Ajker Patrika

রেফ্রিজারেটর উৎপাদনে কর অব্যাহতি সুবিধা আরও এক বছর

আপডেট : ০১ জুন ২০২৩, ১৮: ৫১
রেফ্রিজারেটর উৎপাদনে কর অব্যাহতি সুবিধা আরও এক বছর

দেশীয় শিল্প বিকাশের জন্য রেফ্রিজারেটর ও মাইক্রোওয়েভ ওভেনসহ ঘরে ব্যবহার্য আমদানি বিকল্প নানা পণ্য এবং কম্পিউটার যন্ত্রাংশসহ তথ্যপ্রযুক্তি খাতের পণ্য উৎপাদনে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতি সুবিধা বাড়ানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার বেলা ৩টায় জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিভিন্ন মেয়াদে এসব শিল্পের জন্য বিভিন্ন মেয়াদে কর অব্যাহতি সুবিধা বাড়ানোর প্রস্তাব করেন।

নাগরিক জীবনে গুরুত্বপূর্ণ ইলেকট্রনিকস পণ্য রেফ্রিজারেটর ও ফ্রিজার উৎপাদনে স্থানীয় উৎপাদন পর্যায়ে ৫ শতাংশের বেশি মূল্য সংযোজন কর এবং তা উৎপাদনে ব্যবহৃত প্রয়োজনীয় উপকরণ ও খুচরা যন্ত্রাংশ আমদানি ও স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট (আগাম করসহ) ও সম্পূরক শুল্ক (প্রযোজ্য ক্ষেত্রে) অব্যাহতি সুবিধা চলমান আছে। এই সুবিধা ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, ‘দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, আমদানি বিকল্প পণ্য উৎপাদন এবং দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থে নিম্নোক্ত খাতসমূহে মূসক অব্যাহতি সুবিধা প্রদান ও বহাল রাখাসহ প্রয়োজনীয় সংশোধনী আনয়নের প্রস্তাব পেশ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত