Ajker Patrika

বাংলাদেশের কর্মকর্তাদের উচ্চশিক্ষায় ৩৫ কোটি টাকা অনুদান জাপানের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ জুন ২০২৪, ১৭: ১১
বাংলাদেশের কর্মকর্তাদের উচ্চশিক্ষায় ৩৫ কোটি টাকা অনুদান জাপানের

বিসিএস ক্যাডার কর্মকর্তা, জুডিশিয়াল সার্ভিস, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের প্রথম শ্রেণির কর্মকর্তাদের উচ্চশিক্ষার জন্য ৩৫ কোটি ২৫ লাখ টাকা অনুদান দিচ্ছে জাপান। জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ও পিএইচডি কোর্সে অধ্যয়নের সুযোগ দিতে এ অনুদান দিচ্ছে দেশটি।

আজ বুধবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে ‘বিনিময় নোট’ ও ‘অনুদান চুক্তি’ সই হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বাস্তবায়নাধীন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট স্কলারশিপ প্রজেক্ট (জেডিএস) শীর্ষক প্রকল্পের আওতায় এই অনুদান দেবে জাপান।

বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী চুক্তিতে সই করেন।

জাপানের পক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরির ‘বিনিময় নোট’ এবং ঢাকায় নিযুক্ত জাইকার চিফ রিপ্রেজেনটেটিভ ইচিগুচি তোমোহিদ ‘অনুদান চুক্তি’ সই করেন।

জেডিএস শীর্ষক প্রকল্পটি ২০০১ থেকে ২০২৫ মেয়াদে চলমান। এ যাবৎ প্রকল্পের আওতায় ৪৪২ জন কর্মকর্তা মাস্টার্স ও সাতজন কর্মকর্তা পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

দ্বিপক্ষীয় পর্যায়ে জাপান বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ। স্বাধীনতার পর থেকে এ যাবৎ জাপান সরকার ৩২ দশমিক ৩৭ বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতি দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত