ডিজিটাল লেনদেনের ওপর শুল্ক আরোপের বিষয়টি আরও দুই বছর বিলম্বিত করার সিদ্ধান্ত হয়েছে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে শেষ হওয়া বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২০২৬ সালের মধ্যে অর্থাৎ পরবর্তী মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে না আসতে পারলে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে শুল্ক চালু হয়ে যাবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আবু ধাবি অনুষ্ঠিত ডব্লিউটিওর ১৩ তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ডিজিটাল লেনদেনের ওপর শুল্ক আরোপের বিষয়টি দুই বছরের জন্য স্থগিত করার ঐকমত্য হয়। তবে বিশ্বজুড়ে মৎস্য ও কৃষিপণ্যের বাণিজ্যের ব্যাপারে কোনো সিদ্ধান্তই গৃহীত হয়নি এই সম্মেলনে।
ডিজিটাল লেনদেনের ওপর শুল্ক আরোপের বিষয়টি বিলম্বিত হওয়ার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে বলেছেন, ‘এই ছাড়টিকে বিশ্বের দেশগুলো ২০২৬ সালের মধ্যে এ ধরনের পণ্যের (ডিজিটাল লেনদেন সংক্রান্ত) ওপর শুল্ক আরোপের একটি ব্যবস্থা তৈরির সুযোগ হিসেবেও নিতে পারে।’
তবে ভারত কৃষিপণ্যের বিশ্বব্যাপী বাণিজ্যের বিষয়ে যে ছাড় চেয়েছিল তা আটকে যায় সদ্য শেষ হওয়া এই সম্মেলনে। তবে আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে এই বিষয়েও দুই বছরের ছাড় দেওয়া হয়। এবং কৃষি খাতে চলতি বছরের সম্মেলন থেকে এটিই সবচেয়ে বড় অর্জন।
পাশাপাশি মৎস্য খাতে বিশ্ববাণিজ্য আরও সুবিধাজনক করতে ডব্লিউটিওর সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ধারণা করা হয়েছিল। কারণ, ২০২২ সালের মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ডব্লিউটিওর প্রধান কার্যালয় জেনেভায় দেশগুলো সম্মত হয়েছিল যে, এই খাতে বাণিজ্যিক দ্বন্দ্ব নিরসনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এ বছর। এবং চলতি বছরের শেষ নাগাদ সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ারও কথা ছিল। কিন্তু এই সম্মেলনে এ সংক্রান্ত কোনো সিদ্ধান্তই হয়নি।
এর আগে, এই সম্মেলনে চীন-সমর্থিত একটি বিশাল বিনিয়োগ প্রকল্প আটকে দেয় দক্ষিণ আফ্রিকা ও ভারত। লাতিন আমেরিকার দেশ চিলি এবং এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া প্রস্তাবিত ও চীন-সমর্থিত এই বিনিয়োগ প্রকল্পটির নাম ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন ডেভেলপমেন্ট (আইএফডি)। এই প্রকল্পের আওতায় বৈশ্বিক কল্যাণে বিভিন্ন খাতে ২০০-৮০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা আছে।
ডব্লিউটিওর নিয়ম অনুসারে, সংস্থাটির সদস্যভুক্ত যেকোনো দেশই চাইলে এই ডিল আটকে দিতে পারবে চূড়ান্তভাবে গৃহীত হওয়ার আগে। সেই নিয়মেরই সুবিধা নিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই বিনিয়োগ প্রস্তাব আটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ডব্লিউটিও বলেছে, ‘একচেটিয়া ঐকমত্য না থাকায় আমরা এই বিষয়টিকে আমাদের সম্মেলনের অ্যাজেন্ডা হিসেবে উত্থাপন করতে পারিনি।’
ডিজিটাল লেনদেনের ওপর শুল্ক আরোপের বিষয়টি আরও দুই বছর বিলম্বিত করার সিদ্ধান্ত হয়েছে। আজ শনিবার সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে শেষ হওয়া বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ২০২৬ সালের মধ্যে অর্থাৎ পরবর্তী মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আগে এ বিষয়ে কোনো সিদ্ধান্তে না আসতে পারলে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে শুল্ক চালু হয়ে যাবে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আবু ধাবি অনুষ্ঠিত ডব্লিউটিওর ১৩ তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ডিজিটাল লেনদেনের ওপর শুল্ক আরোপের বিষয়টি দুই বছরের জন্য স্থগিত করার ঐকমত্য হয়। তবে বিশ্বজুড়ে মৎস্য ও কৃষিপণ্যের বাণিজ্যের ব্যাপারে কোনো সিদ্ধান্তই গৃহীত হয়নি এই সম্মেলনে।
ডিজিটাল লেনদেনের ওপর শুল্ক আরোপের বিষয়টি বিলম্বিত হওয়ার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র রয়টার্সকে বলেছেন, ‘এই ছাড়টিকে বিশ্বের দেশগুলো ২০২৬ সালের মধ্যে এ ধরনের পণ্যের (ডিজিটাল লেনদেন সংক্রান্ত) ওপর শুল্ক আরোপের একটি ব্যবস্থা তৈরির সুযোগ হিসেবেও নিতে পারে।’
তবে ভারত কৃষিপণ্যের বিশ্বব্যাপী বাণিজ্যের বিষয়ে যে ছাড় চেয়েছিল তা আটকে যায় সদ্য শেষ হওয়া এই সম্মেলনে। তবে আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে এই বিষয়েও দুই বছরের ছাড় দেওয়া হয়। এবং কৃষি খাতে চলতি বছরের সম্মেলন থেকে এটিই সবচেয়ে বড় অর্জন।
পাশাপাশি মৎস্য খাতে বিশ্ববাণিজ্য আরও সুবিধাজনক করতে ডব্লিউটিওর সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ধারণা করা হয়েছিল। কারণ, ২০২২ সালের মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ডব্লিউটিওর প্রধান কার্যালয় জেনেভায় দেশগুলো সম্মত হয়েছিল যে, এই খাতে বাণিজ্যিক দ্বন্দ্ব নিরসনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এ বছর। এবং চলতি বছরের শেষ নাগাদ সেই সিদ্ধান্ত কার্যকর হওয়ারও কথা ছিল। কিন্তু এই সম্মেলনে এ সংক্রান্ত কোনো সিদ্ধান্তই হয়নি।
এর আগে, এই সম্মেলনে চীন-সমর্থিত একটি বিশাল বিনিয়োগ প্রকল্প আটকে দেয় দক্ষিণ আফ্রিকা ও ভারত। লাতিন আমেরিকার দেশ চিলি এবং এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া প্রস্তাবিত ও চীন-সমর্থিত এই বিনিয়োগ প্রকল্পটির নাম ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন ডেভেলপমেন্ট (আইএফডি)। এই প্রকল্পের আওতায় বৈশ্বিক কল্যাণে বিভিন্ন খাতে ২০০-৮০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করার কথা আছে।
ডব্লিউটিওর নিয়ম অনুসারে, সংস্থাটির সদস্যভুক্ত যেকোনো দেশই চাইলে এই ডিল আটকে দিতে পারবে চূড়ান্তভাবে গৃহীত হওয়ার আগে। সেই নিয়মেরই সুবিধা নিয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই বিনিয়োগ প্রস্তাব আটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ডব্লিউটিও বলেছে, ‘একচেটিয়া ঐকমত্য না থাকায় আমরা এই বিষয়টিকে আমাদের সম্মেলনের অ্যাজেন্ডা হিসেবে উত্থাপন করতে পারিনি।’
যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের ধাক্কায় টালমাটাল বিশ্ববাণিজ্য, বিশেষ করে এশিয়ার দেশগুলো। এশিয়ার অধিকাংশ দেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি হয়ে থাকে। আর শুল্কের কারণে এ খাতে শঙ্কার জন্ম হয়েছে। গত ২০ এপ্রিল লিবারেশন ডে ঘোষণা করে যে শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার প্রভাবের
১৪ ঘণ্টা আগেভারতীয় পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এর বড় ধাক্কা লেগেছে ভারতের তৈরি পোশাক খাতে। ট্রাম্পের এই শুল্ক ঘোষণার পর থেকে প্রতিদিন আতঙ্কে কাটছে এই খাতের উদ্যোক্তাদের।
১৭ ঘণ্টা আগেব্যাংক খাতে লুণ্ঠন, অর্থ পাচার, শেয়ারবাজার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নড়বড়ে করে ফেলা, বৈদেশিক মুদ্রার মজুতে চাপ ইত্যাদি কারণে আওয়ামী লীগ আমলের শেষের দিকে অর্থনীতি মহাসংকটে পড়েছিল। এর সরাসরি প্রভাব পড়ে জনজীবনেও। মূল্যস্ফীতিতে দেশবাসীর নাভিশ্বাস ওঠে। ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরশাসনের...
১ দিন আগেচীনা প্রতিষ্ঠান চুয়ানচিং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের (সিসিডিসি) সঙ্গে দুটি কূপ খননের চুক্তি করেছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল)। ৫৯৪ কোটি টাকা ব্যয়ে বাখরাবাদ ও তিতাস এলাকায় গভীর অনুসন্ধানে এ দুটি কূপ খনন করা হবে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে...
১ দিন আগে