নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ধনীদের ওপর আরও বেশি হারে করারোপের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। করযোগ্য ৫ লাখ টাকার বেশি আয়ের ওপর করহার ছিল ২৫ শতাংশ। সেটি ৫ শতাংশ বাড়িয়ে ৩০ শতাংশে উন্নীত করতে বলছে সংস্থাটি।
গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক্-বাজেট আলোচনায় অংশ নিয়ে সিপিডি এই প্রস্তাব দিয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
এ ছাড়া আলোচনায় অংশ নিয়ে বাজেট প্রস্তাবনা তুলে ধরে ক্ষুদ্র ও কুটির শিল্প বা এসএমই ফাউন্ডেশন, বাংলাদেশ অর্থনীতি সমিতি, পিডব্লিউসি, এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্স।
সিপিডির রিসার্চ ফেলো মুনতাসির কামাল বলেন, ‘সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয় করমুক্ত আছে। করমুক্ত সীমার ওপর প্রতি ১ লাখ টাকায় ৫ শতাংশ কর ধার্য করা হয়। এটার সীমা বাড়িয়ে ২ লাখ টাকা করার প্রস্তাব জানাচ্ছি। কারণ, যারা সীমিত আয়ের মানুষ, তাদের করের বোঝা কিছুটা কমে আসবে।’
মুনতাসির কামাল আরও বলেন, ৩ লাখ টাকা পর্যন্ত করহার ১০ শতাংশ নির্ধারণ করা রয়েছে, সেটি ২ লাখে নিয়ে আসা হোক। আর ধনীদের ওপর ৫ শতাংশ বাড়িয়ে করহার ২৫ থেকে ৩০ শতাংশ করা হোক।
এ ছাড়া ইংরেজি মাধ্যম স্কুলের ওপর বিদ্যমান ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার, পলিথিন, সিগারেট, কার্বোনেটেড পানীয়ে শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছে সিপিডি।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সালাহউদ্দিন মাহমুদ বলেন, ‘ব্যক্তিপর্যায়ের পুরুষ এসএমইদের জন্য করমুক্ত আয়ের সীমা সাড়ে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৪ লাখ টাকা এবং মহিলা এসএমইদের জন্য ৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব করছি। আর ব্যক্তিপর্যায়ে এসএমইদের কর রেয়াত ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হোক।’
এ ছাড়া সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের সীমা ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা এবং রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ প্রণোদনার ওপর উৎসে কর কর্তনের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করেন তিনি।
প্রস্তাব শুনে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এসএমইকে ওঠাতে পারছি না। আমি নিজে দেখছি এসএমইর ভবিষ্যৎ খুবই অন্ধকার। এসএমইর জায়গাটা বিগ প্লেয়াররা নিয়ে ফেলেছে। কীভাবে এটাকে ঠিক করা যায়? কোন দিক আমি সামাল দেব?’
নীতি সহায়তা পেয়েও এসএমইর অসফলতার কারণ খোঁজার তাগিদ দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এটা নিয়ে ভালো করে কাজ করা দরকার। সমস্যাটা কোথায়? কোথায় কাজ করতে হবে, এটা নিয়ে আরও গভীরে দেখা দরকার। কেন এসএমই ফ্লারিশ করছে না। এনবিআরের তরফ থেকে নানা কিছু করে দিলাম, তারপরেও কেন ভালো করছে না, সেটা দেখা দরকার।’
এদিকে রাজস্ব আয়ের ২৭টি উৎসের কথা জানায় বাংলাদেশ অর্থনীতি সমিতি। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, ‘চলমান অর্থনৈতিক সংকট থেকে অর্থনীতি পুনরুজ্জীবনে সরকারের নতুন নতুন আয়ের উৎস খুঁজে বের করা দরকার। এ অনুসন্ধানে আমরা বাজেটে রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে মোট ২৭টি নতুন উৎস নির্দিষ্ট করেছি, যা অতীতে ছিল না।’
এর মধ্যে রয়েছে বিদেশি পরামর্শক ফি, বিউটি পারলার, বিদেশি নাগরিকদের ওপর কর রাজস্ব আয়। এ ছাড়া সংস্থাটি কালো টাকা ও পাচার হওয়া টাকা উদ্ধারে এনবিআরকে জোর দেওয়ার আহ্বান জানায়।
ধনীদের ওপর আরও বেশি হারে করারোপের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। করযোগ্য ৫ লাখ টাকার বেশি আয়ের ওপর করহার ছিল ২৫ শতাংশ। সেটি ৫ শতাংশ বাড়িয়ে ৩০ শতাংশে উন্নীত করতে বলছে সংস্থাটি।
গতকাল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক্-বাজেট আলোচনায় অংশ নিয়ে সিপিডি এই প্রস্তাব দিয়েছে। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনে অনুষ্ঠিত আলোচনায় সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
এ ছাড়া আলোচনায় অংশ নিয়ে বাজেট প্রস্তাবনা তুলে ধরে ক্ষুদ্র ও কুটির শিল্প বা এসএমই ফাউন্ডেশন, বাংলাদেশ অর্থনীতি সমিতি, পিডব্লিউসি, এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যুরো অব ইকোনমিক রিসার্স।
সিপিডির রিসার্চ ফেলো মুনতাসির কামাল বলেন, ‘সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত ব্যক্তিগত আয় করমুক্ত আছে। করমুক্ত সীমার ওপর প্রতি ১ লাখ টাকায় ৫ শতাংশ কর ধার্য করা হয়। এটার সীমা বাড়িয়ে ২ লাখ টাকা করার প্রস্তাব জানাচ্ছি। কারণ, যারা সীমিত আয়ের মানুষ, তাদের করের বোঝা কিছুটা কমে আসবে।’
মুনতাসির কামাল আরও বলেন, ৩ লাখ টাকা পর্যন্ত করহার ১০ শতাংশ নির্ধারণ করা রয়েছে, সেটি ২ লাখে নিয়ে আসা হোক। আর ধনীদের ওপর ৫ শতাংশ বাড়িয়ে করহার ২৫ থেকে ৩০ শতাংশ করা হোক।
এ ছাড়া ইংরেজি মাধ্যম স্কুলের ওপর বিদ্যমান ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার, পলিথিন, সিগারেট, কার্বোনেটেড পানীয়ে শুল্ক বাড়ানোর প্রস্তাব দিয়েছে সিপিডি।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সালাহউদ্দিন মাহমুদ বলেন, ‘ব্যক্তিপর্যায়ের পুরুষ এসএমইদের জন্য করমুক্ত আয়ের সীমা সাড়ে তিন লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৪ লাখ টাকা এবং মহিলা এসএমইদের জন্য ৪ লাখ টাকা থেকে বাড়িয়ে ৫ লাখ টাকা করার প্রস্তাব করছি। আর ব্যক্তিপর্যায়ে এসএমইদের কর রেয়াত ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হোক।’
এ ছাড়া সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের সীমা ৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা এবং রপ্তানির বিপরীতে প্রাপ্ত নগদ প্রণোদনার ওপর উৎসে কর কর্তনের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করেন তিনি।
প্রস্তাব শুনে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এসএমইকে ওঠাতে পারছি না। আমি নিজে দেখছি এসএমইর ভবিষ্যৎ খুবই অন্ধকার। এসএমইর জায়গাটা বিগ প্লেয়াররা নিয়ে ফেলেছে। কীভাবে এটাকে ঠিক করা যায়? কোন দিক আমি সামাল দেব?’
নীতি সহায়তা পেয়েও এসএমইর অসফলতার কারণ খোঁজার তাগিদ দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এটা নিয়ে ভালো করে কাজ করা দরকার। সমস্যাটা কোথায়? কোথায় কাজ করতে হবে, এটা নিয়ে আরও গভীরে দেখা দরকার। কেন এসএমই ফ্লারিশ করছে না। এনবিআরের তরফ থেকে নানা কিছু করে দিলাম, তারপরেও কেন ভালো করছে না, সেটা দেখা দরকার।’
এদিকে রাজস্ব আয়ের ২৭টি উৎসের কথা জানায় বাংলাদেশ অর্থনীতি সমিতি। সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, ‘চলমান অর্থনৈতিক সংকট থেকে অর্থনীতি পুনরুজ্জীবনে সরকারের নতুন নতুন আয়ের উৎস খুঁজে বের করা দরকার। এ অনুসন্ধানে আমরা বাজেটে রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে মোট ২৭টি নতুন উৎস নির্দিষ্ট করেছি, যা অতীতে ছিল না।’
এর মধ্যে রয়েছে বিদেশি পরামর্শক ফি, বিউটি পারলার, বিদেশি নাগরিকদের ওপর কর রাজস্ব আয়। এ ছাড়া সংস্থাটি কালো টাকা ও পাচার হওয়া টাকা উদ্ধারে এনবিআরকে জোর দেওয়ার আহ্বান জানায়।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি গ্রহণের জন্য অপেক্ষা না করে নিজেদের মতো বাজেট তৈরি করার প্রস্তুতি নিচ্ছে সরকার। এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক...
৫ ঘণ্টা আগেদেশের ভোজ্যতেলের বাজারে এখনো মানের ঘাটতি রয়েছে। ভিটামিন ‘এ’ ও ‘ডি’ সমৃদ্ধ তেল সরবরাহ বাধ্যতামূলক হলেও বাস্তবে তা অনেকটা উপেক্ষিত। সরকারি আইন অনুযায়ী তেলে ভিটামিন এ মেশানো আবশ্যক হলেও বাজারের বিশাল একটি অংশে তা অনুপস্থিত কিংবা থাকলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
৫ ঘণ্টা আগেঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত অংশীদার চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদলের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশন সভাকক্ষে এই বৈঠক...
৫ ঘণ্টা আগেজনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
১৩ ঘণ্টা আগে