার ইতিহাসে সর্বোচ্চ মুনাফার রেকর্ড অর্জন করেছে। একই সঙ্গে বিশ্বের লাভজনক এয়ারলাইনসগুলোর তালিকায় শীর্ষস্থানে চলে এসেছে। এ সময় এয়ারলাইনসের ট্যাক্স পূর্ববর্তী মুনাফার পরিমাণ ৫ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ২০ শতাংশ বেশি।
আজ বৃহস্পতিবার এমিরেটস এয়ারলাইনস, ডানাটা ও অন্যান্য সহযোগী প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত এমিরেটস গ্রুপ ৩১ মার্চ শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। গ্রুপটি এ সময় রেকর্ড মুনাফা অর্জনের সঙ্গে ইবিআইটিডিএ, রাজস্ব আয় ও ক্যাশ ব্যালেন্সেও নতুন রেকর্ড করেছে। গ্রুপটির ট্যাক্স পূর্ববর্তী মুনাফা ৬ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি ১৮ শতাংশ। গ্রুপটির রাজস্ব আয় পূর্ববর্তী বছরের তুলনায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩৯ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ক্যাশ অ্যাসেটের পরিমাণ বৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ এবং বর্তমানে এর পরিমাণ ১৪ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। ইবিআইটিডিএ বৃদ্ধি পেয়েছে ৬ শতাংশ এবং এর পরিমাণ দাঁড়িয়েছে ১১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার, যা গ্রুপটির সুদৃঢ় পরিচালন লাভজনকতার পরিচয় বহন করে।
গ্রুপের অন্যতম অঙ্গপ্রতিষ্ঠান এমিরেটস এয়ারলাইনস রেকর্ড মুনাফা ছাড়াও ৩৪ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলারের রেকর্ড রাজস্ব আয় করেছে, যা আগের বছরের তুলনায় ৬ শতাংশ বেশি। এয়ারলাইনসটির ক্যাশ অ্যাসেট সর্বোচ্চ অবস্থানে রয়েছে, যার পরিমাণ ১৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার, ৩১ মার্চ ২০২৪ সালে পূর্ববর্তী বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি।
এমিরেটস গ্রুপ তার মালিকানাধীন প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব দুবাইয়ে ১ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার লভ্যাংশ প্রদানেরও ঘোষণা দিয়েছে।
এমিরেটস এয়ারলাইনসের মোট যাত্রী ও পণ্য পরিবহন সক্ষমতা গত বছরের তুলনায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ সময় এয়ারলাইনসটি ৫ দশমিক ৩৭ কোটি যাত্রী পরিবহন করেছে, যা আগের বছরের তুলনায় ৩ শতাংশ বেশি। এমিরেটসের পণ্য পরিবহন শাখা এমিরেটস স্কাইকার্গো উক্ত সময় সারা বিশ্বে ২৩ লাখ টন পণ্য পরিবহন করেছে, যা আগের বছরের তুলনায় ৭ শতাংশ বেশি।
বর্তমানে এমিরেটস গ্রুপে তাদের ইতিহাসে সর্বোচ্চসংখ্যক ১ লাখ ২১ হাজার ২২৩ জন কর্মরত রয়েছেন, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ বেশি। বর্ধিত চাহিদা পূরণ এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে এমিরেটস ও ডানাটা সারা বিশ্বে গত বছর ব্যাপক নিয়োগ কার্যক্রম পরিচালনা করে।
লালদিয়ার চরে চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনালে ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগ হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
২৭ মিনিট আগেভারত-পাকিস্তান সংঘাতের প্রভাব এবং দীর্ঘমেয়াদি আস্থাহীনতার মধ্যে আজ বৃহস্পতিবার হঠাৎ বড় উত্থানে ফিরেছে দেশের শেয়ারবাজার। বিশেষজ্ঞদের মতে, এটি একটি ‘কাউন্টার মুভ’ হতে পারে, তবে অনেকে মনে করছেন, পুঁজিবাজারসংশ্লিষ্টদের নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন বৈঠক এই উত্থানের পেছনে মূল প্রভাবক।
২ ঘণ্টা আগেবিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ‘এনআইডি যাচাইয়ের সুযোগ সাময়িকভাবে বন্ধ করেছে নির্বাচন কমিশন’ শীর্ষক সংবাদের প্রতি ব্র্যাক ব্যাংকের দৃষ্টিগোচরে এসেছে। নির্বাচন কমিশনের সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে বলা হয়েছে, ব্যাংকের মাধ্যমে এনআইডি ডেটাবেসের তথ্য হ্যাক করার অ্যাটেম্পট (চেষ্টা) করা হয়েছে।
৩ ঘণ্টা আগেএপ্রিল মাসে কমেছে অর্থনীতির গতি। দেশের অর্থনীতির প্রধান চারটি খাতের পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআই সূচকের মান এপ্রিল মাসে ৮ দশমিক ৮ পয়েন্ট কমেছে। এই মান ৫২ দশমিক ৯ পয়েন্টে নেমে এসেছে, যা গত অক্টোবর মাসের পর থেকে সর্বনিম্ন। মার্চ মাসে এই সূচকের মান ছিল ৬১ দশমিক ৯।
৫ ঘণ্টা আগে