নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আয়কর আইন সংস্কার ও যুগোপযোগী করতে টাস্কফোর্স গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ২৩ সেপ্টেম্বর এই আদেশ জারি করা হয়। এতে সই করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব কাজী রুকাইয়া সুলতানা।
কর অঞ্চল-৬ ঢাকার কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে আহ্বায়ক করা হয়েছে। আর সদস্যসচিব করা হয়েছে কর অঞ্চল-১৪ ঢাকার পরিদর্শী রেঞ্জ-৪ এর যুগ্ম কর কমিশনার অমিত কুমার দাসকে।
কমিটির অন্য সদস্যরা হলেন—এনবিআরের প্রথম সচিব (কর বিধি) এম এম জিল্লুর রহমান, কর অঞ্চল–১৯, ঢাকার কর কমিশনার (চলতি দায়িত্ব) ড. লুৎফুর নাহার বেগম, বিসিএস কর একাডেমির পরিচালক হাফিজ আল আসাদ, কর আপিল অঞ্চল–২ ও ঢাকার রেঞ্জ-৩ এর যুগ্ম কর কমিশনার তাপস কুমার চন্দ ও কর অঞ্চল–১৪ ঢাকার পরিদর্শী রেঞ্জ-৪ এর যুগ্ম কর কমিশনার মো. মহিদুল ইসলাম চৌধুরী।
প্রয়োজন হলে যে কোনো পর্যায়ে এই কমিটিতে প্রয়োজনীয় সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করা যেতে পারে বলেও এনবিআরের আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, ইনকাম ট্যাক্স অরডিন্যান্স, ১৯৮৪ রহিতক্রমে যুগোপযোগী ও সময়োপযোগী করে সম্পূর্ণ বাংলা ভাষায় আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) প্রণয়ন করা হয়, যা ২০২৩ সালের ২২ জুন গেজেট আকারে প্রকাশিত হয়। এই আইনের মূল ধারা, সংশ্লিষ্ট বিধি, প্রজ্ঞাপন ইত্যাদি অধিকতর ব্যবসা ও জনবান্ধব করা এবং আইনটি মাঠ পর্যায়ে প্রয়োগ সহজতর করার লক্ষ্যে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে।
কমিটির কর্ম পরিধি বিষয়ে বলা হয়েছে, আয়কর আইন, বিধি, প্রজ্ঞাপন, পর্যালোচনা ও প্রয়োজনীয় সংস্কার; আয়কর আইন, বিধি, প্রজ্ঞাপনসমূহের প্রয়োগ পর্যালোচনা ও সংস্কার; বিদ্যমান কর ব্যয়সমূহ পর্যালোচনা ও সংস্কার, সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় এবং আইনের প্রয়োজনীয় সংস্কার, পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন বিষয়ক সুনির্দিষ্ট প্রস্তাবনা দাখিল।
আয়কর আইন সংস্কার ও যুগোপযোগী করতে টাস্কফোর্স গঠন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত ২৩ সেপ্টেম্বর এই আদেশ জারি করা হয়। এতে সই করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব কাজী রুকাইয়া সুলতানা।
কর অঞ্চল-৬ ঢাকার কর কমিশনার ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুনকে আহ্বায়ক করা হয়েছে। আর সদস্যসচিব করা হয়েছে কর অঞ্চল-১৪ ঢাকার পরিদর্শী রেঞ্জ-৪ এর যুগ্ম কর কমিশনার অমিত কুমার দাসকে।
কমিটির অন্য সদস্যরা হলেন—এনবিআরের প্রথম সচিব (কর বিধি) এম এম জিল্লুর রহমান, কর অঞ্চল–১৯, ঢাকার কর কমিশনার (চলতি দায়িত্ব) ড. লুৎফুর নাহার বেগম, বিসিএস কর একাডেমির পরিচালক হাফিজ আল আসাদ, কর আপিল অঞ্চল–২ ও ঢাকার রেঞ্জ-৩ এর যুগ্ম কর কমিশনার তাপস কুমার চন্দ ও কর অঞ্চল–১৪ ঢাকার পরিদর্শী রেঞ্জ-৪ এর যুগ্ম কর কমিশনার মো. মহিদুল ইসলাম চৌধুরী।
প্রয়োজন হলে যে কোনো পর্যায়ে এই কমিটিতে প্রয়োজনীয় সংখ্যক সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করা যেতে পারে বলেও এনবিআরের আদেশে উল্লেখ করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, ইনকাম ট্যাক্স অরডিন্যান্স, ১৯৮৪ রহিতক্রমে যুগোপযোগী ও সময়োপযোগী করে সম্পূর্ণ বাংলা ভাষায় আয়কর আইন, ২০২৩ (২০২৩ সনের ১২ নং আইন) প্রণয়ন করা হয়, যা ২০২৩ সালের ২২ জুন গেজেট আকারে প্রকাশিত হয়। এই আইনের মূল ধারা, সংশ্লিষ্ট বিধি, প্রজ্ঞাপন ইত্যাদি অধিকতর ব্যবসা ও জনবান্ধব করা এবং আইনটি মাঠ পর্যায়ে প্রয়োগ সহজতর করার লক্ষ্যে এই টাস্কফোর্স গঠন করা হয়েছে।
কমিটির কর্ম পরিধি বিষয়ে বলা হয়েছে, আয়কর আইন, বিধি, প্রজ্ঞাপন, পর্যালোচনা ও প্রয়োজনীয় সংস্কার; আয়কর আইন, বিধি, প্রজ্ঞাপনসমূহের প্রয়োগ পর্যালোচনা ও সংস্কার; বিদ্যমান কর ব্যয়সমূহ পর্যালোচনা ও সংস্কার, সংশ্লিষ্ট সকলের সঙ্গে মতবিনিময় এবং আইনের প্রয়োজনীয় সংস্কার, পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন বিষয়ক সুনির্দিষ্ট প্রস্তাবনা দাখিল।
তিন বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হওয়ার খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ধস নেমেছে। সৌদি আরবের সরবরাহ বৃদ্ধির ইঙ্গিতও এই দরপতনে প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকদের ধারণা।
৮ ঘণ্টা আগেকর দিতে গিয়েও দিতে হয় ঘুষ—শিল্পমালিকদের এই বিস্ফোরক ক্ষোভ এখন আর কানে কানে বলা গুঞ্জন নয়, বরং অর্থনীতির কেন্দ্রবিন্দুতে প্রকাশ্য প্রতিবাদ। নিয়মিত করদাতারা পাচ্ছেন না ন্যায্য সম্মান, বরং তাঁদের ঘাড়ে চাপছে অতিরিক্ত বোঝা। উৎপাদনে ব্যবহৃত গ্যাস-বিদ্যুৎ নেই, অথচ কর চাই নিরবচ্ছিন্নভাবে। বিনিয়োগ থমকে...
১৯ ঘণ্টা আগেআগামী এক বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিজেড) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এই পদক্ষেপের মাধ্যমে দেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু হচ্ছে।
১৯ ঘণ্টা আগেরাজধানীর অলিগলিতে প্রতিদিনের চেনা দৃশ্য—রোদে ঝলসে গেলেও থামে না শ্রমিকের কাজ। কেউ ড্রেন খুঁড়ছেন, কেউ টানছেন ইট-বালু। কোটি কোটি টাকার ঠিকাদারি প্রকল্পে সড়ক আর ভবন গড়ে উঠলেও সেই সব নির্মাণের ভিত গাঁথা শ্রমিকদের মজুরি থাকে বড্ড কম। কাজের ভার আর দক্ষতার ভিত্তিতে নয়—তাঁদের ঘামের দাম ঠিক হয় মালিকের...
১৯ ঘণ্টা আগে