নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘বাংলাদেশে শ্রমিকেরা আমেরিকার তুলনায় অনেক ভালো আছে’। শ্রমিকের অধিকার বাস্তবায়ন না করলে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারে বলে যে ঘোষণা দিয়েছে, সে বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমন কথা বলেন।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
মোমেন বলেন, ‘আমেরিকায় জনপ্রতি আয় প্রায় ৬৫ হাজার ডলার। বাংলাদেশে ২ হাজার ৮০০ ডলার। কিন্তু সে তুলনায় বাংলাদেশের শ্রমিকেরা অনেক ভালো আছে।’
যুক্তরাষ্ট্রকে ‘নিষেধাজ্ঞার দেশ’ আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা নিষেধাজ্ঞার দেশ। তারা দিতে পারে। তারা বড়লোক।’
শ্রমিকের অধিকারের বিষয়ে সরকার দেশের বাস্তবতার নিরিখে কাজ করবে, এমনটি জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের ইচ্ছা, তাদের মতো ভালো করব। তবে সত্যি একদিনে পারব না।’
মন্ত্রী বলেন, ‘আমেরিকায় শ্রমিকেরা একসময় দাস ছিল। দেশটিতে দাসত্ব বহু বছর ধরে ছিল। সেখানে কৃষ্ণাঙ্গরা বাসে উঠতে পারতেন না। সেই আমেরিকা বর্তমান অবস্থায় আসতে ২৫০ বছর লেগেছে।’
উল্লেখ্য, শ্রমিক, শ্রমিক ইউনিয়নের নেতা ও শ্রম অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের হুমকি বা সামগ্রিকভাবে শ্রম অধিকার লঙ্ঘন করলে সংশ্লিষ্ট দেশ, প্রতিষ্ঠান বা ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত ১৬ নভেম্বর বিশ্বব্যাপী শ্রমিকদের ক্ষমতায়ন, অধিকার ও উচ্চ শ্রমমান নিশ্চিত করার লক্ষ্যে এক স্মারকে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
‘বাংলাদেশে শ্রমিকেরা আমেরিকার তুলনায় অনেক ভালো আছে’। শ্রমিকের অধিকার বাস্তবায়ন না করলে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিতে পারে বলে যে ঘোষণা দিয়েছে, সে বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এমন কথা বলেন।
আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।
মোমেন বলেন, ‘আমেরিকায় জনপ্রতি আয় প্রায় ৬৫ হাজার ডলার। বাংলাদেশে ২ হাজার ৮০০ ডলার। কিন্তু সে তুলনায় বাংলাদেশের শ্রমিকেরা অনেক ভালো আছে।’
যুক্তরাষ্ট্রকে ‘নিষেধাজ্ঞার দেশ’ আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা নিষেধাজ্ঞার দেশ। তারা দিতে পারে। তারা বড়লোক।’
শ্রমিকের অধিকারের বিষয়ে সরকার দেশের বাস্তবতার নিরিখে কাজ করবে, এমনটি জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের ইচ্ছা, তাদের মতো ভালো করব। তবে সত্যি একদিনে পারব না।’
মন্ত্রী বলেন, ‘আমেরিকায় শ্রমিকেরা একসময় দাস ছিল। দেশটিতে দাসত্ব বহু বছর ধরে ছিল। সেখানে কৃষ্ণাঙ্গরা বাসে উঠতে পারতেন না। সেই আমেরিকা বর্তমান অবস্থায় আসতে ২৫০ বছর লেগেছে।’
উল্লেখ্য, শ্রমিক, শ্রমিক ইউনিয়নের নেতা ও শ্রম অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিদের হুমকি বা সামগ্রিকভাবে শ্রম অধিকার লঙ্ঘন করলে সংশ্লিষ্ট দেশ, প্রতিষ্ঠান বা ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত ১৬ নভেম্বর বিশ্বব্যাপী শ্রমিকদের ক্ষমতায়ন, অধিকার ও উচ্চ শ্রমমান নিশ্চিত করার লক্ষ্যে এক স্মারকে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণার দেওয়ার পরপরই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম। গত দু’দিনে ভারতের বাজারে চালের দাম প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে ৫ লাখ টন চাল আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে।
১ দিন আগেনিষেধাজ্ঞা শেষে গত ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলিশ ধরার মৌসুম, যা চলবে আগস্টের শেষ পর্যন্ত। কিন্তু অবাক করার মতো বিষয় হলো—ভরা মৌসুমেও সাগর-নদী থেকে জেলেরা প্রত্যাশিত ইলিশ পাচ্ছেন না। প্রতিবছর এই সময় দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা রুপালি ইলিশ শিকারে ব্যস্ত সময়...
১ দিন আগেটেকসই কৃষি উন্নয়নের অংশ হিসেবে রংপুর অঞ্চলে ‘আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন’ প্রকল্প হাতে নিয়েছে সরকার। পাঁচ বছর মেয়াদি এই প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪২ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর বিভাগের ৫ জেলার গ্রামীণ দারিদ্র্য কমবে, টেকসই কৃষি...
১ দিন আগেব্র্যাক ব্যাংকের স্মার্ট ব্যাংকিং অ্যাপ ‘আস্থা’ সম্প্রতি ১০ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন করেছে। একই সঙ্গে, ২০২৫ সালের জুলাই মাসে এই অ্যাপের মাধ্যমে ২০ হাজার কোটি টাকা লেনদেন হয়েছে, যা বাংলাদেশের ব্যাংকিং খাতে মাসিক অ্যাপ-ভিত্তিক লেনদেনের একটি নতুন রেকর্ড।
১ দিন আগে