Ajker Patrika

এলডিসি উত্তরণের পরও শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেবে ডব্লিউটিও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এলডিসি উত্তরণের পরও শুল্ক ও কোটামুক্ত সুবিধা দেবে ডব্লিউটিও

স্বল্পোন্নত দেশের (এলডিসি) ক্যাটাগরি থেকে উত্তরণের পরও একতরফা শুল্ক ও কোটামুক্ত সুবিধা অব্যাহত রাখার ব্যাপারে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিশেষ সাধারণ সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়। নির্ধারিত সময়সীমা রাখা না হলেও গ্র্যাজুয়েট এলডিসিদের বাধাহীন ও টেকসই উত্তরণের জন্য প্রয়োজনীয় সময় পর্যন্ত এ সুবিধা অব্যাহত রাখার জন্য বলা হয়েছে। ২০২৬ সালে এলডিসি ক্যাটাগরি থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে। এর ফলে বাংলাদেশসহ ভবিষ্যতে এলডিসি থেকে উন্নীত দেশগুলো বিশেষ বাণিজ্য সুবিধা ভোগ করবে।

জেনেভায় বাংলাদেশ স্থায়ী মিশন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলডিসি থেকে উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তার জন্য ২০১৭ সালে এলডিসি মন্ত্রী পর্যায়ে আহ্বান জানানো হয়। এরই ধারাবাহিকতায় ২০২০ সালে এলডিসি গ্রুপের পক্ষ থেকে বিশ্ব বাণিজ্য সংস্থায় আনুষ্ঠানিক প্রস্তাবনা পেশ করা হয়।

নেগোসিয়েশনের প্রাথমিক পর্যায় থেকে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের বহুপক্ষীয়, জটিল ও দীর্ঘ পথ পরিক্রমায় জেনেভার বাংলাদেশ স্থায়ী মিশন এলডিসি গ্রুপের ফোকাল পয়েন্ট হিসেবে অবদান রাখছে এবং সময়োপযোগী ও বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে। গ্র্যাজুয়েশন-পরবর্তী পর্যায়ে এলডিসির জন্য ক্ষেত্রভিত্তিক বিশেষ সুবিধাদি চিহ্নিত করার আলোচনা এলডিসি উপকমিটিতে চলমান রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত