Ajker Patrika

ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিল সরকার

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৬: ১০
ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিল সরকার

নানা অজুহাতে ইচ্ছেমতো বাড়ানো হচ্ছে ভোজ্যতেল ও চিনির দাম। অবশেষে ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিল সরকার। পরিশোধন মালিক সমিতির সঙ্গে আলোচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার খোলা সয়াবিন তেলের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২৯ টাকা। বোতলজাত প্রতি লিটার তেলের দাম ১৫৩ টাকা, ৫ লিটার বোতলের দাম ৭২৮ টাকা এবং সুপার পাম অয়েল এক লিটারের (খোলা) দাম ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। 

আজ রোববার বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সঙ্গে আলোচনা সাপেক্ষে অপরিশোধিত সয়াবিন ও অপরিশোধিত পাম তেলের আন্তর্জাতিক বাজারদর বিবেচনায় সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, উৎপাদন ব্যাহত হওয়ার অজুহাতে দফায় দফায় বাড়ছে ভোগ্যপণ্যের দাম। আমদানি করা তেল-চিনির দাম বাড়িয়েই চলেছেন ব্যবসায়ীরা। গত শুক্রবারও রাজধানী ও আশপাশের বাজারে খোলা সয়াবিন তেল বিক্রি হতে দেখা গেছে ১৪০ টাকা কেজি দরে। আর দু-এক দিনের ব্যবধানে চিনির দামও বেড়েছে কেজিতে ২-৩ টাকা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত