Ajker Patrika

নাসার ব্যবসা সচল রাখার উদ্যোগ

  • ঋণখেলাপি হলেও মিলবে এলসি খোলার সুযোগ।
  • রপ্তানি আয়ের টাকা ঋণের কিস্তি বাবদ নিতে পারবে না ব্যাংক।
  • কারাগারে থাকা নাসা গ্রুপের চেয়ারম্যানের স্বাক্ষর নেওয়ার উদ্যোগ।
শহীদুল ইসলাম, ঢাকা
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০১: ০৮
নাসার ব্যবসা সচল রাখার উদ্যোগ

নাসা গ্রুপের মালিকানাধীন রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানাগুলোর কার্যক্রম অব্যাহত রাখতে শিল্পগ্রুপটিকে সহায়তা করতে যাচ্ছে সরকার। নাসার খেলাপি হয়ে পড়া ঋণ সহজে পুনঃ তফসিল করে গ্রুপটিকে এলসি খোলার সুযোগ দিতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছে শ্রম ‍ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এখন বাংলাদেশ ব্যাংককে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে।

অন্যদিকে কারাগারে আটক থাকায় বিভিন্ন ডকুমেন্টে নাসা গ্রুপের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদারের স্বাক্ষর নেওয়া যাচ্ছে না। ফলে নতুন ঋণ গ্রহণ বা ঋণ পুনঃ তফসিলের ডকুমেন্টে তাঁর স্বাক্ষর গ্রহণের জন্য নাসা গ্রুপকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে বলা হয়েছে।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে গত ১৭ জুলাই নাসা গ্রুপের ব্যবসায়িক সমস্যা সমাধানের লক্ষ্যে আন্তমন্ত্রণালয় সভা হয়। সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবেরা অংশ নেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, বিজিএমইএ সভাপতি, শিল্পাঞ্চল পুলিশের প্রতিনিধি, কয়েকটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং নাসার বিভিন্ন শিল্পকারখানার প্রতিনিধিরাও ছিলেন এ সভায়।

শ্রম মন্ত্রণালয় সূত্র জানায়, সভায় বাংলাদেশের কোনো শিল্পকারখানা বন্ধ না করে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে কীভাবে সেগুলো সচল রাখা যায়, সে বিষয়ে আলোচনা হয়। এরপর সভায় চারটি সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, নাসা গ্রুপের শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান চলমান রাখতে এবং শ্রমিক ও কর্মচারীদের জীবন-জীবিকার স্বার্থে ব্যাংকগুলোর দায় শ্রেণীকৃত থাকা অবস্থায় এলসি খোলাসহ অন্যান্য সুবিধা প্রদান অব্যাহত রাখার বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পলিসি সাপোর্ট হিসেবে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দেবে। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেবে।

সূত্র জানায়, নাসা গ্রুপের অথরাইজড সিগনেটরির স্বাক্ষরে এখন শিল্পগ্রুপটির কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে কিছু কিছু ডকুমেন্টে কোম্পানির মালিকের স্বাক্ষর বাধ্যতামূলক থাকায় বেশ কিছু বিষয় অনিষ্পন্ন রয়েছে। ফলে জেলে থাকা নাসা গ্রুপের চেয়ারম্যানের স্বাক্ষর গ্রহণের বিষয়ে নাসা গ্রুপকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর নাসা গ্রুপের ঋণ গ্রহণ বা ঋণ পুনঃ তফসিলকরণের সকল কাগজপত্র বা ডকুমেন্টসে নাসা গ্রুপের চেয়ারম্যানের স্বাক্ষর নেওয়া হবে।

আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী, এক্সিম ব্যাংকে রাখা নাসা গ্রুপের শ্রমিক-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড নগদায়নের ব্যাপারে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে। এই টাকা ছাড়করণের জন্য বাংলাদেশ ব্যাংক এক্সিম ব্যাংককে দ্রুত নির্দেশনা দেবে। এ ছাড়া নাসা গ্রুপের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের পাসপোর্ট জব্দ করাসহ তাঁদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও সভায় সিদ্ধান্ত হয়েছে।

সূত্র জানায়, সরকারি সহায়তায় নাসা গ্রুপ শতভাগ মার্জিনে যেসব ব্যাক টু ব্যাক এলসি খুলবে, সেগুলোর আয় থেকে পাওনাদার ব্যাংকগুলো ঋণের কিস্তি বাবদ কোনো অর্থ নিতে পারবে না। ওই অর্থ প্রথমে শ্রমিক, কর্মীদের বেতন পরিশোধসহ অন্যান্য নিয়মিত ব্যয় পরিশোধে ব্যবহার করা হবে। বাড়তি অর্থ থাকলে কোম্পানি ঋণ পরিশোধ করবে। বাংলাদেশ ব্যাংক নাসা গ্রুপে অর্থায়নকারী ব্যাংকগুলোকে এ বিষয়ে নির্দেশনা দেবে।

এসব বিষয়ে শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, নাসা গ্রুপের পোশাক কারখানাগুলোর কার্যক্রম চালিয়ে নেওয়ার বিষয়ে সহায়তা করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। গত ৮-৯ মাস প্রতিষ্ঠানটি চলতে পারলেও এখন আর নিজেরা চলতে পারছে না। এই গ্রুপে ২৫ থেকে ৩০ হাজার কর্মী কাজ করছেন। কারখানাগুলো বন্ধ হয়ে গেলে এসব কর্মী বেকার হবেন, এতে শ্রমিক অসন্তোষ সৃষ্টির আশঙ্কা রয়েছে।

গত বছরের ১ অক্টোবর গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদার। বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে গত ১৬ ফেব্রুয়ারি তাঁর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আওয়ামী সরকারের সময় প্রায় দেড় দশক ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতির দায়িত্বে ছিলেন তিনি।

গত ২২ জুলাই আদালতে নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘আমি জামিন পেলে সব টাকাই শোধ করে দেব। আমাকে জামিন দিয়ে কাজ করার সুযোগ করে দেন। আমি পালিয়ে যাব না। আমার প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় ৩ লাখ মানুষ জড়িত। তাদেরকে মাসে ৬০ থেকে ৬৫ কোটি টাকা বেতন দিতে হয়। আমি কারাগার থেকে বের না হলে তারা সবাই কাজ হারাবে। আমার ব্যবসা ধরার কোনো লোকও নেই।’

নাসা গ্রুপের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ১৯৯০ সালে যাত্রা শুরু করা এই গ্রুপের ৩৪টি কারখানা রয়েছে। এই গ্রুপের অধীনে ৩০ হাজারের বেশি কর্মী কাজ করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ মুজিবকে শ্রদ্ধা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, শোকজ পেয়ে নিলেন অব্যাহতি

আলাস্কা বৈঠকে পুতিনের দেহরক্ষীর হাতে ‘মলমূত্রবাহী স্যুটকেস’ কেন

সিলেটের ডিসি হলেন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শাস্তি পাওয়া সারওয়ার আলম

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

আমরা দখল করি লঞ্চঘাট-বাসস্ট্যান্ড, জামায়াত করে বিশ্ববিদ্যালয়: আলতাফ হোসেন চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত