অনলাইন ডেস্ক
ভোজ্যতেলের দাম প্রতি লিটারে ৮ টাকা করে বাড়ালেও সরবরাহ বাড়েনি খুচরা ও পাইকারি বাজারে। এতে বিপাকে পড়েছেন বিক্রেতারা। তাঁরা বলছেন, মিলমালিকদের চাহিদা অনুসারে দাম বাড়ানোর পরও ডিলাররা খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ শুরু করেননি।
গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচা, শান্তিনগর, মালিবাগসহ বিভিন্ন বাজারে গিয়ে ভোজ্যতেলের সরবরাহ আগের মতোই দেখা যায়। বিক্রেতারা জানান, বিভিন্ন কোম্পানির ডিলাররা আসেন অন্য সব পণ্য নিয়ে। অথচ যেটার বেশি দরকার, এখন সেই তেলই পাওয়া যাচ্ছে না।
অথচ গত সোমবার সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর পর খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছিলেন, পরদিন মঙ্গলবার থেকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে। বাণিজ্য মন্ত্রণালয়ও একই আশা করেছিল।
গতকাল রাজধানীর সেগুনবাগিচা কাঁচাবাজারে কথা হয় মা-বাবার দোয়া স্টোরের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘সেগুনবাগিচা বাজারে এখনো তেলের সরবরাহ আসেনি। আগের মতোই অবস্থা রয়েছে। আমি নিজে আশপাশের কয়েকটি ডিলার পয়েন্টে গিয়েও তেল পাইনি। এতে আমি খুবই বিপাকে পড়েছি। কাস্টমারের কাছে জবাবদিহি করতে হচ্ছে আমাকে।’
অন্যদিকে ডিলাররা জানিয়েছেন, মূল্যবৃদ্ধির পর তাঁদের কাছ থেকে কোম্পানিগুলো ডেলিভারি অর্ডার (ডিও) নিয়েছে। তবে আগের কাটা ডিওর পণ্যই এখনো সরবরাহ দেয়নি। কবে নাগাদ দেবে, সেটাও বলছে না। তবে আশা করা যায়, কয়েক দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে।
বেশ কিছুদিন হলো বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো কিছুদিন ধরে আন্তর্জাতিক দরের সঙ্গে সমন্বয় করে দেশেও সয়াবিন তেলের দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। এরই মধ্যে ডিলার বা সরবরাহকারী পর্যায় থেকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে যায়। ফলে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল সরবরাহে সংকট তৈরি হয়। এমন অবস্থায় গত রোববার ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন।
এই বৈঠকে দামের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় পরদিন সোমবার ট্যারিফ কমিশনে আবারও বৈঠক হয়। ওই বৈঠকে সব ধরনের ভোজ্য তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়।
নতুন সিদ্ধান্ত অনুসারে, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৭৫ টাকায়, যা এত দিন ছিল ১৬৭ টাকা। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ১৫৭ টাকায়। খোলা পাম তেলের লিটারও ১৪৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৭ টাকা করা হয়েছে। এ ছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৮৬০ টাকা, যা আগে ছিল ৮১৮ টাকা।
গত সোমবার দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর বাণিজ্য উপদেষ্টা ও ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলোর কর্মকর্তারা জানিয়েছিলেন, মঙ্গলবার থেকে বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ স্বাভাবিক হবে। তবে রাজধানী ঢাকার ডিলারদের কাছেই এখনো তেলের সরবরাহ আসেনি।
শান্তিনগর বাজারের সিটি গ্রুপের ডিলার জিয়াউল হক বলেন, ‘আমি আগে থেকেই টাকা জমা দিয়ে ডিও কেটে রেখেছি। কিন্তু তারপরও কোম্পানির কাছ থেকে তেল পাইনি। নতুন করে ডিও কাটব কী করে। আমার দৈনিক ২০০ কার্টন চাহিদার অর্ধেকও যদি সরবরাহ দিত, তবুও আপাতত বাজার সামলাতে পারতাম।’
ভোজ্যতেলের দাম প্রতি লিটারে ৮ টাকা করে বাড়ালেও সরবরাহ বাড়েনি খুচরা ও পাইকারি বাজারে। এতে বিপাকে পড়েছেন বিক্রেতারা। তাঁরা বলছেন, মিলমালিকদের চাহিদা অনুসারে দাম বাড়ানোর পরও ডিলাররা খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল সরবরাহ শুরু করেননি।
গতকাল বুধবার রাজধানীর সেগুনবাগিচা, শান্তিনগর, মালিবাগসহ বিভিন্ন বাজারে গিয়ে ভোজ্যতেলের সরবরাহ আগের মতোই দেখা যায়। বিক্রেতারা জানান, বিভিন্ন কোম্পানির ডিলাররা আসেন অন্য সব পণ্য নিয়ে। অথচ যেটার বেশি দরকার, এখন সেই তেলই পাওয়া যাচ্ছে না।
