Ajker Patrika

ঈদকে কেন্দ্র করে বেড়েছে মাংসের দাম

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৬ মে ২০২১, ১৬: ৩৮
ঈদকে কেন্দ্র করে বেড়েছে মাংসের দাম

ঢাকা: ঈদকে কেন্দ্র করে মাংসের দোকানে যেমন বেড়েছে ভিড়, তেমনি বেড়েছে দামও। মাংসের বাজার নিয়ন্ত্রণ না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমত দামে বিক্রি করেছেন ব্যবসায়ীরা । তবে দাম বাড়ার জন্য মাংস ব্যবসায়ীরা পরিবহন ভাড়া এবং আনুষঙ্গিক ব্যয় বাড়াকে দায়ী করছেন।

মাংস ব্যবসায়ীরা বলেন, প্রতিবছরই ঈদকে সামনে রেখে মাংসের দাম ২০ থেকে ৩০ টাকা কেজি প্রতি বাড়ে। কিন্তু এ বছর বাজারে গরুর দাম বেশিছিল, পরিবহন ভাড়া ব্যবসায়ীদের যাতায়াত এবং রাখালদের খরচ বেড়ে যাওয়ায় অস্বাভাবিক দামে বিক্রি হয় মাংস।

প্রতি বছর রমজান মাসকে সামনে রেখে গরু বা খাসির মাংসের দাম বেঁধে দেওয়া হতো।গত দুই বছর ধরে এটি করা হচ্ছে না বলে জানান ব্যবসায়ীরা । ফলে এবছর মাংসের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

রাজধানীর জিগাতলার আনোয়ারের মাংসের দোকানের স্বত্বাধিকারী আনোয়ার হোসেন বলেন, একটি গরু এবার ৫ থেকে ১০ হাজার টাকার বেশি মূল্যে কেনা হয়েছে।

রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জ থেকে ২০ থেকে ২৪ টি গরু আনতে আগে খরচ হতো ৩০ হাজার টাকা। এখন তা বেড়ে ৪০ হাজার টাকা হয়েছে। একজন রাখালের জন্য আগের দই গরুপ্রতি খরচ হতো ৩০০ টাকা এখন তা বেড়ে ৫০০ টাকা হয়েছে।

আনোয়ার হোসেন আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী যেতে একজন বেপারীকে বাস যাতায়াত খরচ করতে হতো ৭০০ থেকে এক হাজার টাকা। লকডাউন এর কারণে বাস বন্ধ থাকায় এখন তারা অ্যাম্বুলেন্সের যাতায়াত করছেন। এতে তাদের খরচ দুই হাজার ৭০০ থেকে তিন হাজার টাকা পর্যন্ত পড়ছে। এতে মাংসের ওপর প্রভাব পড়ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত