কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
রমজানের আগে ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ ও এক লাখ মেট্রিক টন চিনি আনতে চায় সরকার। দেশটির বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। আজ শুক্রবার দিল্লির পার্লামেন্ট ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
হাছান মাহমুদ বলেন, ‘আমরা ভারত থেকে যে পচনশীল পণ্য আমদানি করি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। রমজানের আগে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি যাতে আমরা পাই, সে সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’
বাংলাদেশের রপ্তানি পণ্যে শুল্ক ও অশুল্ক বাধা প্রত্যাহার, বিশেষ করে রমজান মাসে মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশে প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হাছান মাহমুদ ভারতের মন্ত্রীকে অনুরোধ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গেও সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতি মুর্মু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘একজন স্ট্রং লেডি’ হিসেবে অভিহিত করে তাঁর নেতৃত্বের প্রশংসা করেছেন বলে হাছান মাহমুদ সাংবাদিকদের জানান। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান সকল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন।
অজিত দোভালের সফর উচ্চ পর্যায়ের সফরের অংশ: ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বাংলাদেশ সফর দুই প্রতিবেশী দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের অংশ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘বাংলাদেশ আমাদের অত্যন্ত কাছের প্রতিবেশী। সম্প্রতি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে ঘনিষ্ঠ প্রতিবেশীর সঙ্গে উচ্চ পর্যায়ের সফর বিনিময় দেশগুলোর জন্য নিত্যনৈমিত্তিক বিষয়। সেই প্রেক্ষাপটেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার উক্ত সফর।’
দোভাল গত ৩ ফেব্রুয়ারি দুই দিনের সফরে ঢাকায় আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ ও ভারত সীমান্ত ও রাখাইনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন বলে কূটনৈতিক সূত্র জানায়। দোভাল পরদিন ৪ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করেন। হাছান মাহমুদ গত ৭ ফেব্রুয়ারি অজিত দোভালের সঙ্গে দিল্লিতে বৈঠক করেন।
রমজানের আগে ভারত থেকে ৫০ হাজার টন পেঁয়াজ ও এক লাখ মেট্রিক টন চিনি আনতে চায় সরকার। দেশটির বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। আজ শুক্রবার দিল্লির পার্লামেন্ট ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
হাছান মাহমুদ বলেন, ‘আমরা ভারত থেকে যে পচনশীল পণ্য আমদানি করি, সেগুলো নিয়ে আলোচনা করেছি। রমজানের আগে ৫০ হাজার টন পেঁয়াজ এবং এক লাখ টন চিনি যাতে আমরা পাই, সে সব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।’
বাংলাদেশের রপ্তানি পণ্যে শুল্ক ও অশুল্ক বাধা প্রত্যাহার, বিশেষ করে রমজান মাসে মূল্য স্থিতিশীলতা বজায় রাখতে বাংলাদেশে প্রয়োজনীয় পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হাছান মাহমুদ ভারতের মন্ত্রীকে অনুরোধ করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গেও সাক্ষাৎ করেন।
রাষ্ট্রপতি মুর্মু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘একজন স্ট্রং লেডি’ হিসেবে অভিহিত করে তাঁর নেতৃত্বের প্রশংসা করেছেন বলে হাছান মাহমুদ সাংবাদিকদের জানান। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান সকল বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন।
অজিত দোভালের সফর উচ্চ পর্যায়ের সফরের অংশ: ভারত
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বাংলাদেশ সফর দুই প্রতিবেশী দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের অংশ।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, ‘বাংলাদেশ আমাদের অত্যন্ত কাছের প্রতিবেশী। সম্প্রতি দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে ঘনিষ্ঠ প্রতিবেশীর সঙ্গে উচ্চ পর্যায়ের সফর বিনিময় দেশগুলোর জন্য নিত্যনৈমিত্তিক বিষয়। সেই প্রেক্ষাপটেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার উক্ত সফর।’
দোভাল গত ৩ ফেব্রুয়ারি দুই দিনের সফরে ঢাকায় আসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ ও ভারত সীমান্ত ও রাখাইনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেছেন বলে কূটনৈতিক সূত্র জানায়। দোভাল পরদিন ৪ ফেব্রুয়ারি ঢাকা ত্যাগ করেন। হাছান মাহমুদ গত ৭ ফেব্রুয়ারি অজিত দোভালের সঙ্গে দিল্লিতে বৈঠক করেন।
সরকার কর ও শুল্কছাড়ের মাধ্যমে বাজারে পণ্যের দাম কমানোর চেষ্টা করলেও তা কার্যত সাধারণ ভোক্তার দামের বোঝা কমাতে পারেনি। গত অর্থবছরে ভোজ্যতেল, মোবাইল ফোন, পোলট্রি, ফ্রিজ, এসি উৎপাদনের উপকরণসহ বিভিন্ন খাতে কোটি কোটি টাকা শুল্কছাড় দেওয়া হয়েছে। সরকারের যুক্তি ছিল, এতে ভোক্তারা কম দামে পণ্য পাবে।
১ ঘণ্টা আগেদেশের বিমা খাত ডিজিটালাইজেশনে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় পিছিয়ে রয়েছে। তবে গত বছর পিছিয়ে থাকা নেপাল এখন বাংলাদেশের সমপর্যায়ে পৌঁছেছে। গতকাল বুধবার ‘বিমা খাতের আধুনিকায়নে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য তুলে ধরেন চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও
১ ঘণ্টা আগেবাংলাদেশের তৈরি পোশাক খাতে পরিবেশবান্ধব সবুজ কারখানার সংখ্যা দ্রুত বাড়ছে। গত এক মাসে ১০টি কারখানা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (লিড) সনদ পেয়েছে। এর মধ্যে সর্বশেষ গতকাল বুধবার একসঙ্গে পাঁচটি কারখানা নতুন সনদ অর্জন করেছে।
১ ঘণ্টা আগেবাজারে আবারও হঠাৎ লাফিয়ে বেড়েছে পেঁয়াজের দাম। কোনো উৎসব বা উপলক্ষ না থাকা সত্ত্বেও এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ২৫-৩০ টাকা বেড়েছে। এতে সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে। তবে ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টিপাত ও মৌসুমের শেষ দিকে...
১ ঘণ্টা আগে