অথচ গত সোমবার সয়াবিন ও পাম তেলের দাম বাড়ানোর পর খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছিলেন, পরদিন মঙ্গলবার থেকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হবে। বাণিজ্য মন্ত্রণালয়ও একই আশা করেছিল।
গতকাল রাজধানীর সেগুনবাগিচা কাঁচাবাজারে কথা হয় মা-বাবার দোয়া স্টোরের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘সেগুনবাগিচা বাজারে এখনো তেলের সরবরাহ আসেনি। আগের মতোই অবস্থা রয়েছে। আমি নিজে আশপাশের কয়েকটি ডিলার পয়েন্টে গিয়েও তেল পাইনি। এতে আমি খুবই বিপাকে পড়েছি। কাস্টমারের কাছে জবাবদিহি করতে হচ্ছে আমাকে।’
অন্যদিকে ডিলাররা জানিয়েছেন, মূল্যবৃদ্ধির পর তাঁদের কাছ থেকে কোম্পানিগুলো ডেলিভারি অর্ডার (ডিও) নিয়েছে। তবে আগের কাটা ডিওর পণ্যই এখনো সরবরাহ দেয়নি। কবে নাগাদ দেবে, সেটাও বলছে না। তবে আশা করা যায়, কয়েক দিনের মধ্যে সরবরাহ স্বাভাবিক হবে।
বেশ কিছুদিন হলো বোতলজাত সয়াবিন তেলের সংকট চলছে। ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো কিছুদিন ধরে আন্তর্জাতিক দরের সঙ্গে সমন্বয় করে দেশেও সয়াবিন তেলের দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। এরই মধ্যে ডিলার বা সরবরাহকারী পর্যায় থেকে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমে যায়। ফলে খুচরা পর্যায়ে বোতলজাত সয়াবিন তেল সরবরাহে সংকট তৈরি হয়। এমন অবস্থায় গত রোববার ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা সেখ বশিরউদ্দিন।
এই বৈঠকে দামের বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় পরদিন সোমবার ট্যারিফ কমিশনে আবারও বৈঠক হয়। ওই বৈঠকে সব ধরনের ভোজ্য তেলের দাম লিটারে ৮ টাকা বাড়ানোর সিদ্ধান্ত হয়।
নতুন সিদ্ধান্ত অনুসারে, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৭৫ টাকায়, যা এত দিন ছিল ১৬৭ টাকা। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা থেকে বেড়ে দাঁড়াবে ১৫৭ টাকায়। খোলা পাম তেলের লিটারও ১৪৯ টাকা থেকে বাড়িয়ে ১৫৭ টাকা করা হয়েছে। এ ছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ৮৬০ টাকা, যা আগে ছিল ৮১৮ টাকা।
গত সোমবার দাম বাড়ানোর ঘোষণা দেওয়ার পর বাণিজ্য উপদেষ্টা ও ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলোর কর্মকর্তারা জানিয়েছিলেন, মঙ্গলবার থেকে বাজারে বোতলজাত সয়াবিনের সরবরাহ স্বাভাবিক হবে। তবে রাজধানী ঢাকার ডিলারদের কাছেই এখনো তেলের সরবরাহ আসেনি।
শান্তিনগর বাজারের সিটি গ্রুপের ডিলার জিয়াউল হক বলেন, ‘আমি আগে থেকেই টাকা জমা দিয়ে ডিও কেটে রেখেছি। কিন্তু তারপরও কোম্পানির কাছ থেকে তেল পাইনি। নতুন করে ডিও কাটব কী করে। আমার দৈনিক ২০০ কার্টন চাহিদার অর্ধেকও যদি সরবরাহ দিত, তবুও আপাতত বাজার সামলাতে পারতাম।’
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি), লালদিয়া ও বে টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করতে চায় চায় সরকার। এর মাধ্যমে ২০৩০ সালের মধ্যে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা চার গুণ বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
২ ঘণ্টা আগেদেশের বড় রপ্তানিমুখী ব্যাগ ও লাগেজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ছিল মোংলার ইপিজেডে থাকা ভারতীয় মালিকানাধীন ভিআইপি ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড। ২০১৪ সাল থেকে এখানে তাদের বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছিল এবং সবকিছুই স্বাভাবিকভাবে চলছিল। কিন্তু ২০২৩ সালের ৩১ জানুয়ারি ভিআইপির মোংলা কারখানায় অগ্নিকাণ্ড
৯ ঘণ্টা আগেকাস্টমসের নতুন শুল্কনীতির কারণে খরচ বেড়ে যাওয়ায় ভারত থেকে মাছ আমদানি বন্ধ রেখেছেন আমদানিকারকেরা। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দুই দিনে সরকারের রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় ৩ কোটি টাকা। ভারত থেকে যেসব খাদ্যদ্রব্য আমদানি করা হয়, তার মধ্যে বড় একটি অংশ হচ্ছে হিমায়িত মিঠাপানির ও সামুদ্রিক মাছ।
৯ ঘণ্টা আগেচাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এ অভিযোগ এনে ঘটনার বিচার ও ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের দাবি জানান। তাঁরা চেয়ারম্যান খাজা শাহরিয়ারের নিকটাত্মীয়
১০ ঘণ্টা আগে