কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
তৈরি পোশাক শিল্পের কর্মীদের টিকা দিতে সরকার এবং কারখানার মালিকেরা একত্রে কাজ করছেন। দেড় মাসের মধ্যে তৈরি পোশাক শিল্পের ৫০ লাখ কর্মীকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্ট পল ডাকের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ‘ম্যাজিক লাস ভেগাস ২০২১’ বাণিজ্য মেলায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। লাস ভেগাসে যাওয়ার আগে ওয়াশিংটনে স্বল্প সময়ের জন্য বিরতি দেন তিনি। সেখানে বাণিজ্য নিয়ে একটি গোলটেবিল বৈঠকেও অংশ নেন। বৈঠকে তিনি ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্টকে জানান যে, মহামারিকে কেন্দ্র করে শ্রমিকদের সুরক্ষার বিষয়ে কারখানাগুলোকে সাজাতে কাজ করে যাচ্ছে সরকার। আগামী ৬ মাসের মধ্যে বাংলাদেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশকে করোনার টিকার আওতায় আনা হবে। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে শ্রমিকদের টিকা দেওয়া।
এ সময় ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্ট বাণিজ্যমন্ত্রীকে জানান, যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বিদেশ থেকে পণ্য খুঁজতে ও আনতে প্রস্তুত তাঁর প্রতিষ্ঠান। বাণিজ্যমন্ত্রী তাঁকে তৈরি পোশাকের বাইরে চামড়াজাত পণ্য, ওষুধ, হালকা প্রকৌশল পণ্য, সাইকেল এবং প্লাস্টিক পণ্য বাংলাদেশ থেকে কেনার আহ্বান জানান।।
বৈঠকে বাংলাদেশ চিংড়ি এবং মৎস্য ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক যুক্তরাষ্ট্রের বাজারের জন্য উন্নত মানের চিংড়ি উৎপাদনের কথা জানান। এ পণ্য বৈশ্বিক খাদ্য নিরাপত্তার সব ধরনের পরীক্ষণ উত্তরণে প্রস্তুত বলেও জানান তিনি। চিংড়ি উৎপাদকদের সংগঠন এবং বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে একত্রে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামসহ বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং মার্কিন শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তৈরি পোশাক শিল্পের কর্মীদের টিকা দিতে সরকার এবং কারখানার মালিকেরা একত্রে কাজ করছেন। দেড় মাসের মধ্যে তৈরি পোশাক শিল্পের ৫০ লাখ কর্মীকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্ট পল ডাকের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, ‘ম্যাজিক লাস ভেগাস ২০২১’ বাণিজ্য মেলায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। লাস ভেগাসে যাওয়ার আগে ওয়াশিংটনে স্বল্প সময়ের জন্য বিরতি দেন তিনি। সেখানে বাণিজ্য নিয়ে একটি গোলটেবিল বৈঠকেও অংশ নেন। বৈঠকে তিনি ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্টকে জানান যে, মহামারিকে কেন্দ্র করে শ্রমিকদের সুরক্ষার বিষয়ে কারখানাগুলোকে সাজাতে কাজ করে যাচ্ছে সরকার। আগামী ৬ মাসের মধ্যে বাংলাদেশের মোট জনসংখ্যার ৬০ শতাংশকে করোনার টিকার আওতায় আনা হবে। বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে শ্রমিকদের টিকা দেওয়া।
এ সময় ওয়ালমার্টের ভাইস প্রেসিডেন্ট বাণিজ্যমন্ত্রীকে জানান, যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বিদেশ থেকে পণ্য খুঁজতে ও আনতে প্রস্তুত তাঁর প্রতিষ্ঠান। বাণিজ্যমন্ত্রী তাঁকে তৈরি পোশাকের বাইরে চামড়াজাত পণ্য, ওষুধ, হালকা প্রকৌশল পণ্য, সাইকেল এবং প্লাস্টিক পণ্য বাংলাদেশ থেকে কেনার আহ্বান জানান।।
বৈঠকে বাংলাদেশ চিংড়ি এবং মৎস্য ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মাহমুদুল হক যুক্তরাষ্ট্রের বাজারের জন্য উন্নত মানের চিংড়ি উৎপাদনের কথা জানান। এ পণ্য বৈশ্বিক খাদ্য নিরাপত্তার সব ধরনের পরীক্ষণ উত্তরণে প্রস্তুত বলেও জানান তিনি। চিংড়ি উৎপাদকদের সংগঠন এবং বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে একত্রে কাজ করবে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহিদুল ইসলামসহ বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং মার্কিন শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণার দেওয়ার পরপরই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম। গত দু’দিনে ভারতের বাজারে চালের দাম প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে ৫ লাখ টন চাল আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে।
১২ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা শেষে গত ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলিশ ধরার মৌসুম, যা চলবে আগস্টের শেষ পর্যন্ত। কিন্তু অবাক করার মতো বিষয় হলো—ভরা মৌসুমেও সাগর-নদী থেকে জেলেরা প্রত্যাশিত ইলিশ পাচ্ছেন না। প্রতিবছর এই সময় দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা রুপালি ইলিশ শিকারে ব্যস্ত সময়...
২১ ঘণ্টা আগেটেকসই কৃষি উন্নয়নের অংশ হিসেবে রংপুর অঞ্চলে ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪২ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর বিভাগের ৫ জেলার গ্রামীণ দারিদ্র্য কমবে, টেকসই কৃষি...
১ দিন আগেব্র্যাক ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ সম্প্রতি ১০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। একই সঙ্গে, ২০২৫ সালের জুলাই মাসে এই অ্যাপের মাধ্যমে ২০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে মাসিক অ্যাপ-ভিত্তিক লেনদেনের একটি নতুন রেকর্ড।
১ দিন আগে