নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ডলারের দর নির্ধারণে ক্রলিং পেগ বা নিয়ন্ত্রিত বাজারভিত্তিক ব্যবস্থা চালুর ঘোষণা দিয়ে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি রাজস্ব খাতের সংস্কারেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সুপারিশ মেনে। এসব সুপারিশে কাজ হচ্ছে কি না বা কাজের অগ্রগতি কতটুকু, তা দেখতে আসছে আইএমএফের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স (টিএ) কমিটি।
এই কমিটির সদস্যরা আজ রোববার (৩ মার্চ) ঢাকায় আসছেন। এই দলে থাকছেন কমিটির রাজস্ব বিশেষজ্ঞ ডেভিড রবার্ট ওয়েন্টওয়ার্থ, অরবিন্দ মোদি ও ডেভিড উইলিয়াম বার। ২০২২ সালের জুলাইয়ে আইএমএফের কাছে ঋণ চায় বাংলাদেশ। ছয় মাস পর ২০২৩ সালের ৩০ জানুয়ারি সংস্থাটি শর্তসাপেক্ষে ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। শর্তের মধ্যে অন্যতম দেশের রাজস্ব খাতের সংস্কার।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকায় আসার আগেই আইএমএফের টিএ কমিটি প্রয়োজনীয় সংস্কারসংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করেছে। এসব কাগজপত্র যাচাই-বাছাইয়ে প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে কমিটির সদস্যরা ৪ থেকে ১৭ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করবেন। তাঁরা তাঁদের পর্যবেক্ষণ এবং সুনির্দিষ্ট বিষয়ে সুপারিশ উপস্থাপন করবেন। সফরকালে প্রতিনিধিরা অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।
সূত্র জানায়, আইএমএফের কারিগরি কমিটি ডলারের সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান পদ্ধতি এবং মুদ্রানীতিতে ঘোষিত ক্রলিং পেগ পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবে। পাশাপাশি ব্যাংক খাতের খেলাপি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার অগ্রগতি নিয়েও পক্ষে-বিপক্ষে যুক্তি তুলে ধরবে আইএমএফ এবং বাংলাদেশের প্রতিনিধিদল।
ডলারের সংকটে পড়ে ক্রলিং পেগ চালু করা বিভিন্ন দেশের বিষয় আলোচনায় আসতে পারে। তবে ডলারের দর জোর করে আটকে রাখার বিষয়টিকে আলোচনায় বিশেষ গুরুত্ব পেতে পারে। আবার ক্রলিং পেগ বাস্তবায়ন করলে অর্থনৈতিক সংকট উসকে যাওয়ার আশঙ্কা নিয়েও আলোচনা হতে পারে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের মুখ্য কাজের মধ্যে আছে সুদের হার এবং এক্সচেঞ্জ রেটের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। সেই লক্ষ্য সামনে রেখে মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। সেখানে ক্রলিং পেগ পদ্ধতিতে নিয়ন্ত্রিত উপায়ে ডলারের দাম বাজারভিত্তিক করার কথা বলা হয়েছে। এই ক্রলিং পেগ বাস্তবায়ন-সংক্রান্ত কারিগরি সহায়তা দিতে আইএমএফের বিশেষ একটি দল আসছে। ব্যাংক ও রাজস্ব খাতের সংস্কার নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারে তারা।’
ডলারের দর নির্ধারণে ক্রলিং পেগ বা নিয়ন্ত্রিত বাজারভিত্তিক ব্যবস্থা চালুর ঘোষণা দিয়ে রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি রাজস্ব খাতের সংস্কারেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সুপারিশ মেনে। এসব সুপারিশে কাজ হচ্ছে কি না বা কাজের অগ্রগতি কতটুকু, তা দেখতে আসছে আইএমএফের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স (টিএ) কমিটি।
এই কমিটির সদস্যরা আজ রোববার (৩ মার্চ) ঢাকায় আসছেন। এই দলে থাকছেন কমিটির রাজস্ব বিশেষজ্ঞ ডেভিড রবার্ট ওয়েন্টওয়ার্থ, অরবিন্দ মোদি ও ডেভিড উইলিয়াম বার। ২০২২ সালের জুলাইয়ে আইএমএফের কাছে ঋণ চায় বাংলাদেশ। ছয় মাস পর ২০২৩ সালের ৩০ জানুয়ারি সংস্থাটি শর্তসাপেক্ষে ৪৭০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেয়। শর্তের মধ্যে অন্যতম দেশের রাজস্ব খাতের সংস্কার।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকায় আসার আগেই আইএমএফের টিএ কমিটি প্রয়োজনীয় সংস্কারসংক্রান্ত কাগজপত্র সংগ্রহ করেছে। এসব কাগজপত্র যাচাই-বাছাইয়ে প্রাপ্ত তথ্য-উপাত্ত নিয়ে কমিটির সদস্যরা ৪ থেকে ১৭ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করবেন। তাঁরা তাঁদের পর্যবেক্ষণ এবং সুনির্দিষ্ট বিষয়ে সুপারিশ উপস্থাপন করবেন। সফরকালে প্রতিনিধিরা অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও আইসিটি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।
সূত্র জানায়, আইএমএফের কারিগরি কমিটি ডলারের সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংকের বিদ্যমান পদ্ধতি এবং মুদ্রানীতিতে ঘোষিত ক্রলিং পেগ পদ্ধতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবে। পাশাপাশি ব্যাংক খাতের খেলাপি নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার অগ্রগতি নিয়েও পক্ষে-বিপক্ষে যুক্তি তুলে ধরবে আইএমএফ এবং বাংলাদেশের প্রতিনিধিদল।
ডলারের সংকটে পড়ে ক্রলিং পেগ চালু করা বিভিন্ন দেশের বিষয় আলোচনায় আসতে পারে। তবে ডলারের দর জোর করে আটকে রাখার বিষয়টিকে আলোচনায় বিশেষ গুরুত্ব পেতে পারে। আবার ক্রলিং পেগ বাস্তবায়ন করলে অর্থনৈতিক সংকট উসকে যাওয়ার আশঙ্কা নিয়েও আলোচনা হতে পারে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. মেজবাউল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের মুখ্য কাজের মধ্যে আছে সুদের হার এবং এক্সচেঞ্জ রেটের মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা। সেই লক্ষ্য সামনে রেখে মুদ্রানীতি ঘোষণা করা হয়েছে। সেখানে ক্রলিং পেগ পদ্ধতিতে নিয়ন্ত্রিত উপায়ে ডলারের দাম বাজারভিত্তিক করার কথা বলা হয়েছে। এই ক্রলিং পেগ বাস্তবায়ন-সংক্রান্ত কারিগরি সহায়তা দিতে আইএমএফের বিশেষ একটি দল আসছে। ব্যাংক ও রাজস্ব খাতের সংস্কার নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দিতে পারে তারা।’
সরকার কর ও শুল্কছাড়ের মাধ্যমে বাজারে পণ্যের দাম কমানোর চেষ্টা করলেও তা কার্যত সাধারণ ভোক্তার দামের বোঝা কমাতে পারেনি। গত অর্থবছরে ভোজ্যতেল, মোবাইল ফোন, পোলট্রি, ফ্রিজ, এসি উৎপাদনের উপকরণসহ বিভিন্ন খাতে কোটি কোটি টাকা শুল্কছাড় দেওয়া হয়েছে। সরকারের যুক্তি ছিল, এতে ভোক্তারা কম দামে পণ্য পাবে।
১ ঘণ্টা আগেদেশের বিমা খাত ডিজিটালাইজেশনে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার তুলনায় পিছিয়ে রয়েছে। তবে গত বছর পিছিয়ে থাকা নেপাল এখন বাংলাদেশের সমপর্যায়ে পৌঁছেছে। গতকাল বুধবার ‘বিমা খাতের আধুনিকায়নে প্রযুক্তির ব্যবহার’ শীর্ষক কর্মশালায় এসব তথ্য তুলে ধরেন চার্টার্ড লাইফ ইনস্যুরেন্সের সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও
১ ঘণ্টা আগেবাংলাদেশের তৈরি পোশাক খাতে পরিবেশবান্ধব সবুজ কারখানার সংখ্যা দ্রুত বাড়ছে। গত এক মাসে ১০টি কারখানা মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের ‘লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন’ (লিড) সনদ পেয়েছে। এর মধ্যে সর্বশেষ গতকাল বুধবার একসঙ্গে পাঁচটি কারখানা নতুন সনদ অর্জন করেছে।
১ ঘণ্টা আগেবাজারে আবারও হঠাৎ লাফিয়ে বেড়েছে পেঁয়াজের দাম। কোনো উৎসব বা উপলক্ষ না থাকা সত্ত্বেও এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ২৫-৩০ টাকা বেড়েছে। এতে সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে। তবে ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টিপাত ও মৌসুমের শেষ দিকে...
১ ঘণ্টা আগে