Ajker Patrika

চিনির দাম নির্ধারণ করে দিল সরকার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৫: ২৮
চিনির দাম নির্ধারণ করে দিল সরকার 

চিনির বাজার স্থিতিশীল রাখতে নতুন দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। এখন থেকে প্রতি কেজি খোলা চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকা কেজিতে বিক্রি হবে।

সচিবালয়ে আজ বৃহস্পতিবার মিল মালিকদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান সাংবাদিকদের এই তথ্য জানান।

সফিকুজ্জামান বলেন, ‘চিনির দাম বেড়ে ৮০ টাকায় উঠেছিল। আমরা কেজিতে ৫ টাকা করে দাম কমিয়েছি। এখন থেকে খোলা বাজারে প্রতি কেজি চিনি ৭৪ টাকা এবং প্যাকেট চিনি ৭৫ টাকায় বিক্রি হবে।’

বাজারে নতুন দামে শুক্রবার থেকে চিনি বিক্রি হবে বলে জানান সফিকুজ্জামান।

এর আগে গত ৫ সেপ্টেম্বর খুচরা বাজারে সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়িয়ে ১২৯ টাকা এবং বোতলজাত সয়াবিন তেলের দাম ১৫৩ টাকা নির্ধারণ করা হয়। আর বোতলজাত প্রতি ৫ লিটার সয়াবিন তেল সর্বোচ্চ ৭২৮ টাকা এবং খোলা প্রতি লিটার পাম সুপার ওয়েলের দাম ১১৬ টাকা নির্ধারণ করে দেয় সরকার।

বৈঠকে চিনি বিপণনকারী সিটি, মেঘনা, দেশবন্ধু গ্রুপসহ কয়েকটি কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুবককে আটক করা নিয়ে বিজিবি ও এলাকাবাসীর পাল্টাপাল্টি দাবি

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত