নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সরকারি এবং বেসরকারি খাতসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আজ রোববার ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ আহ্বান জানান।
ইত্তেফাক কার্যালয়ে গোলটেবিল বৈঠকটির আয়োজন করে দৈনিক ইত্তেফাক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক সিনিয়র সচিব জুয়েনা আজিজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম সচিব (এসডিজি বিষয়ক) মোহাম্মদ মনিরুল ইসলাম।
জুয়েনা আজিজ বলেন, ‘এসডিজি বাস্তবায়নে সবাইকে সমন্বিত কাজ করতে হবে। ১৭টি লক্ষ্য অর্জনে মন্ত্রণালয়গুলোকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী কাজ হচ্ছে কি না তা মনিটরিং করা হচ্ছে। এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাতের ভূমিকাও গুরুত্বপূর্ণ।’
ইউএনডিপির প্রতিনিধি ফখরুল আহসান বলেন, ‘লক্ষ্য অর্জনে বেসরকারি খাতকেও আস্থায় আনতে হবে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে।’
অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক আইনুল ইসলাম বলেন, ‘অর্থনীতিতে বেসরকারি খাতের অবদানের পাশাপাশি তাদের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন আছে। অনেক ক্ষেত্রে তাদের মাধ্যমে টাকা বিদেশে চলে যাচ্ছে। তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
গ্লোবাল টেলিভিশনের সিইও সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘অনেক বেসরকারি প্রতিষ্ঠান শুধু ব্যবসা করেই যাচ্ছে, কিন্তু বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না। তাই কর্মসংস্থান বাড়ছে না। কিছু বহুজাতিক প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতার আওতায় কর্মসূচি নিলেও অনেক প্রতিষ্ঠানই অনুৎপাদনশীল কাজে যুক্ত।’
এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক সাংবাদিক জ. ই. মামুন বলেন, ‘রুয়ান্ডার মতো দেশ ঘোষণা দিয়েছে যে, তারা প্লাস্টিক বর্জন করবে। মালদ্বীপও একই সিদ্ধান্ত নিয়েছে। অথচ আমাদের এখানে এখনো এমন উদ্যোগ দেখা যায়নি।’
ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন—ইউনিলিভারের পরিচালক শামীমা আক্তার, সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের (এমজিএইচ গ্রুপ) সহকারী পরিচালক বাশিরা হারুন, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক মোহাম্মদ শফিকুল আলম জুয়েল প্রমুখ।
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সরকারি এবং বেসরকারি খাতসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।
আজ রোববার ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বেসরকারি খাতের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এ আহ্বান জানান।
ইত্তেফাক কার্যালয়ে গোলটেবিল বৈঠকটির আয়োজন করে দৈনিক ইত্তেফাক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক সিনিয়র সচিব জুয়েনা আজিজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুগ্ম সচিব (এসডিজি বিষয়ক) মোহাম্মদ মনিরুল ইসলাম।
জুয়েনা আজিজ বলেন, ‘এসডিজি বাস্তবায়নে সবাইকে সমন্বিত কাজ করতে হবে। ১৭টি লক্ষ্য অর্জনে মন্ত্রণালয়গুলোকে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। সেই অনুযায়ী কাজ হচ্ছে কি না তা মনিটরিং করা হচ্ছে। এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাতের ভূমিকাও গুরুত্বপূর্ণ।’
ইউএনডিপির প্রতিনিধি ফখরুল আহসান বলেন, ‘লক্ষ্য অর্জনে বেসরকারি খাতকেও আস্থায় আনতে হবে। পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে।’
অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক আইনুল ইসলাম বলেন, ‘অর্থনীতিতে বেসরকারি খাতের অবদানের পাশাপাশি তাদের দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন আছে। অনেক ক্ষেত্রে তাদের মাধ্যমে টাকা বিদেশে চলে যাচ্ছে। তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
গ্লোবাল টেলিভিশনের সিইও সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘অনেক বেসরকারি প্রতিষ্ঠান শুধু ব্যবসা করেই যাচ্ছে, কিন্তু বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে না। তাই কর্মসংস্থান বাড়ছে না। কিছু বহুজাতিক প্রতিষ্ঠান সামাজিক দায়বদ্ধতার আওতায় কর্মসূচি নিলেও অনেক প্রতিষ্ঠানই অনুৎপাদনশীল কাজে যুক্ত।’
এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক সাংবাদিক জ. ই. মামুন বলেন, ‘রুয়ান্ডার মতো দেশ ঘোষণা দিয়েছে যে, তারা প্লাস্টিক বর্জন করবে। মালদ্বীপও একই সিদ্ধান্ত নিয়েছে। অথচ আমাদের এখানে এখনো এমন উদ্যোগ দেখা যায়নি।’
ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন—ইউনিলিভারের পরিচালক শামীমা আক্তার, সুহানা অ্যান্ড আনিস আহমেদ ফাউন্ডেশনের (এমজিএইচ গ্রুপ) সহকারী পরিচালক বাশিরা হারুন, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক মোহাম্মদ শফিকুল আলম জুয়েল প্রমুখ।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের কিস্তি গ্রহণের জন্য অপেক্ষা না করে নিজেদের মতো বাজেট তৈরি করার প্রস্তুতি নিচ্ছে সরকার। এমন তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক...
৬ ঘণ্টা আগেদেশের ভোজ্যতেলের বাজারে এখনো মানের ঘাটতি রয়েছে। ভিটামিন ‘এ’ ও ‘ডি’ সমৃদ্ধ তেল সরবরাহ বাধ্যতামূলক হলেও বাস্তবে তা অনেকটা উপেক্ষিত। সরকারি আইন অনুযায়ী তেলে ভিটামিন এ মেশানো আবশ্যক হলেও বাজারের বিশাল একটি অংশে তা অনুপস্থিত কিংবা থাকলেও প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
৬ ঘণ্টা আগেঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত অংশীদার চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের প্রতিনিধিদলের সঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে কমিশন সভাকক্ষে এই বৈঠক...
৬ ঘণ্টা আগেজনসংখ্যায় ক্ষুদ্র, কিন্তু প্রভাবের বিচারে বিশাল নর্ডিক দেশগুলো যেন এক অর্থনৈতিক বিস্ময়। সুইডেন, ডেনমার্ক, নরওয়ে ও ফিনল্যান্ড—এই চার দেশের জনসংখ্যা ও অর্থনৈতিক আকার যতই ছোট হোক না কেন, এখান থেকেই জন্ম নিয়েছে আইকিয়া, লেগো, স্পটিফাই, নোভো নর্ডিস্ক, নোকিয়া ও কার্লসবার্গের মতো বিশ্বখ্যাত কোম্পানিগুলো।
১৪ ঘণ্টা আগে