নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগের সপ্তাহে ঊর্ধ্বমুখী থাকার পর বিদায়ী সপ্তাহে ফের দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিন দরপতনে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৭৫ পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকার বেশি।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে এটি পুঁজিবাজারের চতুর্থ সপ্তাহ। নতুন সরকারের চার সপ্তাহের মধ্যে তিন সপ্তাহেই পুঁজিবাজারে পতন হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির তুলনায় দরপতন হয়েছে চার গুণের বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৬টির, বিপরীতে দর কমেছে ৩১১টির। আর ৮টির লেনদেন হয়েছে আগের দরে। এতে সপ্তাহ শেষে সাধারণ সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৫ পয়েন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ।
আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১০৪ পয়েন্ট। তার আগের দুই সপ্তাহে কমে ২০৩ ও ২০ পয়েন্ট। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের চার সপ্তাহে ডিএসইর প্রধান সূচক কমেছে ১৯৪ পয়েন্ট।
এদিকে বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৪৩১ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৮১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার ১৫০ কোটি টাকা বা ১ দশমিক শূন্য ২ শতাংশ।
মূল্যসূচক কমলেও গত সপ্তাহে লেনদেনের গতি কিছুটা বেড়েছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭৯৮ কোটি ৮১ লাখ টাকা, যা আগের সপ্তাহে প্রতিদিন ছিল ৭৯২ কোটি ৫৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৬ কোটি ২৭ লাখ টাকা বা শূন্য দশমিক ৭৯ শতাংশ।
আগের সপ্তাহে ঊর্ধ্বমুখী থাকার পর বিদায়ী সপ্তাহে ফের দরপতন হয়েছে দেশের পুঁজিবাজারে। পাঁচ কার্যদিবসের মধ্যে চার দিন দরপতনে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক কমেছে ৭৫ পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকার বেশি।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে এটি পুঁজিবাজারের চতুর্থ সপ্তাহ। নতুন সরকারের চার সপ্তাহের মধ্যে তিন সপ্তাহেই পুঁজিবাজারে পতন হয়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে দরবৃদ্ধির তুলনায় দরপতন হয়েছে চার গুণের বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৬টির, বিপরীতে দর কমেছে ৩১১টির। আর ৮টির লেনদেন হয়েছে আগের দরে। এতে সপ্তাহ শেষে সাধারণ সূচক ডিএসইএক্স বেড়েছে ৭৫ পয়েন্ট বা ১ দশমিক ৩১ শতাংশ।
আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১০৪ পয়েন্ট। তার আগের দুই সপ্তাহে কমে ২০৩ ও ২০ পয়েন্ট। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের চার সপ্তাহে ডিএসইর প্রধান সূচক কমেছে ১৯৪ পয়েন্ট।
এদিকে বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ৪৩১ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৮১ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে ৭ হাজার ১৫০ কোটি টাকা বা ১ দশমিক শূন্য ২ শতাংশ।
মূল্যসূচক কমলেও গত সপ্তাহে লেনদেনের গতি কিছুটা বেড়েছে। গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৭৯৮ কোটি ৮১ লাখ টাকা, যা আগের সপ্তাহে প্রতিদিন ছিল ৭৯২ কোটি ৫৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ৬ কোটি ২৭ লাখ টাকা বা শূন্য দশমিক ৭৯ শতাংশ।
তিন বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হওয়ার খবর প্রকাশের পর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের ধস নেমেছে। সৌদি আরবের সরবরাহ বৃদ্ধির ইঙ্গিতও এই দরপতনে প্রভাব ফেলেছে বলে বিশ্লেষকদের ধারণা।
১৭ ঘণ্টা আগেকর দিতে গিয়েও দিতে হয় ঘুষ—শিল্পমালিকদের এই বিস্ফোরক ক্ষোভ এখন আর কানে কানে বলা গুঞ্জন নয়, বরং অর্থনীতির কেন্দ্রবিন্দুতে প্রকাশ্য প্রতিবাদ। নিয়মিত করদাতারা পাচ্ছেন না ন্যায্য সম্মান, বরং তাঁদের ঘাড়ে চাপছে অতিরিক্ত বোঝা। উৎপাদনে ব্যবহৃত গ্যাস-বিদ্যুৎ নেই, অথচ কর চাই নিরবচ্ছিন্নভাবে। বিনিয়োগ থমকে...
১ দিন আগেআগামী এক বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিজেড) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এই পদক্ষেপের মাধ্যমে দেশকে একটি বৈশ্বিক উৎপাদন কেন্দ্র বা গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত করার লক্ষ্যে কাজ শুরু হচ্ছে।
১ দিন আগেরাজধানীর অলিগলিতে প্রতিদিনের চেনা দৃশ্য—রোদে ঝলসে গেলেও থামে না শ্রমিকের কাজ। কেউ ড্রেন খুঁড়ছেন, কেউ টানছেন ইট-বালু। কোটি কোটি টাকার ঠিকাদারি প্রকল্পে সড়ক আর ভবন গড়ে উঠলেও সেই সব নির্মাণের ভিত গাঁথা শ্রমিকদের মজুরি থাকে বড্ড কম। কাজের ভার আর দক্ষতার ভিত্তিতে নয়—তাঁদের ঘামের দাম ঠিক হয় মালিকের...
১ দিন আগে