Ajker Patrika

বেপজায় শতকোটি টাকা বিনিয়োগ করবে লিজ টোব্যাকো

অনলাইন ডেস্ক
আজ সোমবার বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আশরাফুল কবীর ও লিজ টোব্যাকো মেশিনারির চেয়ারম্যান লি মেং চুক্তি স্বাক্ষর করেন। ছবি: সংগৃহীত
আজ সোমবার বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আশরাফুল কবীর ও লিজ টোব্যাকো মেশিনারির চেয়ারম্যান লি মেং চুক্তি স্বাক্ষর করেন। ছবি: সংগৃহীত

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে (বেপজা) ৮৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেড; বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১০১ কোটি ৫০ লাখ ৪০ হাজার টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)। এতে ৯২ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রতিষ্ঠানটির মালিকানায় রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের দুটি প্রতিষ্ঠান।

আজ সোমবার এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আশরাফুল কবীর এবং লিজ টোব্যাকো মেশিনারির চেয়ারম্যান লি মেং এই চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (প্রশাসন) তাজিম-উর-রহমান, নির্বাহী পরিচালক এ এস এম আনোয়ার পারভেজ এবং লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই চুক্তি বেপজার অর্থনৈতিক অঞ্চলে প্রথম মেশিন কারখানা স্থাপনের পথকে সুপ্রশস্ত করল, যা এই অর্থনৈতিক অঞ্চলের বৈচিত্র্যময় পণ্যসম্ভারকে আরও সমৃদ্ধ করবে। কারখানাটি তামাক ও সিগারেট তৈরির যন্ত্র তৈরি করবে, যা হবে বেপজাধীন ইপিজেড এবং অর্থনৈতিক অঞ্চলে উৎপাদিত বৈচিত্র্যময় পণ্যের নতুন সংযোজন।

নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘বেপজায় প্রথম যন্ত্র উৎপাদনকারী এই প্রতিষ্ঠান বেপজার রপ্তানিমুখী শিল্পের বৈচিত্র্যায়নের পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অন্যান্য রপ্তানিমুখী শিল্প খাতের প্রসারে সহায়তা করতে আমরা জোনগুলোতে আরও যন্ত্রপাতি উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগকে স্বাগত জানাচ্ছি।’

বেপজার নির্বাহী চেয়ারম্যান লিজ টোব্যাকো কোম্পানির চেয়ারম্যানকে বাংলাদেশের ইপিজেডসমূহের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ভূমিকা রাখার আহ্বান জানান, যা দেশে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়ক হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত