নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঋণ দিতে অনেক শর্ত দিয়েছে আইএমএফ। এসব শর্তের এখনো বেশ কিছু অপূর্ণ রয়েছে। এরই মধ্যে শঙ্কার কথা শোনা যাচ্ছে, শর্ত পূরণে ব্যর্থতায় ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়া অনিশ্চিত। তবে অনেক শর্ত অপূর্ণ থাকলেও আপাতত দ্বিতীয় কিস্তি ছাড়ে কোনো সমস্যা হবে না বলে জানায় সংস্থাটি। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গতকাল মঙ্গলবারের বৈঠকে এ সবই আলোচনা হয়েছে বলে জানিয়েছে বৈঠক সূত্র।
জানা যায়, ঋণ ছাড় নিয়ে আইএমএফ ও বাংলাদেশের প্রতিনিধিদলের মধ্যে ব্যাপক দর-কষাকষি হয়। একপর্যায়ে আইএমএফ সদস্যদের কাছে ঋণ ছাড়ের জন্য জোর দাবি জানালে তাঁরা বিষয়টি বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ডলার রেট বাজারভিত্তিক করা, ট্যাক্স জিডিপি অনুপাত, ব্যাংকের খেলাপি এবং রিজার্ভ বাড়াতে বাড়তি গুরুত্ব আরোপ করেন তাঁরা। এ সময় বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেদের যুক্তি তুলে ধরেন, তাঁরা আইএমএফের পরামর্শ পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
গতকাল অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইএমএফের বৈঠককালে এসব আলোচনা হয়। সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের ওপর আইএমএফ সদস্যরা মতামত দিয়ে গৃহীত পদক্ষেপের ওপর চুলচেরা বিশ্লেষণ দেয়। তাঁরা রিজার্ভ বাড়াতে জোর তাগাদা দেন। এ সময় বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক পরিস্থিতিকে দায়ী করে নিজেদের পদক্ষেপের কথা জানায়।
আরও জানানো হয়, মোট ৪৭টি শর্তের ৮০ থেকে ৯০ শতাংশ পূরণ করা হয়েছে। কিছু শর্তের বাস্তবায়ন প্রক্রিয়াধীন। হয়তোবা বেঁধে দেওয়ার সময়ের চেয়ে বেশি লাগতে পারে। তবে শর্ত বাস্তবায়নের অনেক ধাপ এগিয়েছে। এ অবস্থায় ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় করলে রিজার্ভ আর একটু বাড়বে। তখন আইএমএফের সদস্যরা ঋণ ছাড়ের বিষয়ে আশ্বস্ত করেন, তবে কবেনাগাদ ছাড় হবে সে সময় উল্লেখ করেননি। তাঁরা জানান, নিয়ম মেনে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ঋণ ছাড় করা হয়। সে ক্ষেত্রে আইএমএফের বোর্ডের কাছে তথ্য-উপাত্ত পাঠানো হবে। তবে ঋণ না পাওয়ার মতো কিছু ঘটেনি।
অন্য একটি সূত্র জানায়, আইএমএফ সদস্যরা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব আয়-ব্যয়, মুদ্রাব্যবস্থাপনা, সাইবার সিকিউরিটি, খেলাপি, রাজস্ব, পুঁজিবাজার, বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ হিসাবের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনাও করেছেন।
সূত্র জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে শর্ত অনুযায়ী সংস্থাটির সদস্যরা বৈঠক করছেন। তাঁরা রিজার্ভ, বাজারভিত্তিক ডলারের রেট, ঋণখেলাপি, রাজস্ব সংস্কার, তারল্য ব্যবস্থাপনাসহ ৪৭টি শর্তে বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ দিতে রাজি হন। বাংলাদেশ অধিকাংশ শর্ত পূরণ করতে পেরেছে; কিন্তু রিজার্ভে উন্নতি, কর-জিডিপি অনুপাত এবং বাজারভিত্তিক ডলার রেট করতে ব্যর্থ হয়। এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেও বাস্তবতার আলোকে শর্ত পূরণে আরও সময় বাড়াতে পারে।
আইএমএফের শর্তানুযায়ী, সেপ্টেম্বরে নিট আন্তর্জাতিক রিজার্ভের (এনআইআর) পরিমাণ ২৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার রাখার কথা ছিল বাংলাদেশের। তবে গতকাল ছিল ২১ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার। আর সেখান থেকে অন্যান্য দায় বাদ দিলে রিজার্ভ দাঁড়ায় ১৭ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।
আইএমএফের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, ‘আইএমএফের সঙ্গে সফল আলোচনা হয়েছে। বৈঠকে আগের উপস্থাপিত পরামর্শ অর্জনও অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
ঋণ দিতে অনেক শর্ত দিয়েছে আইএমএফ। এসব শর্তের এখনো বেশ কিছু অপূর্ণ রয়েছে। এরই মধ্যে শঙ্কার কথা শোনা যাচ্ছে, শর্ত পূরণে ব্যর্থতায় ঋণের দ্বিতীয় কিস্তি পাওয়া অনিশ্চিত। তবে অনেক শর্ত অপূর্ণ থাকলেও আপাতত দ্বিতীয় কিস্তি ছাড়ে কোনো সমস্যা হবে না বলে জানায় সংস্থাটি। অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে গতকাল মঙ্গলবারের বৈঠকে এ সবই আলোচনা হয়েছে বলে জানিয়েছে বৈঠক সূত্র।
জানা যায়, ঋণ ছাড় নিয়ে আইএমএফ ও বাংলাদেশের প্রতিনিধিদলের মধ্যে ব্যাপক দর-কষাকষি হয়। একপর্যায়ে আইএমএফ সদস্যদের কাছে ঋণ ছাড়ের জন্য জোর দাবি জানালে তাঁরা বিষয়টি বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন। পাশাপাশি ডলার রেট বাজারভিত্তিক করা, ট্যাক্স জিডিপি অনুপাত, ব্যাংকের খেলাপি এবং রিজার্ভ বাড়াতে বাড়তি গুরুত্ব আরোপ করেন তাঁরা। এ সময় বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা নিজেদের যুক্তি তুলে ধরেন, তাঁরা আইএমএফের পরামর্শ পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন বলে বৈঠক সূত্রে জানা গেছে।
গতকাল অর্থ মন্ত্রণালয়ে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আইএমএফের বৈঠককালে এসব আলোচনা হয়। সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমের ওপর আইএমএফ সদস্যরা মতামত দিয়ে গৃহীত পদক্ষেপের ওপর চুলচেরা বিশ্লেষণ দেয়। তাঁরা রিজার্ভ বাড়াতে জোর তাগাদা দেন। এ সময় বাংলাদেশ ব্যাংক বৈশ্বিক পরিস্থিতিকে দায়ী করে নিজেদের পদক্ষেপের কথা জানায়।
আরও জানানো হয়, মোট ৪৭টি শর্তের ৮০ থেকে ৯০ শতাংশ পূরণ করা হয়েছে। কিছু শর্তের বাস্তবায়ন প্রক্রিয়াধীন। হয়তোবা বেঁধে দেওয়ার সময়ের চেয়ে বেশি লাগতে পারে। তবে শর্ত বাস্তবায়নের অনেক ধাপ এগিয়েছে। এ অবস্থায় ঋণের দ্বিতীয় কিস্তি ছাড় করলে রিজার্ভ আর একটু বাড়বে। তখন আইএমএফের সদস্যরা ঋণ ছাড়ের বিষয়ে আশ্বস্ত করেন, তবে কবেনাগাদ ছাড় হবে সে সময় উল্লেখ করেননি। তাঁরা জানান, নিয়ম মেনে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে ঋণ ছাড় করা হয়। সে ক্ষেত্রে আইএমএফের বোর্ডের কাছে তথ্য-উপাত্ত পাঠানো হবে। তবে ঋণ না পাওয়ার মতো কিছু ঘটেনি।
অন্য একটি সূত্র জানায়, আইএমএফ সদস্যরা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব আয়-ব্যয়, মুদ্রাব্যবস্থাপনা, সাইবার সিকিউরিটি, খেলাপি, রাজস্ব, পুঁজিবাজার, বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ হিসাবের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনাও করেছেন।
সূত্র জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে শর্ত অনুযায়ী সংস্থাটির সদস্যরা বৈঠক করছেন। তাঁরা রিজার্ভ, বাজারভিত্তিক ডলারের রেট, ঋণখেলাপি, রাজস্ব সংস্কার, তারল্য ব্যবস্থাপনাসহ ৪৭টি শর্তে বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণ দিতে রাজি হন। বাংলাদেশ অধিকাংশ শর্ত পূরণ করতে পেরেছে; কিন্তু রিজার্ভে উন্নতি, কর-জিডিপি অনুপাত এবং বাজারভিত্তিক ডলার রেট করতে ব্যর্থ হয়। এসব বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেও বাস্তবতার আলোকে শর্ত পূরণে আরও সময় বাড়াতে পারে।
আইএমএফের শর্তানুযায়ী, সেপ্টেম্বরে নিট আন্তর্জাতিক রিজার্ভের (এনআইআর) পরিমাণ ২৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার রাখার কথা ছিল বাংলাদেশের। তবে গতকাল ছিল ২১ দশমিক শূন্য ৬ বিলিয়ন ডলার। আর সেখান থেকে অন্যান্য দায় বাদ দিলে রিজার্ভ দাঁড়ায় ১৭ দশমিক ৯৬ বিলিয়ন ডলার।
আইএমএফের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক বলেন, ‘আইএমএফের সঙ্গে সফল আলোচনা হয়েছে। বৈঠকে আগের উপস্থাপিত পরামর্শ অর্জনও অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
২০১৩ সালে ব্যাক টু ব্যাক এলসি খুলেছিল মার্কেন্টাইল ব্যাংক। গ্রাহক এমা সিনটেক্স লিমিটেড ফ্যাব্রিকস পাঠায়, আমদানিকারক মিমময় ফ্যাশন বুঝে নেয়। এরপর ব্যাংকে বিল দাখিল হয়, সুইফট বার্তাও যায়। তারপর হঠাৎ সব থেমে যায়—বিল বাতিল।
৫ ঘণ্টা আগেচট্টগ্রামভিত্তিক শিল্পগ্রুপ ইউনিটেক্স। ১৯৮০ সালে ব্যবসা শুরু করেন গ্রুপটির কর্ণধার মো. হানিফ চৌধুরী। প্রথমে তৈরি পোশাক, পরে টেক্সটাইল, স্পিনিং, গ্যাস, সিনথেটিক খাতে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে গড়ে তোলা হয় ইউনিটেক্স গ্রুপ।
৭ ঘণ্টা আগেবাংলাদেশের শীর্ষস্থানীয় ইনভেস্টমেন্ট ব্যাংক ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল) এবং দেশের সর্ববৃহৎ অ্যাঞ্জেল ইনভেস্টিং প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ অ্যাঞ্জেলস নেটওয়ার্ক’ (ব্যান) আজ ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।
১৮ ঘণ্টা আগে২০২৫ সালের প্রথম তিন মাসে ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ নেটওয়ার্ক ৫ হাজার কোটি টাকার নিট ডিপোজিট প্রবৃদ্ধি অর্জন করেছে। রেকর্ড পরিমাণ এই ডিপোজিট প্রবৃদ্ধি আমানত সংগ্রহে ব্যাংকটির টেকসইতার প্রতিফলন।
১৯ ঘণ্টা আগে