নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডলারের দাম নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক একের পর এক পদক্ষেপ নিয়েও কোনো ফল হচ্ছে না। বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) যৌথভাবে ডলারের বিনিময় হার বেঁধে দিচ্ছে। ডলারের এই দর বাজার ভিত্তিক হচ্ছে না। এর ফলেই ফরমাল মার্কেট ও অবৈধ চ্যানেলের ব্যবধান বেড়ে যাচ্ছে। তবে সত্যিকার অর্থে ডলার রেট বাজার ভিত্তিক হলে ফরমাল মার্কেট ও অবৈধ চ্যানেলের ব্যবধান কমবে, হুন্ডি কমে আসবে। তখন ডলার সংকটও কমবে এবং রিজার্ভ বাড়তে থাকবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে দেশের আর্থিক সংকট নিরসনে অর্থনীতিবিদদের সঙ্গে নিয়মিত বৈঠকের আয়োজনে অংশ নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থসচিব খাইরুল আলম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও প্রধান অর্থনীতিবিদসহ সংশ্লিষ্টরা।
ড. জাহিদ বলেন, ‘দেশে চলমান ডলার সংকট নিরসনে নতুন করে ঘোষিত আড়াই শতাংশ প্রণোদনার সিদ্ধান্ত দীর্ঘ মেয়াদে কার্যকর করতে ডলার রেট পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিতে হবে। তা না হলে ডলার অবৈধ চ্যানেলে লেনদেনের পথটা শক্তিশালী হবে। পাশাপাশি বাজারের নজরদারি বাড়াতে হবে।’
দুর্দশাগ্রস্ত ঋণের বিষয়ে জানতে চাইলে অর্থনীতিবাদ জাহিদ হোসেন বলেন, ‘খেলাপি ঋণ ছাড়াও যে দুর্দশাগ্রস্ত ঋণগুলো ছিল সেগুলো এরই মধ্যে প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু সেগুলো নিয়ন্ত্রণে বিদ্যমান আইন বাস্তবায়ন করাটা খুব জরুরি।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি ব্যাংকের পক্ষ থেকে রেমিট্যান্স কেনার ক্ষেত্রে আড়াই শতাংশ পর্যন্ত প্রণোদনা দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দীর্ঘ মেয়াদে এটা কাজে আসবে না। কারণ, যতক্ষণ পর্যন্ত ডলারের অফিশিয়াল এবং আনঅফিশিয়াল রেটে পার্থক্য থাকবে ততক্ষণ রেমিটাররা অবৈধ পথেই ডলার পাঠাবেন।’
ডলারের দাম নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংক একের পর এক পদক্ষেপ নিয়েও কোনো ফল হচ্ছে না। বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) যৌথভাবে ডলারের বিনিময় হার বেঁধে দিচ্ছে। ডলারের এই দর বাজার ভিত্তিক হচ্ছে না। এর ফলেই ফরমাল মার্কেট ও অবৈধ চ্যানেলের ব্যবধান বেড়ে যাচ্ছে। তবে সত্যিকার অর্থে ডলার রেট বাজার ভিত্তিক হলে ফরমাল মার্কেট ও অবৈধ চ্যানেলের ব্যবধান কমবে, হুন্ডি কমে আসবে। তখন ডলার সংকটও কমবে এবং রিজার্ভ বাড়তে থাকবে।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে দেশের আর্থিক সংকট নিরসনে অর্থনীতিবিদদের সঙ্গে নিয়মিত বৈঠকের আয়োজনে অংশ নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বিশ্বব্যাংকের বাংলাদেশ আবাসিক মিশনের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থসচিব খাইরুল আলম, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও প্রধান অর্থনীতিবিদসহ সংশ্লিষ্টরা।
ড. জাহিদ বলেন, ‘দেশে চলমান ডলার সংকট নিরসনে নতুন করে ঘোষিত আড়াই শতাংশ প্রণোদনার সিদ্ধান্ত দীর্ঘ মেয়াদে কার্যকর করতে ডলার রেট পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দিতে হবে। তা না হলে ডলার অবৈধ চ্যানেলে লেনদেনের পথটা শক্তিশালী হবে। পাশাপাশি বাজারের নজরদারি বাড়াতে হবে।’
দুর্দশাগ্রস্ত ঋণের বিষয়ে জানতে চাইলে অর্থনীতিবাদ জাহিদ হোসেন বলেন, ‘খেলাপি ঋণ ছাড়াও যে দুর্দশাগ্রস্ত ঋণগুলো ছিল সেগুলো এরই মধ্যে প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। কিন্তু সেগুলো নিয়ন্ত্রণে বিদ্যমান আইন বাস্তবায়ন করাটা খুব জরুরি।’
তিনি আরও বলেন, ‘সম্প্রতি ব্যাংকের পক্ষ থেকে রেমিট্যান্স কেনার ক্ষেত্রে আড়াই শতাংশ পর্যন্ত প্রণোদনা দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দীর্ঘ মেয়াদে এটা কাজে আসবে না। কারণ, যতক্ষণ পর্যন্ত ডলারের অফিশিয়াল এবং আনঅফিশিয়াল রেটে পার্থক্য থাকবে ততক্ষণ রেমিটাররা অবৈধ পথেই ডলার পাঠাবেন।’
বন্দরনগরী চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জ্বালানি তেল সরবরাহ শুরু হলো আজ। ২০টি নদীর তলদেশ দিয়ে প্রায় ২৫০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে ঢাকায় আসবে তেল। আগে প্রচুর সময় ও পরিবহন ব্যয়ের বিনিময়ে ওয়েল কোস্টার বা ট্যাংকারের করে নদীপথে নারায়ণগঞ্জের ডিপোতে তেল পরিবহন করা হতো।
৫ ঘণ্টা আগেরাশিয়া থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতকে শুল্ক আরোপ ‘শাস্তি’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি দাবি করলেন, এই শাস্তির পর ভারতকে তেলের গ্রাহক হিসেবে আর পাবে না রাশিয়া। গতকাল শুক্রবার ট্রাম্প এ মন্তব্য করেছেন বলে এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণার দেওয়ার পরপরই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম। গত দু’দিনে ভারতের বাজারে চালের দাম প্রায় ১৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। সম্প্রতি বাংলাদেশ সরকার খাদ্য সরবরাহ নিশ্চিত করতে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করতে ৫ লাখ টন চাল আমদানির ওপর থেকে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে।
২ দিন আগেনিষেধাজ্ঞা শেষে গত ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ইলিশ ধরার মৌসুম, যা চলবে আগস্টের শেষ পর্যন্ত। কিন্তু অবাক করার মতো বিষয় হলো—ভরা মৌসুমেও সাগর-নদী থেকে জেলেরা প্রত্যাশিত ইলিশ পাচ্ছেন না। প্রতিবছর এই সময় দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা রুপালি ইলিশ শিকারে ব্যস্ত সময়...
২ দিন আগে