Ajker Patrika

গন্তব্য যেখানেই হোক ঈদের ছুটিতে ঘরে ফেরা যাবে উবারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গন্তব্য যেখানেই হোক ঈদের ছুটিতে ঘরে ফেরা যাবে উবারে

ঈদের ছুটি শহর ছেড়ে গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে ট্রেন-বাসের টিকিট না পেয়ে দুর্ভোগ পোহাতে হয় অনেককেই। তবে এবার সেই দুর্ভোগ লাঘব করতে এগিয়ে এসেছে অনলাইনভিত্তিক পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠান উবার। তাদের উবার ইন্টারসিটি সার্ভিস ব্যবহার করে এবার গন্তব্য যেখানেই হোক যে কেউ একেবারে বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। 

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উবার জানিয়েছে, বাস ও ট্রেনের টিকিটের স্বল্পতার কারণে অনেকেই ঈদে বাড়ি যাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন। নিরাপত্তা ও সুবিধার ওপর গুরুত্ব দেন বলে অন্য যানবাহনে যাতায়াতেও তারা স্বস্তি বোধ করেন না। এমন মানুষদের জন্য সেরা সমাধান হতে পারে উবার ইন্টারসিটির মতো সার্ভিসগুলো। 

বিবৃতিতে বলা হয়, শহরের বাইরে যেকোনো জায়গায় ভ্রমণের জন্য ইন্টারসিটি চমৎকার একটি সার্ভিস। বিশেষ করে চার সদস্যের পরিবারের জন্য ইন্টারসিটি ও আটজন পর্যন্ত সদস্যের জন্য বেছে নেওয়া যেতে পারে ইন্টারসিটি এক্সএল সার্ভিস। তাই বগুড়া, চট্টগ্রাম বা ময়মনসিংহ, গন্তব্য যেখানেই হোক না কেন, যাতায়াত হবে আরামদায়ক ও সাশ্রয়ী। 

উবার বিবৃতিতে দাবি করেছে, উবার ইন্টারসিটি সার্ভিসে সম্প্রতি যুক্ত হয়েছে রাউন্ড ট্রিপ ফিচার। এখন ঢাকা থেকে যেকোনো শহরে যাওয়ার সময় সর্বোচ্চ ৫ দিনের জন্য আউট স্টেশন রাউন্ড ট্রিপ বুক করতে পারবেন যাত্রীরা। এই পুরো সময়টায় ওই গাড়ি ও সেটির চালক যাত্রীর সঙ্গেই থাকবেন। আরও আছে যাত্রাপথে স্টপ যোগ করার বাড়তি সুবিধা। ৯০ দিন আগে পর্যন্ত অগ্রিম ট্রিপ বুক করার ফিচার থাকার ফলে শেষ মুহূর্তে গাড়ি পাওয়া নিয়েও সমস্যায় পড়তে হবে না। 

বিবৃতিতে উবার দাবি করেছে, নিরাপত্তাকে তারা সব সময় সর্বোচ্চ গুরুত্ব দেয়। সার্বক্ষণিক জিপিএস ট্র্যাকিং, লাইভ লোকেশন শেয়ারিং, চালকের নাম, ছবি, রেটিং ইত্যাদি জানানো, সেফটি টুলকিট, হটলাইন, ইন্স্যুরেন্স পলিসিসহ নানা ধরনের নিরাপত্তার ফিচার এখানে রয়েছে। তাই যাতায়াতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়েও নিশ্চিন্ত থাকা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত