Ajker Patrika

কোনো কোম্পানি যাচ্ছে না জেড ক্যাটাগরিতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১২: ৪৯
কোনো কোম্পানি যাচ্ছে না জেড ক্যাটাগরিতে

২২টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরের কারণে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিল। সেই ভীতিকে পুঁজি করে আরও কিছু কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানো হচ্ছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এই নেতিবাচক প্রভাবে ধারাবাহিক পতন দেখা গেছে পুঁজিবাজারে। 

তবে এই মুহূর্তে নতুন কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হচ্ছে না। এ রকম কোনো সিদ্ধান্তও নেয়নি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বা স্টক এক্সচেঞ্জ। আর জেড ক্যাটাগরিতে পাঠাতে হলে নিয়ন্ত্রক সংস্থার অনুমতি লাগবে। ফলে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) চাইলেই কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করতে পারবে না। বিএসইসি ও ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে। 

তবে এ বিষয়ে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক ড. এ টি এম তারিকুজ্জামান বলেন, বেশ কয়েকটি কোম্পানিকে ডিএসই জেড ক্যাটাগরিতে পাঠাচ্ছে বলে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা ভিত্তিহীন এবং গুজব। নতুন করে কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। এই মুহূর্তে জেড ক্যাটাগরিতে যাওয়ার মতো কোম্পানি নেই। তা ছাড়া কোনো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে পাঠাতে হলে কমিশনের অনুমতি লাগবে। তাই চাইলেও ডিএসই এই মুহূর্তে সরাসরি কোনো কোম্পানিকে জেডে স্থানান্তরিত করতে পারবে না। 
বিনিয়োগকারীদের ভিত্তিহীন তথ্য ও গুজবে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, যারা গুজব ছড়িয়েছে, তাদের শনাক্ত করতে কাজ করছে ডিএসই। চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত