যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রত্যাশা অনুযায়ী ১৩০ কোটি ডলার জরুরি সহায়তা ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বিশ্বজুড়ে খাদ্যসংকটের মধ্যে সদ্য চালু খাদ্যসহায়তা কর্মসূচির আওতায় এই অর্থ দেওয়া হয়েছে বলে বৈশ্বিক আর্থিক খাতের নেতৃত্বে থাকা সংস্থাটির বিবৃতিতে জানানো হয়েছে।
ইউক্রেনের ‘ব্যালেন্স অব পেমেন্ট বা লেনদেনে ভারসাম্য রক্ষার জরুরি চাহিদা মেটানোর’ পাশাপাশি অন্যদের কাছ থেকে ‘ভবিষ্যতে আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রেও’ মধ্যস্ততায় সহায়তা করবে এই প্যাকেজ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল ওয়াশিংটনে এই প্যাকেজ উদ্বোধন করেছেন। এর অর্থ ছাড় করাও শুরু হয়েছে।
আইএমএফের বিবৃতিতে বলা হয়, ‘সাত মাসেরও আগে ইউক্রেনের বিরুদ্ধে শুরু করা রাশিয়ার যুদ্ধ চরম মানবিক ভোগান্তি ও অর্থনৈতিক সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরে দেশটির প্রকৃত জিডিপি ৩৫ শতাংশ সংকুচিত হবে। ফলে অর্থায়নের প্রয়োজন ব্যাপকই থাকবে।’
ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পরপর জরুরি ভিত্তিতে ইউক্রেনকে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে আইএমএফ। গত সপ্তাহে বিশ্বব্যাংক দেশটির জন্য ৫৩ কোটি ডলারের বাড়তি সহায়তা মঞ্জুর করে। এর আগে ইউক্রেনের জন্য জরুরি তহবিল হিসেবে প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলার দেওয়া হয়েছে, যার মধ্যে ১ হাজার ১০০ কোটি ডলার ছাড় করা হয়েছে বলে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি বলেছে।
একই দিন যুক্তরাষ্ট্রও ইউক্রেনের জন্য ১ হাজার ২৩০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে, যার আওতায় ৩৭০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করবে। রুশ আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্র সর্বমোট ৬ হাজার ৫০০ কোটি ডলার দিয়েছে ইউক্রেনকে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনেরে দক্ষিণ ও পশ্চিমের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে জুড়ে নেওয়া হয়েছে বলে ঘোষণা দেন। তবে কিয়েভের বাহিনী সম্প্রতি দনেৎস্কের কিছু অংশসহ লড়াইয়ের সম্মুখভাগজুড়ে রুশ সেনাদের পিছু হটতে বাধ্য করেছে।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের প্রত্যাশা অনুযায়ী ১৩০ কোটি ডলার জরুরি সহায়তা ছাড় করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বিশ্বজুড়ে খাদ্যসংকটের মধ্যে সদ্য চালু খাদ্যসহায়তা কর্মসূচির আওতায় এই অর্থ দেওয়া হয়েছে বলে বৈশ্বিক আর্থিক খাতের নেতৃত্বে থাকা সংস্থাটির বিবৃতিতে জানানো হয়েছে।
ইউক্রেনের ‘ব্যালেন্স অব পেমেন্ট বা লেনদেনে ভারসাম্য রক্ষার জরুরি চাহিদা মেটানোর’ পাশাপাশি অন্যদের কাছ থেকে ‘ভবিষ্যতে আর্থিক সহায়তা পাওয়ার ক্ষেত্রেও’ মধ্যস্ততায় সহায়তা করবে এই প্যাকেজ। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল ওয়াশিংটনে এই প্যাকেজ উদ্বোধন করেছেন। এর অর্থ ছাড় করাও শুরু হয়েছে।
আইএমএফের বিবৃতিতে বলা হয়, ‘সাত মাসেরও আগে ইউক্রেনের বিরুদ্ধে শুরু করা রাশিয়ার যুদ্ধ চরম মানবিক ভোগান্তি ও অর্থনৈতিক সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরে দেশটির প্রকৃত জিডিপি ৩৫ শতাংশ সংকুচিত হবে। ফলে অর্থায়নের প্রয়োজন ব্যাপকই থাকবে।’
ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পরপর জরুরি ভিত্তিতে ইউক্রেনকে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে আইএমএফ। গত সপ্তাহে বিশ্বব্যাংক দেশটির জন্য ৫৩ কোটি ডলারের বাড়তি সহায়তা মঞ্জুর করে। এর আগে ইউক্রেনের জন্য জরুরি তহবিল হিসেবে প্রায় ১ হাজার ৩০০ কোটি ডলার দেওয়া হয়েছে, যার মধ্যে ১ হাজার ১০০ কোটি ডলার ছাড় করা হয়েছে বলে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটি বলেছে।
একই দিন যুক্তরাষ্ট্রও ইউক্রেনের জন্য ১ হাজার ২৩০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে, যার আওতায় ৩৭০ কোটি ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করবে। রুশ আগ্রাসন শুরুর পর যুক্তরাষ্ট্র সর্বমোট ৬ হাজার ৫০০ কোটি ডলার দিয়েছে ইউক্রেনকে।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনেরে দক্ষিণ ও পশ্চিমের চার অঞ্চলকে রাশিয়ার সঙ্গে জুড়ে নেওয়া হয়েছে বলে ঘোষণা দেন। তবে কিয়েভের বাহিনী সম্প্রতি দনেৎস্কের কিছু অংশসহ লড়াইয়ের সম্মুখভাগজুড়ে রুশ সেনাদের পিছু হটতে বাধ্য করেছে।
ঋণ পুনঃ তফসিলের জন্য সরকারি ব্যাংকের দেওয়া বিশেষ সুযোগ নিতে ১ হাজার ২৫৩টি আবেদন জমা পড়েছে। এর মধ্যে প্রায় ৩০০ আবেদন প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। এই আবেদনগুলোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে চলতি আগস্ট মাসে ব্যাংকগুলোর কাছে পাঠানো হবে।
৪ ঘণ্টা আগেসরকার কাগজে-কলমে পাম তেলের দাম লিটারপ্রতি ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের ভাষ্য, আন্তর্জাতিক বাজারে দরপতনের কারণে এই সিদ্ধান্ত। ঘোষণার দিন থেকেই নতুন দাম কার্যকর হওয়ার কথা ছিল।
৪ ঘণ্টা আগেদেশের শীর্ষ আলু উৎপাদনকারী জেলা মুন্সিগঞ্জে কৃষকেরা এবার চরম লোকসানে পড়েছেন। বেশি ফলন ও হিমাগার-সংকটে বিপাকে পড়া এ জেলার কৃষকদের উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না। প্রতি কেজি আলুতে কৃষকের লোকসান গুনতে হচ্ছে ১৪-১৬ টাকা। বর্তমানে পাইকারি বাজারে আলু বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২ ও খুচরা বাজারে ১৮-২০ টাকায়।
৪ ঘণ্টা আগেজাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৯ হাজার ৩৬১ কোটি ৯২ লাখ টাকা। এর মধ্যে ৬ হাজার ৬৭৭ কোটি টাকা অর্থায়ন করবে সরকার। বৈদেশিক ঋণের অর্থায়ন হবে ২ হাজার ৪২৮ কোটি ৪ লাখ টাকা
৮ ঘণ্টা আগে