Ajker Patrika

ফের লাখ টাকা ছাড়াল সোনার ভরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০০: ৩৭
ফের লাখ  টাকা ছাড়াল  সোনার ভরি

পাঁচ দিনের ব্যবধানে সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৭ টাকা বাড়ানো হয়েছে। ফলে এ ক্যাটাগরির সোনার নতুন মূল্য হবে ১ লাখ ৫৪৪ টাকা। এতদিন যা ছিল ৯৯ হাজার ৩৭৭ টাকা। আজ থেকে এ দাম কার্যকর করা হবে। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৫ হাজার ৯৯৫, ১৮ ক্যারেটের ৮২ হাজার ২৩১ এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৬৮ হাজার ৫৮৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, দাম বাড়িয়ে ১১ অক্টোবর সবশেষ সোনার মূল্য নির্ধারণ করেছিল বাজুস, যা ১২ অক্টোবর থেকে কার্যকর হয়। গতকাল পর্যন্ত ওই দাম অনুযায়ী ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয় ৯৯ হাজার ৩৭৭ টাকায়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত