Ajker Patrika

৪ প্রতিষ্ঠান পেল ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৪ প্রতিষ্ঠান পেল ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড’

দেশের অর্থনীতিতে টেকসই বিনিয়োগ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে অসামান্য অবদান রাখায় চার খ্যাতনামা প্রতিষ্ঠান পেয়েছে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’। পুরস্কারপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, বিকাশ বাংলাদেশ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এবং ফ্যাব্রিক লাগবে লিমিটেড।

গতকাল বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিজয়ী প্রতিষ্ঠানের হাতে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

স্কয়ার ফার্মাসিউটিক্যালস: শিল্পে শুদ্ধ বিনিয়োগের প্রতীক

দেশীয় বিনিয়োগ ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছে চিকিৎসা ও ওষুধশিল্পের পথপ্রদর্শক স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। ১৯৮৭ সাল থেকে বিশ্ববাজারে ওষুধ রপ্তানি করে আসা প্রতিষ্ঠানটি বর্তমানে ৪২টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। ২০২৩ সালের তথ্য অনুযায়ী, প্রায় ৬০ হাজার জনবল ও ১১ হাজার কোটি টাকার বার্ষিক লেনদেনে প্রতিষ্ঠানটি দেশের অন্যতম বৃহৎ করদাতা এবং শ্রম সংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ধারাবাহিক মুনাফা, শেয়ারহোল্ডারদের প্রতি দায়বদ্ধতা ও আন্তর্জাতিক মানের উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটি পেয়েছে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি।

বিকাশ: ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তির অগ্রদূত

দেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এনে অর্থনৈতিক অন্তর্ভুক্তি ও ডিজিটাল লেনদেন ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য বিকাশ বাংলাদেশ পেয়েছে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’। প্রধান উপদেষ্টার কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।

ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্রভিত্তিক মানি ইন মোশন, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি), বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, চায়নার আলীবাবা গ্রুপের অ্যান্ট ইন্টারন্যাশনাল এবং জাপানের সফটব্যাংক ভিশন ফান্ডের যৌথ বিনিয়োগে পরিচালিত বিকাশ ২০১১ সাল থেকে দেশের মোবাইল আর্থিক সেবায় নেতৃত্ব দিয়ে আসছে। বিডার পক্ষ থেকে জানানো হয়, বিকাশ শুধু বিনিয়োগই নয়, অর্থনীতির শৃঙ্খলায় উদ্ভাবন, কর্মসংস্থান এবং আর্থিক অন্তর্ভুক্তির শক্ত ভিত্তি নির্মাণ করেছে।

ওয়ালটন: প্রযুক্তির ছোঁয়ায় দেশীয় সম্ভাবনা

দেশীয় প্রযুক্তি ও ইলেকট্রনিকস খাতে স্থায়ী বিনিয়োগ ও উদ্ভাবনী অবদানের স্বীকৃতিস্বরূপ ইএসজি (পরিবেশ, সামাজিক দায়বদ্ধতা ও সুশাসন) ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমের হাতে এ পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বর্তমানে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান নিশ্চিত করে প্রতিষ্ঠানটি জাতীয় অর্থনীতিতে অনন্য অবদান রেখে চলেছে। পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালক বলেন, ‘টেকসই প্রবৃদ্ধি ও উদ্ভাবনই আমাদের মূল চালিকাশক্তি।’

ফ্যাব্রিক লাগবে: নারীর অংশগ্রহণে শিল্পে নতুন অধ্যায়

গার্মেন্টস খাতভিত্তিক উদ্ভাবনী প্রতিষ্ঠান ফ্যাব্রিক লাগবে লিমিটেড ইনোভেশন ক্যাটাগরিতে পেয়েছে ‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫’।

সৃজনশীল ব্যবসায়িক মডেল, প্রযুক্তিনির্ভর উৎপাদন এবং নারীকেন্দ্রিক কর্মসংস্থানে প্রতিষ্ঠানটি তিন বছর ধরে দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রেখে চলেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত