নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদেশ থেকে নেওয়া বিপুল পরিমাণ ঋণ সুদাসলে পরিশোধের পালা এবার। সময় যত গড়াচ্ছে, ঋণের দায় পরিশোধের পরিমাণও তত বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে সরকার সুদ ও আসল মিলিয়ে বৈদেশিক ঋণের ২০৩ কোটি ডলার দায় শোধ করেছে। চলতি অর্থবছরের পুরো সময় শেষে ঋণের দায় শোধের পরিমাণ বেড়ে ৩৫৬ কোটি ডলার হবে। আর আগামী অর্থবছরে ৪২১ কোটি এবং পরের অর্থবছরে ৪৭২ কোটি ডলার শোধ করতে হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইআরডি জানিয়েছে, মূলত সুদ পরিশোধের কারণেই ঋণের দায় শোধের অঙ্ক বড় হচ্ছে। চলতি অর্থবছরের আট মাসে সরকার সুদ পরিশোধ করেছে ৮০ কোটি ৬০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ।
গত অর্থবছরের ৮ মাসে ৪০ কোটি ৩০ লাখ ডলার সুদ পরিশোধ করা হয়েছিল। গত অর্থবছরে (জুলাই-জুন) বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের পরিশোধ করেছে ২৬৭ কোটি ডলার। এর মধ্যে সুদ হিসেবে পরিশোধ করেছে ৯৩ কোটি ৫৬ লাখ, আর আসল পরিশোধ করেছে ১৭৩ কোটি ডলার। চলতি অর্থবছরের পুরো সময় শেষে ঋণের দায় শোধ বেড়ে হবে ৩৫৬ কোটি ডলার।
এদিকে সুদাসলে ঋণের দায় পরিশোধের পরিমাণ বাড়লেও সেই তুলনায় প্রতিশ্রুতি পাওয়া ঋণের অর্থছাড় বাড়েনি। ইআরডির তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে অর্থছাড় হয়েছে ৪৯৯ দশমিক ৭ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে অর্থছাড়ের পরিমাণ ছিল ৪৮৭ কোটি ডলার। এই সময়ে সবচেয়ে বেশি অর্থছাড় করেছে এডিবি, ১৩০ কোটি ডলার। অন্য দাতাদের মধ্যে জাপান ১০৪ কোটি ডলার, বিশ্বব্যাংক ৮৭ কোটি ৭৮ লাখ ডলার, রাশিয়া ৮০ কোটি ৫০ লাখ ডলার এবং চীন ৩৬ কোটি ১৭ লাখ ডলার ছাড় করেছে।
অর্থছাড় না বাড়লেও উন্নয়ন-সহযোগীদের কাছ থেকে ঋণ প্রতিশ্রুতি বেড়েছে। ইআরডি জানায়, চলতি অর্থবছরের প্রথম আট মাসে উন্নয়ন-সহযোগীরা ৭২০ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি দিয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৭৮ কোটি ডলার। চলতি অর্থবছর বিভিন্ন উন্নয়ন-সহযোগী সংস্থার কাছ থেকে ৯৯২ কোটি ডলারের প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্য রয়েছে সরকারের।
ইআরডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম আট মাসে সবচেয়ে বেশি প্রতিশ্রুতি পাওয়া গেছে এডিবির কাছ থেকে। এই সংস্থার কাছ থেকে পাওয়া গেছে ২৬২ কোটি ডলারের প্রতিশ্রুতি। এ ছাড়া জাপানের কাছ থেকে ২০২ কোটি ডলার, বিশ্বব্যাংকের কাছ থেকে ১৪১ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি পাওয়া গেছে।
বিদেশ থেকে নেওয়া বিপুল পরিমাণ ঋণ সুদাসলে পরিশোধের পালা এবার। সময় যত গড়াচ্ছে, ঋণের দায় পরিশোধের পরিমাণও তত বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম আট মাসে সরকার সুদ ও আসল মিলিয়ে বৈদেশিক ঋণের ২০৩ কোটি ডলার দায় শোধ করেছে। চলতি অর্থবছরের পুরো সময় শেষে ঋণের দায় শোধের পরিমাণ বেড়ে ৩৫৬ কোটি ডলার হবে। আর আগামী অর্থবছরে ৪২১ কোটি এবং পরের অর্থবছরে ৪৭২ কোটি ডলার শোধ করতে হবে।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইআরডি জানিয়েছে, মূলত সুদ পরিশোধের কারণেই ঋণের দায় শোধের অঙ্ক বড় হচ্ছে। চলতি অর্থবছরের আট মাসে সরকার সুদ পরিশোধ করেছে ৮০ কোটি ৬০ লাখ ডলার, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় দ্বিগুণ।
গত অর্থবছরের ৮ মাসে ৪০ কোটি ৩০ লাখ ডলার সুদ পরিশোধ করা হয়েছিল। গত অর্থবছরে (জুলাই-জুন) বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের পরিশোধ করেছে ২৬৭ কোটি ডলার। এর মধ্যে সুদ হিসেবে পরিশোধ করেছে ৯৩ কোটি ৫৬ লাখ, আর আসল পরিশোধ করেছে ১৭৩ কোটি ডলার। চলতি অর্থবছরের পুরো সময় শেষে ঋণের দায় শোধ বেড়ে হবে ৩৫৬ কোটি ডলার।
এদিকে সুদাসলে ঋণের দায় পরিশোধের পরিমাণ বাড়লেও সেই তুলনায় প্রতিশ্রুতি পাওয়া ঋণের অর্থছাড় বাড়েনি। ইআরডির তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম আট মাসে অর্থছাড় হয়েছে ৪৯৯ দশমিক ৭ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে অর্থছাড়ের পরিমাণ ছিল ৪৮৭ কোটি ডলার। এই সময়ে সবচেয়ে বেশি অর্থছাড় করেছে এডিবি, ১৩০ কোটি ডলার। অন্য দাতাদের মধ্যে জাপান ১০৪ কোটি ডলার, বিশ্বব্যাংক ৮৭ কোটি ৭৮ লাখ ডলার, রাশিয়া ৮০ কোটি ৫০ লাখ ডলার এবং চীন ৩৬ কোটি ১৭ লাখ ডলার ছাড় করেছে।
অর্থছাড় না বাড়লেও উন্নয়ন-সহযোগীদের কাছ থেকে ঋণ প্রতিশ্রুতি বেড়েছে। ইআরডি জানায়, চলতি অর্থবছরের প্রথম আট মাসে উন্নয়ন-সহযোগীরা ৭২০ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি দিয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ১৭৮ কোটি ডলার। চলতি অর্থবছর বিভিন্ন উন্নয়ন-সহযোগী সংস্থার কাছ থেকে ৯৯২ কোটি ডলারের প্রতিশ্রুতি আদায়ের লক্ষ্য রয়েছে সরকারের।
ইআরডির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম আট মাসে সবচেয়ে বেশি প্রতিশ্রুতি পাওয়া গেছে এডিবির কাছ থেকে। এই সংস্থার কাছ থেকে পাওয়া গেছে ২৬২ কোটি ডলারের প্রতিশ্রুতি। এ ছাড়া জাপানের কাছ থেকে ২০২ কোটি ডলার, বিশ্বব্যাংকের কাছ থেকে ১৪১ কোটি ডলারের ঋণ প্রতিশ্রুতি পাওয়া গেছে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পুঁজিবাজার সংস্কার বৈঠক বিনিয়োগকারীদের আশানুরূপ ফল দেয়নি। বৈঠকে প্রস্তাবিত নির্দেশনাগুলো নতুনত্বহীন ও বাস্তবায়নযোগ্য নয় বলে মনে করছেন অংশীজনরা। ফলে বিনিয়োগকারীদের আস্থা আরও হ্রাস পেয়েছে, যার প্রতিফলন দেখা গেছে পুঁজিবাজারের সূচকে।
৩ ঘণ্টা আগেঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে ও আয়ারল্যান্ড এডুকেশন এক্সপো ২০২৫। পিএফইসি গ্লোবালের আয়োজনে এই এক্সপোটি অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (২০ মে) ঢাকার ওয়েস্টিন হোটেলে। এই অনুষ্ঠানটি চলবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
১০ ঘণ্টা আগেবাংলাদেশের ৪.৭ বিলিয়ন ডলারের আইএমএফ ঋণ কর্মসূচির আওতায় পরবর্তী দুটি কিস্তির ১.৩ বিলিয়ন ডলার ছাড়ের সিদ্ধান্ত আগামীকাল জানাবে আইএমএফ। এ নিয়ে ওয়াশিংটনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও আইএমএফ কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। বাংলাদেশ ব্যাংক আগামীকাল এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে...
১১ ঘণ্টা আগেএনবিআর কর্মকর্তা-কর্মচারীর কলম বিরতি পালনকালে তিনটি কার্যক্রম চালু থাকবে। আজ মঙ্গলবার (১৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে অধ্যাদেশ বাতিল দাবিতে আয়োজিত মানববন্ধনে এই কার্যক্রম নিয়ে জানানো হয়।
১৩ ঘণ্টা আগে